মিশরে ৩ হাজার বছরের পুরনো বৃহত্তম প্রাচীন শহর আবিষ্কার

মিশরে খুঁজে পাওয়া প্রাচীন শহর
মিশরে খুঁজে পাওয়া প্রাচীন শহরছবি সংগৃহীত

প্রত্নতত্ত্ববিদরা বৃহস্পতিবার মিশরে বৃহত্তম প্রাচীন এক শহর আবিষ্কার করেছেন। হাজার হাজার বছর ধরে যা বালির নীচে সমাহিত ছিল। বিশেষজ্ঞরা বলেছেন, তুতেনখামেনের সমাধির সন্ধানের পর থেকে এটিই অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন।

খ্যাতনামা মিশরবিদ জাহি হাউস ঘোষণা করেছেন, এটি 'হারানো সোনার শহর'। নাম করা উপত্যকা লাক্সারের কাছে এই জায়গাটি খুঁজে পাওয়া গিয়েছে। প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞদের একটি দল বিবৃতি জানিয়েছেন, ডা. জাহি হাওয়াসের নেতৃত্বাধীন মিশরের এই টিমটি বালির নীচে হারিয়ে যাওয়া শহরটি খুঁজে পেয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, শহরটি ৩ হাজার বছর পুরনো। সেই সময় আমেনহোটেপ তৃতীয়র রাজত্বকাল চলছিল এবং পরে তা তুতেনখামেনের হয়। মিশরে এটিই সবথেকে বৃ্হত্তম প্রাচীন শহরের খোঁজ বলেও জানানো হয়েছে। বিশেষজ্ঞ দলটি জানিয়েছে, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের মিশরীয় শিল্প ও প্রত্নতত্ত্বের অধ্যাপক বেটেসি ব্রায়ান বলেছেন, এই অনুসন্ধানটি তুতেনখামেনের সমাধির পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার।

আমিনহোটেপ তৃতীয়র সময়কালের রঙিন মৃৎশিল্পের পাত্র, স্কারাব বিট তাবিজ এবং কাদামাটি ইট-সহ একাধিক গয়না উদ্ধার হয়েছে।

২০২০ সালের সেপ্টেম্বর মাসে এই খনন কাজ শুরু হয়েছিলো।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in