
২০২৪ সালের বিশ্বের প্রভাবশালী মহিলাদের তালিকা প্রকাশ করল বিবিসি, যাঁদের জীবন কাহিনী বিশ্বের নারীদের মধ্যে অনুপ্রেরণা জোগাবে। বিবিসি'র সেই ১০০ জন মহিলার তালিকায় জায়গা করে নিয়েছেন তিন জন ভারতীয়ও। তাঁরা হলেন – সমাজকর্মী অরুণা রায়, প্রাক্তন কুস্তিগীর তথা কংগ্রেস বিধায়ক ভীনেশ ফোগাট এবং অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনকারী পুজা শর্মা।
এক নজরে দেখে নেওয়া যাক তিন ভারতীয় প্রভাবশালী মহিলার অনুপ্রেরণামূলক কাজ –
সমাজকর্মী অরুণা রায়ঃ ভারতে দরিদ্রদের অধিকারের জন্য গত চার দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন অরুণা রায়। এই কাজের জন্য নিজের সিভিল সার্ভিসের চাকরী ছাড়েন তিনি। এরপর থেকে সরাসরি গ্রামীণ জনগোষ্ঠীর সঙ্গে কাজ শুরু করেন অরুণা।
তিনি মজদুর কিষাণ শক্তি সংগঠন (এমকেএসএস)-এর সহ-প্রতিষ্ঠাতা। এই সংগঠনটি স্বচ্ছতা এবং ন্যায্য মজুরি নিয়ে কাজ করে। ২০০৫ সালের তথ্য জানার অধিকার আইন প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যে আইন নাগরিকদের সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে বাধ্য করেছে।
ভারতীয় মহিলা ফেডারেশনের সভাপতি হিসেবে অরুণা রায় আন্দোলনের নেতৃত্ব দিয়ে চলেছেন। এজন্য তাঁকে এশিয়ার নোবেল হিসেবে পরিচিত র্যামন ম্যাগসেসে সহ বহু পুরস্কারে সম্মানিত করা হয়েছে। এই বছরের শুরুতে তিনি তাঁর স্মৃতিকথা, 'দ্য পার্সোনাল ইজ পলিটিক্যাল' প্রকাশ করেছেন।
কুস্তিগীর ভীনেশ ফোগাটঃ তিনবারের অলিম্পিয়ান ভীনেশ ফোগাট ভারতের সবচেয়ে সফল কুস্তিগীরদের মধ্যে একজন। তিনি ক্রীড়াক্ষেত্রে নারীদের প্রতি লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। ভীনেশ ফোগাট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ এবং এশিয়ান গেমসে পদক জিতেছেন।
এই বছর ভারতের প্রথম মহিলা কুস্তিগীর হিসেবে ভীনেশ অলিম্পিক্স ফাইনালে ওঠেন। কিন্তু ১০০ গ্রাম ওজন বেশি থাকায় ফাইনাল থেকে বাদ দেওয়া হয় তাঁকে। এরপর ভারতে ফিরে কুস্তী থেকে অবসর ঘোষণা করে সক্রিয় ভাবে রাজনীতিতে যোগ দেন। কংগ্রেসের হয়ে হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ীও হন ভীনেশ ফোগাট।
প্রসঙ্গত, তৎকালীন জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি নেতা ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগীররা যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন ভীনেশ। অভিযুক্তের শাস্তির দাবিতে ভীনেশ ফোগাট লাগাতার আন্দোলন করেন। যন্তর মন্তরে ধর্নায় বসেন। চলতি বছরের মে মাসে দিল্লির অতিরিক্ত মুখ্য নগর দায়রা আদালত ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দেয়। ৫ কুস্তিগীরের অভিযোগের ভিত্তিতে ব্রিজভূষণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা (শ্লীলতাহানি) এবং ৩৫৪ক (যৌন হেনস্থা) ধারা অনুযায়ী চার্জ গঠনের নির্দেশ দেওয়া হয়।
অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনকারী পুজা শর্মাঃ গত তিন বছর ধরে পুজা শর্মা দিল্লিতে অজ্ঞাত মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করে আসছেন। মাত্র ২৮ বছরের পুজা এই কাজের অনুপ্রেরণা পেয়েছে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। ২০২২ সালে তাঁর ভাইয়ের মৃত্যুর পর শেষকৃত্যের সময় তাঁকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেনি। তিনি একাই সমস্ত কাজ করেছিলেন।
পুজা শর্মা 'ব্রাইট দ্য সোল' ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। তাঁর এই কাজের জন্য তিনি অনেক বাধার সম্মুখীন হন। বিশেষ করে পুরোহিতদের তরফ থেকে। কারণ হিন্দু ধর্ম অনুযায়ী, এই কাজ পুরুষদের জন্য নির্ধারিত। এই প্রতিকূলতা সত্ত্বেও এখনও পর্যন্ত তিনি চার হাজারেরও বেশি মানুষের শেষকৃত্য সম্পন্ন করেছেন।
বিবিসি-র এই তালিকায় রয়েছেন – মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, নোবেল শান্তি পুরস্কার জয়ী নাদিয়া মুরাদ, ধর্ষিতা জিসেল পেলিকট, জলবায়ু ক্যাম্পেইনার আদেনিকা ওলাদসু, হলিউড অভিনেত্রী শ্যারন স্টোন প্রমুখরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন