Chess: ১২ বছর বয়সে বিশ্বের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টারের খেতাব অর্জন অভিমন্যু মিশ্রের

অভিমন্যু মিশ্র
অভিমন্যু মিশ্র ছবি সৌজন্যে দ‍্য স্ক্রল

বিশ্বের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টারের খেতাব অর্জন করলো অভিমন্যু মিশ্র। ভারতীয় বংশোদ্ভূত এই দাবাড়ুর বয়স মাত্র ১২ বছর ৪ মাস। ১৯ বছরের পুরনো রেকর্ড ভেঙে গতকাল আমেরিকার বুদাপেস্টে এই শিরোপা অর্জন করে অভিমন‍্যু।

গত কয়েকমাস ধরেই বুদাপেস্টে বিভিন্ন টুর্নামেন্ট খেলেছিল অভিমন‍্যু। এভাবে ২৫০০ এলো রেটিং টপকে গিয়েছিল সে। বুধবার বিশ্বের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টারের খেতাব অর্জনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জয় পায় সে। কালো ঘুঁটি নিয়ে ভারতের ১৫ বছর বয়সের গ্র্যান্ডমাস্টার লিও লুক মেন্ডোঙ্কাকে হারিয়ে ২৬০০ এলো রেটিং টপকে যায় সে।

এতোদিন রাশিয়ার সার্জে কার্জাকিনের দখলে ছিল বিশ্বের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টারের খেতাব। সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে অভিমন্যু। কার্জাকিন গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন ১২ বছর ৭ মাস বয়সে। অভিমন্যু গ্র্যান্ড মাস্টার হল ১২ বছর ৪ মাস ২৫ দিন বয়সে।

অভিমন‍্যুকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। খেতাব অর্জনের পর আপ্লুত অভিমন‍্যু ট‍্যুইটারে নিজের কোচ সূর্যশেখর গাঙ্গুলিকে ধন্যবাদ জানিয়েছে‌।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in