Uttarakhand: শেষ বিধানসভা নির্বাচনে বিজয়ী প্রার্থীদের প্রাপ্ত গড় ভোটের পরিমাণ ৩১ শতাংশ

এডিআর দ্বারা প্রকাশিত এক বিশ্লেষণ প্রতিবেদন অনুসারে, প্রধান দলগুলির মধ্যে বিজেপির ৪৭ জন বিজয়ীর মধ্যে ৩৬ জন বিজয়ী প্রার্থী মোট রেজিস্ট্রিকৃত ভোটারদের ৩৫ শতাংশেরও কম ভোটে জিতেছেন।
উত্তরাখন্ডে বিজয়ী প্রার্থী
উত্তরাখন্ডে বিজয়ী প্রার্থীফাইল ছবি দ্য ওয়ারের সৌজন্যে

সাম্প্রতিক উত্তরাখণ্ড রাজ্য বিধানসভা নির্বাচনের বিজয়ী প্রার্থীরা গড়ে মোট রেজিস্ট্রিকৃত ভোটারদের ৩১ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অর্থাৎ নির্বাচনী পরিসংখ্যান অনুসারে উত্তরাখণ্ডের বিজয়ী প্রার্থীরা মাত্র ৩১ শতাংশের প্রতিনিধিত্ব করছেন।

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) দ্বারা প্রকাশিত একটি বিশ্লেষণ প্রতিবেদন অনুসারে, প্রধান দলগুলির মধ্যে বিজেপির ৪৭ জন বিজয়ীর মধ্যে ৩৬ জন বিজয়ী প্রার্থী মোট রেজিস্ট্রিকৃত ভোটারদের ৩৫ শতাংশেরও কম ভোটে জিতেছেন।

এছাড়াও কংগ্রেসের ১৯ জনের মধ্যে ১২ জন এবং বিএসপি-র ২জনের মধ্যে ২জন বিজয়ী প্রার্থীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। নির্দল প্রার্থী হিসেবে বিজয়ীরা নিজেদের নির্বাচনী এলাকার মোট নিবন্ধিত ভোটারদের ৩৫ শতাংশেরও কম ভোট পেয়েছেন।

উত্তরাখণ্ডে পাঁচজন বিজয়ী প্রার্থী ১,০০০-এরও কম ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন এবং ৪ জন বিজয়ী ২৫ শতাংশের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

১৯ জন বিজয়ী প্রার্থীর মধ্যে ১০ জনের বিরুদ্ধে ঘোষিত ফৌজদারি মামলা আছে। উল্লেখযোগ্যভাবে তাঁরা যে প্রার্থীদের বিরুদ্ধে জিতেছেন তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। এই ১০ জন বিজয়ীর মধ্যে ৪ জন বিজয়ী ১০ শতাংশের বেশি ব্যবধানে জয়ী হয়েছেন।

এর মধ্যে ল্যান্সডাউন আসন থেকে দলীপ সিং রাওয়াত (বিজেপি) ২৪ শতাংশের ব্যবধানে জয়ী হয়েছেন।

৫৮ জন কোটিপতি বিজয়ীর মধ্যে এগারো জন এমন প্রার্থীদের বিরুদ্ধে জিতেছেন যারা কোটিপতি নন। এই ১১ জন বিজয়ীর মধ্যে ৬ জন বিজয়ী ১০ শতাংশের বেশি ব্যবধানে জয়ী হয়েছেন।

৭০ জন বিজয়ীর মধ্যে ৮জন মহিলা এবং এই মহিলা প্রার্থীরা সকলেই তাদের নির্বাচনী এলাকায় ৩৫ শতাংশ বা তার বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন।

মহিলা বিজয়ীদের মধ্যে, দেরাদুন ক্যান্ট আসন থেকে বিজেপি প্রার্থী সবিতা কাপুর সর্বোচ্চ ৫৯.২ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

মোট ৩৫ জন পুনঃনির্বাচিত বিজয়ীর মধ্যে কেউই তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় ৩৫ শতাংশের কম ভোট পেয়ে জয়ী হননি।

২০১৩ সাল থেকে ভোটদানের সময় NOTA বোতাম টিপে ভোটাররা ভোট দিতে পারেন। এবারের উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে ৫৩,৭৭,০২৯ ভোটের মধ্যে NOTA-য় ভোট পড়েছে ৪৬,৮৪০টি বা ০.৮৭ শতাংশ।

- with Agency inputs

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in