দিনে পড়ে রাতে ৪০ কিমি সাইকেল চালিয়ে খাবার ডেলিভারি! জানুন IAS-র প্রস্তুতি নেওয়া ছাত্রের কাহিনী

People's Reporter: সৌরভ বলছেন, তিনি প্রতিদিন ৪০ কিলোমিটার সাইকেল চালিয়ে অর্ডার ডেলিভারি দেন। বিকাল ৪টে থেকে রাত ১১ টা পর্যন্ত অর্ডার ডেলিভারি দেন তিনি। আর দিনের বাকি সময় পড়াশোনা করেন।
সৌরভ ভরদ্বাজ
সৌরভ ভরদ্বাজফাইল ছবি
Published on

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সুইগির এক ডেলিভারি বয়ের ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। প্রতিদিন ৪০ কিলোমিটার সাইকেল চালিয়ে খাবার ডেলিভারি করার পাশাপাশি আইএএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। ভিডিও সোশ্যাল মিডিয়াতে মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে।

হাতিন্দর সিং নামক এক ব্যক্তি সম্প্রতি নিজের এক্স (পূর্বে টুইটার নামে পরিচিত ছিল) হ্যান্ডেলে সৌরভ ভরদ্বাজ নামের ওই ডেলিভারি বয়য়ের ভিডিওটি পোস্ট করেছেন। সৌরভ ভরদ্বাজ গত তিন-চারমাস ধরে সুইগির ডেলিভারি বয় হিসাবে কাজ করছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, সৌরভ সাইকেল চালাতে চালাতে বলছেন, তিনি প্রতিদিন ৪০ কিলোমিটার সাইকেল চালিয়ে অর্ডার ডেলিভারি দেন। বিকাল ৪টে থেকে রাত ১১ টা পর্যন্ত অর্ডার ডেলিভারি দেন তিনি। আর দিনের বাকি সময় পড়াশোনা করেন।

সৌরভ জানিয়েছেন, তিনি আইএএস সহ অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন। তাঁর বাবা পেশায় একজন ফটোগ্রাফার এবং মা এক বেসরকারি স্কুলের শিক্ষিকা। পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি, পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এই পেশার সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। সুইগিতে কাজ করে যে বেতন তিনি পান, সেটা দিয়ে পরিবারের জন্য মুদিখানার জিনিস কেনেন তিনি।

সৌরভ একজন হিন্দু পরিবারের ছেলে হলেও মাথায় পাগড়ি পরেন তিনি। তার কারণ হিসাবে তিনি জানান তিনি শিখ ধর্ম দ্বারা অনুপ্রাণিত।

শেয়ার করা ওই ভিডিওটির ক্যাপশনে হাতিন্দর লেখেন, "আসুন পাতিয়ালা থেকে এই ভাইয়ের গল্প শুনি। @Swiggy-তে ফুড ডেলিভারি বয় হিসেবে কাজ করছেন। তিনি প্রতিদিন অর্ডার দেওয়ার জন্য ৪০ কিলোমিটার সাইকেল চালান। তাঁর বাবা ফটোগ্রাফার হিসাবে কাজ করেন, কিন্তু খুব বেশি আয় করেন না। তাই পরিবারকে সাহায্য করার জন্য তিনি এই কাজটি করেন। তাঁর কঠোর পরিশ্রমকে ধন্যবাদ।"

সৌরভ ভরদ্বাজ
MP: "অনেক বিধায়ক নিজেদের গ্রামেও ৫০ ভোট পাননি! এটা কিভাবে সম্ভব?": EVM কারচুপির দিকে ইঙ্গিত কমলনাথের
সৌরভ ভরদ্বাজ
Anil Kapoor: 'তৎকালীন সরকার সাহায্য না করলে অভিনেতা হতে পারতাম না' - বাম সরকারের প্রশংসায় অনিল কাপুর

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in