ক্যান্সার আক্রান্তদের মনোবল বাড়াতে চুল দান করলেন যুবরাজ সিং-র স্ত্রী, অভিনেত্রীকে কুর্নিশ নেটিজেনদের

People's Reporter: হেজেল জানিয়েছেন, ক্যান্সার আক্রান্ত যেসব শিশুদের কেমোথেরাপির কারণে চুল উঠে যায়, তাদের পরচুলা বানানোর জন্য এই চুল ব্যবহৃত হবে।
হ্যাজেল কিচ
হ্যাজেল কিচছবি - সংগৃহীত

ক্যান্সার আক্রান্তদের মনোবল বাড়াতে অভিনব পদক্ষেপ গ্রহণ করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং-র স্ত্রী তথা জনপ্রিয় অভিনেত্রী হ্যাজেল কিচ। নিজের চুল কেটে ক্যান্সার আক্রান্তদের সাহায্য করবেন বলে সিদ্ধান্ত নিলেন তিনি। তাঁর এই সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছে নেটিজেনরাও।

সম্প্রতি দ্বিতীয় সন্তানের মা হয়েছেন হ্যাজেল। মহিলাদের সন্তান জন্মের পরে চুল পড়ার একটা সমস্যা থাকে। হেজেলের ক্ষেত্রেও ব্যাতিক্রম কিছু ঘটেনি। পাশাপাশি নিজের স্বামী যুবরাজ সিং-র ক্যান্সারের সময়ও তিনি দেখেছিলেন কেমো চলাকালীন কীভাবে চুল পড়ে যায় মাথা থেকে। তাই ক্যান্সার আক্রান্তদের কষ্টটা তিনি বোঝেন।

নিজের ইনস্টাগ্রামে চুল কাটার ছবিও শেয়ার করেছেন হ্যাজেল। তিনি লেখেন, "আমার চুল পড়ে যাওয়াতে ঠিক করেছিলাম ক্যান্সার আক্রান্তদের পরচুলার জন্য আমার চুল দান করবো। সেই কাজটাই করলাম। আমি খুব খুশি এই কাজ করতে পেরে। কেমোথেরাপি নেওয়ার সময় মাথার চুল থেকে শুরু করে এমনকি ভ্রুও পড়ে যায়। অনেকেই কষ্ট পান সেই কারণে।"

হ্যাজেল আরও জানান, যুক্তরাজ্যের একটি ট্রাস্ট, ‘দ্য লিটল প্রিন্সেস’কে  নিজের চুল দান করেছেন। ক্যান্সার আক্রান্ত যেসব শিশুদের কেমোথেরাপির কারণে চুল উঠে যায়, তাদের পরচুলা বানানোর জন্য এই চুল ব্যবহৃত হবে। এই ট্রাস্ট সেই পরচুলা তৈরি করবে।

উল্লেখ্য, হ্যাজেল কিচ একজন ব্রিটিশ অভিনেত্রী। কিন্তু বলিউডেরও বেশ কয়েকটি সিনেমাতে কাজ করেছেন তিনি, যার মধ্যে উল্লেখযোগ্য সালমান খান ও করিনা কাপুর অভিনীত বডিগার্ড। ২০১৬ সালে যুবরাজ সিং এবং হ্যাজেল কিচের বিয়ে হয়। ২০২২ সালে পুত্র সন্তানের জন্ম দেন হেজেল। কিন্তু সেই সময় চুল পড়ার সমস্যা ছিল না তাঁর। তবে চলতি বছরের অগাস্ট মাসে এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। নাম দেন অওরা (Aura)। এরপরই তাঁর এই সমস্যা দেখা দেয়।

হ্যাজেল কিচ
Bhaichung Bhutia: রাজারহাটে বাইচুংয়ের হাত ধরে শুরু প্রশিক্ষণ শিবির
হ্যাজেল কিচ
Dengue: শেষ ৭ দিনে ডেঙ্গু আক্রান্ত ১০ হাজার, রাজ্যে মোট সংক্রমণ ৫৫ হাজারের বেশি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in