

দুই বঙ্গ তনয়ার হাত ধরে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ইতিহাস লিখল ভারত। রবিবার জাপানি প্রতিপক্ষের কাছে পরাজিত হয়ে ব্রোঞ্জ জিতলেন ঐহিকা মুখার্জি ও সুতীর্থা মুখার্জি।
জাপানের মিউ কিহারা এবং মিওয়া হারিমোতো জুটির কাছে ৪-১১, ৯-১১ এবং ৮-১১ ব্যবধানে পরাজিত হয় ভারতীয় মহিলা জুটি। শনিবার ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছিলেন এই দুই বঙ্গ তনয়া। সুযোগ ছিল সোনার পদক জেতার। কিন্তু সেমিফাইনালে জাপানি প্রতিপক্ষের কাছে স্বপ্নভঙ্গ হল এই জুটির।
সেমিফাইনালে শুরু থেকেই ভারতীয় জুটির উপর চাপ সৃষ্টি হয়। পর পর ৩টে সেট হারতে হয় ঐহিকা এবং সুতীর্থাকে। কোয়ার্টার ফাইনালে এই দুই জুটি যেভাবে দক্ষিণ কোরিয়াকে পরাস্ত করেছিল তাতে অনেকেই ভালো ফলের আশা করেছিলেন। ফাইনালে না উঠলেও দেশের জন্য ব্রোঞ্জ জিতলেন তাঁরা।
১৯৭২ সালে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর থেকে এই প্রথম পদক জিতল ভারতীয় মহিলা জুটি। অন্যদিকে তাইওয়ানের কাছে ৩-০ ব্যবধানে পরাজিত হয়ে ব্রোঞ্জ জিতেছে ভারতীয় পুরুষ জুটি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন