Uttar Pradesh: বাড়ছে ড্রপআউট, ৮ম থেকে নবম শ্রেণীতে ভর্তি হয়নি ২০ শতাংশ শিক্ষার্থী

পরিসংখ্যান অনুসারে ২০১৯-২০ তে উত্তরপ্রদেশে ৮ম শ্রেণীর পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলো প্রায় ৩৬.৮ লক্ষ শিক্ষার্থী। জানা গেছে পরবর্তী বছরে স্কুলে নবম শ্রেণীতে ভর্তি হয়েছে ২৯.৬ লাখ ছাত্রছাত্রী।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী ছবি সৌজন্য - মানি কন্ট্রোল

উত্তরপ্রদেশের বিভিন্ন সরকারি স্কুলের প্রায় ২০ শতাংশ শিক্ষার্থী, যারা ৮ম শ্রেণী পাস করেছে, তারা ২০২১ সালে ৯ম শ্রেণীতে ভর্তি হয়নি। রাজ্য প্রশাসনের পরিসংখ্যান অনুসারে ২০১৯-২০ তে উত্তরপ্রদেশে ৮ম শ্রেণীর পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলো প্রায় ৩৬.৮ লক্ষ শিক্ষার্থী। যাদের মধ্যে ১৮.৯ লক্ষ ছাত্র এবং ১৭.৯ লক্ষ ছাত্রী। জানা গেছে পরবর্তী বছরে স্কুলে নবম শ্রেণীতে ভর্তি হয়েছে ২৯.৬ লাখ ছাত্রছাত্রী। যাদের মধ্যে ১৬.২ লক্ষ ছাত্র এবং ১৩.৩ লক্ষ ছাত্রী। অর্থাৎ নতুন করে ভর্তি হয়নি প্রায় ৭.২ লক্ষ ছাত্রছাত্রী।

উত্তরপ্রদেশের প্রাথমিক শিক্ষা বিভাগের একটি প্রতিবেদন অনুসারে, ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা বেশি কমেছে। যেখানে ক্লাস ৮ পাশ করা ছাত্রদের ৮৫.৭ শতাংশ স্কুলে ফিরে এসেছে সেখানে ছাত্রীদের মধ্যে স্কুলে ফিরেছে মাত্র ৭৪.৬ শতাংশ। নবম শ্রেণীতে ভর্তি না হওয়া ছাত্রীদের হার ২৫.৪ শতাংশ।

উত্তরপ্রদেশের ৭৫টি জেলার মধ্যে, সীতাপুরে এই হার সর্বাধিক। যেখানে ৪৮.৬ শতাংশ ছাত্রছাত্রী নবম শ্রেণীতে ভর্তি হয়নি। এরপরেই আছে চিত্রকূট জেলা। যেখানে ৪৭.৬ শতাংশ ছাত্রছাত্রী ৮ ম শ্রেণি পাশ করার পরে আর স্কুলে ফেরেনি। মইনপুরিতে মাত্র ১.৯ শতাংশ, ফিরোজাবাদে ৩.৯ শতাংশ ৮ শ্রেণী পাস করা ছাত্রছাত্রীরা নবম শ্রেণীতে ভর্তি হয়নি।

রাজ্যের স্কুল শিক্ষায় এই ব্যাপকহারে ড্রপ আউট আটকাতে ইতিমধ্যেই শিক্ষা বিভাগের পক্ষ থেকে আধিকারিকদের বিশেষ পদক্ষেপ নিতে বলা হয়েছে। আগামী ২০২২-২৩ শিক্ষাবর্ষে যাতে এই ড্রপ আউট আটকানো যায় তার জন্য এখন থেকেই পরিকল্পনা করা হচ্ছে। উল্লেখ্য, নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে আগামী ১ এপ্রিল।

প্রাথমিক শিক্ষা পরিচালক, এস ভি বি সিং আধিকারিকদের ৮ম শ্রেণী পাশ করা সমস্ত শিক্ষার্থীদের ৯ম শ্রেণীতে ভর্তির বিষয়টি নিশ্চিত করতে বলেছেন। শিক্ষকদের এক মাসে ১০ দিন অনুপস্থিত শিক্ষার্থীদের বাড়িতে যেতে বলা হয়েছে। কোনও জেলায় শিক্ষক ছাড়া বা শুধুমাত্র একজন শিক্ষক আছে এমন স্কুলের তালিকা তৈরি করতে বলা হয়েছে।

এ ছাড়াও আধিকারিকদের স্কুলে কার্যকর পরিদর্শন এবং শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়মিত যাতায়াত নিশ্চিত করতে বলা হয়েছে। স্কুলগুলিতে উপযুক্ত শৌচালয় এবং পানীয় জলের সুবিধা নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে। ব্লক শিক্ষা আধিকারিকদের স্কুলের পড়াশুনোর তদারকি করতে স্কুলে নিয়মিত পরিদর্শন করতে বলা হয়েছে।

- with Agency Inputs

ছবি প্রতীকী
Madhya Pradesh: বিজেপি শাসিত রাজ্যে এক দশকে ১ম থেকে ৮ম শ্রেণীতে ছাত্র ভর্তি কমেছে প্রায় ৪০ শতাংশ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in