NADA: ২০২২-২৩ সাল পর্যন্ত ডোপ টেস্টে ধরা পড়েছেন ১৪২ জন ক্রীড়াবিদ!

People's Reporter: ২০২২ সালের এপ্রিল মাস থেকে ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত নাডার তরফ থেকে ৪৩৪২ জন ক্রীড়াবিদকে পরীক্ষা করা হয়েছিল।
NADA: ২০২২-২৩ সাল পর্যন্ত ডোপ টেস্টে ধরা পড়েছেন ১৪২ জন ক্রীড়াবিদ!
ছবি - প্রতীকী

ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির রিপোর্টে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। এই সংস্থার দেওয়া তথ্যে দেখা যাচ্ছে ২০২২ থেকে ২৩ সাল পর্যন্ত মোট ১৪২ জন ভারতীয় ক্রীড়াবিদ ডোপ নিতে গিয়ে ধরা পড়েছেন।

রিপোর্টের আরও বলা হয়েছে ২০২২-২৩ সালের মধ্যে নাডার অ্যান্টি ডোপিং ডিসিপ্লিনারি প্যানেল (ADDP) ৮০ জন ক্রীড়াবিদকে শাস্তি দিয়েছিল। এঁরা সকলেই প্রয়োজনের তুলনায় অধিক কর্মক্ষমতা বাড়ানোর ওষুধ নিয়েছিলেন।

২০২২ সালের এপ্রিল মাস থেকে ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত নাডার তরফ থেকে ৪৩৪২ জন ক্রীড়াবিদকে পরীক্ষা করা হয়েছিল। যার মধ্যে প্রতিযোগিতার মধ্যে থাকা ক্রীড়াবিদের সংখ্যা ছিল ২৫৯৬ জন এবং প্রতিযোগিতার বাইরে থাকা ক্রীড়াবিদের সংখ্যা ছিল ১৭৪৬ জন। যার মধ্যে ১৪২ জন ডোপ টেস্টে ব্যর্থ হন। যার মধ্যে ওয়েট লিফটার, কুস্তিগীরদের সংখ্যা বেশি ছিল।

এই তথ্য প্রকাশ্যে আসতেই ২০২৪ প্যারিস অলিম্পিকের জন্য বেশ সতর্ক ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি। প্যারিস অলিম্পিকে অংশ নেওয়া ক্রীড়াবিদদের কমপক্ষে তিন বার ডোপ টেস্ট করা হবে। অলিম্পিকের আগেই সমস্ত পরীক্ষা সম্পন্ন করতে চায় নাডা। হকি, শ্যুটিং, বক্সিং, তিরন্দাজি, ব্যাডমিন্টন, কুস্তি, টেনিস এবং অ্যাথলেটিক্সে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের ডোপ টেস্ট করা হবে।

NADA: ২০২২-২৩ সাল পর্যন্ত ডোপ টেস্টে ধরা পড়েছেন ১৪২ জন ক্রীড়াবিদ!
BCCI: রিলায়েন্সের এক সংস্থা সহ দুই সংস্থাকে ২ বছরের জন্য অফিশিয়াল পার্টনার বাছলো বিসিসিআই
NADA: ২০২২-২৩ সাল পর্যন্ত ডোপ টেস্টে ধরা পড়েছেন ১৪২ জন ক্রীড়াবিদ!
Mumbai: এক মাঠে দু'টি ম্যাচ, ব্যাটারের বল লেগে মৃত্যু অন্য ম্যাচের ফিল্ডারের!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in