Recruitment Scam: অনুব্রত থেকে কুন্তল - বেআইনি অর্থ সাদা করতে ইডির নিশানায় ঘুরে ফিরে লটারি যোগ

ইডি সূত্র জানিয়েছে, তৃণমূল নেতা কুন্তল ঘোষের ক্ষেত্রে লটারির বিষয়টি দলের আরও এক প্রভাবশালী নেতা এবং বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সিবিআই যে সূত্র সংগ্রহ করেছিল তার সাথে কিছু মিল রয়েছে।
অনুব্রত মণ্ডল ও কুন্তল ঘোষ
অনুব্রত মণ্ডল ও কুন্তল ঘোষগ্রাফিক্স - আকাশ

অনুমান করা হচ্ছে, বেআইনি হিসেববিহীন অর্থ ঘুরপথে লটারির সাহায্যে আইনি পথে আনতেন ইডি-র হাতে গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতা কুন্তল ঘোষ। বহু কোটি টাকার শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির তদন্তকারী এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সূত্র সংগ্রহ করেছে বলে জানা গেছে।

ইডি সূত্র জানিয়েছে, তৃণমূল নেতা কুন্তল ঘোষের ক্ষেত্রে লটারির বিষয়টি তৃণমূল কংগ্রেসের আরও এক প্রভাবশালী নেতা এবং দলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) যে সূত্র সংগ্রহ করেছিল তার সাথে কিছুটা মিল রয়েছে। অনুব্রত মন্ডলের ক্ষেত্রে অভিযোগ ওঠে যে, তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে পুরস্কার বিজয়ী লটারির টিকিট সংগ্রহ করতেন এবং গবাদি পশু কেলেঙ্কারির হিসেববিহীন আয়কে আইনি ভাবে রূপান্তরিত করতেন।

যদিও, ইডি সূত্র অনুসারে, এই বিষয়ে অনুব্রত মণ্ডল এবং কুন্তল ঘোষের কাজ করার পদ্ধতির মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের বিরুদ্ধে অভিযোগ, তার অনুগামীরা এই পুরস্কার বিজয়ী টিকিটগুলি জোরপূর্বক ব্যক্তিদের কাছ থেকে পুরষ্কারের পরিমাণের চেয়ে অনেক কম টাকা দিয়ে নিয়ে নিত। অন্যদিকে কুন্তল ঘোষের লোকেরা বেশিরভাগ ক্ষেত্রেই বিজয়ীকে বুঝিয়ে পুরস্কার বিজয়ী টিকিট সংগ্রহ করত এবং পুরস্কারের অর্থের চেয়ে সামান্য বেশি অর্থ প্রদান করত।

দ্বিতীয় পার্থক্য হল, অনুব্রত মন্ডল প্রধানত সেই পুরস্কার বিজয়ী লটারির টিকিটগুলিকে লক্ষ্য করেছিলেন যেগুলিতে জ্যাকপট, দ্বিতীয় পুরস্কার এবং তৃতীয় পুরস্কার ছিল, যেখানে বিজয়ীর অর্থের পরিমাণ কোটি বা লক্ষ ছিল৷ যদিও, কুন্তল ঘোষের ক্ষেত্রে, তিনি সাধারণের দৃষ্টি এড়ানোর জন্য ছোট অঙ্কের বিজয়ী টিকিটগুলিকে লক্ষ্য করেছিলেন।

ইডি সূত্র জানিয়েছে, এই বিষয়ে তারা বেশ কিছু সূত্র পেয়েছে যে কুন্তল বিভিন্ন জেলায় তথ্যদাতাদের একটি চেইন চালাত, যারা নিয়মিত সেই জেলাগুলিতে এই ধরনের লটারির টিকিট জেতা ব্যক্তিদের উপর নজর রাখত।

মূল পুরস্কার বিজয়ীর কাছ থেকে টিকিট সংগ্রহ করার পর, তিনি টিকিটগুলো সংশ্লিষ্ট লটারি এজেন্সির অফিসে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণসহ পেশ করতেন, যেখানে এই পুরস্কারের অর্থ জমা হত। এই কারণে তাঁর বিভিন্ন ঘনিষ্ঠ সহযোগীদের নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে।

আরও পড়ুন

অনুব্রত মণ্ডল ও কুন্তল ঘোষ
Recruitment Scam: 'দরিদ্র' থেকে রাতারাতি 'কোটিপতি', ইডির নজরে কুন্তলের রকেট গতিতে উত্থান
অনুব্রত মণ্ডল ও কুন্তল ঘোষ
Recruitment Scam: নয়া মোড়! CBI তালিকাভুক্ত ১৬৯৮ গ্রুপ ডি কর্মীকে নোটিশ শিক্ষা দপ্তরের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in