Student Suicides: দশ বছরে ভারতে পড়ুয়াদের মধ্যে আত্মহত্যা বৃদ্ধির হার ৭০ শতাংশ!

People's Reporter: সম্প্রতি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB) দেশজুড়ে আত্মহত্যা সংক্রান্ত এক রিপোর্ট প্রকাশ করেছে। ওই রিপোর্টেই পড়ুয়াদের আত্মহত্যা সংক্রান্ত তথ্য রয়েছে।
ছবি - প্রতীকী
ছবি - প্রতীকীছবি সংগৃহীত

২০১১ থেকে ২০২১ সাল এই ১০ বছরে দেশে পড়ুয়াদের আত্মহত্যার ঘটনা ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রবিবার ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে পালনের দিনে সরকারি এক রিপোর্টে এই তথ্য সামনে এসেছে। বিশেষজ্ঞদের মতে পড়াশোনায় অতিরিক্ত চাপসৃষ্টির জন্যই পড়ুয়াদের মধ্যে আত্মহত্যার হার বাড়ছে।

রবিবার ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB) দেশজুড়ে আত্মহত্যা সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে। ওই রিপোর্টেই পড়ুয়াদের আত্মহত্যা সংক্রান্ত তথ্য রয়েছে। রিপোর্টে দেখা যাচ্ছে ২০১১ থেকে ২০২১ সালের মধ্যে দেশে মোট আত্মঘাতীদের মধ্যে পড়ুয়াদের সংখ্যা বেড়েছে ২.৩ শতাংশ। আর ছাত্রছাত্রীদের আত্মহত্যার হার বেড়েছে ৭০ শতাংশ। ২০২১ সালে দেশে আত্মঘাতী পড়ুয়ার হার ছিল ৮ শতাংশ।

ওই রিপোর্টে ১৮ বছরের কম বয়সী পড়ুয়াদের আত্মহত্যার পরিসংখ্যান চোখে পড়ার মতো। রিপোর্ট অনুযায়ী ২০২১ সালে দেশে ১৮ বছরের কম বয়সী পড়ুয়াদের মধ্যে ১৬৭৩ জন আত্মহত্যা করেছে শুধুমাত্র পরীক্ষায় পাস না করার কারণে অর্থাৎ ৮ শতাংশ।

পারিবারিক সমস্যার কারণে আত্মহত্যা করেছে ৩০ শতাংশ। প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছে ১৪ শতাংশ এবং অসুস্থতার কারণে আত্মহত্যা করেছে ১৩ শতাংশ। যারা অসুস্থতার কারণ দেখিয়ে আত্মহত্যা করেছে তাদের মধ্যে ৫৮ শতাংশই মানসিক ভাবে অসুস্থ ছিল।

বিশেষজ্ঞদের মতে, অভিভাবকদের অতিরিক্ত চাপ সহ্য করতে পারছে না পড়ুয়ারা। সেরা হওয়ার দৌড়ে নামিয়ে দেওয়া হচ্ছে পরিবারের তরফ থেকে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে পড়ুয়ার ইচ্ছার বিরুদ্ধে লাখ লাখ টাকা খরচা করে কোচিং সেন্টারে ভর্তি করাচ্ছেন অভিভাবকরা। সেই কোচিং সেন্টারগুলির চাপ নিতে পারছে না পড়ুয়ারা। একদিকে পরিবার, অন্যদিকে কোচিং, এই দুইয়ের মাঝে পড়ে শেষে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে ছাত্রছাত্রীরা।

উল্লেখ্য, ভারতের অন্যতম সেরা কোচিং হাব হল রাজস্থানের কোটা। হাজার হাজার পড়ুয়া প্রতি বছর এই কোটায় আসে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ নিতে। কিন্তু এখানে এসে অনেকেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। চলতি বছরে কমপক্ষে ১৯ জন পড়ুয়া এখানে আত্মহত্যা করেছে। গতবছর আত্মহত্যা করেছিল ১৫ জন।

তথ্য অনুসারে ২০০০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ভারতে মোট ২৮,১৬,০০০ মানুষ আত্মঘাতী হয়েছেন। যার অর্থ প্রতি বছর আত্মঘাতী হয়েছেন ১,৩০,০০০ জন। ২০১৯ সাল পর্যন্ত ভারতে আত্মঘাতীর সংখ্যা ১,৪০,০০০-এর নিচে থাকলেও ২০২০ এবং ২০২১ সালে এই সংখ্যা বেড়ে যায়। এই দুই বছরে ভারতে প্রতিদিন গড়ে ৪০০ জন করে আত্মঘাতী হয়। যা ২০০০ সালে ছিল ২৯৮ জন। ২০২১ সালে দেশে আত্মঘাতী হয়েছিলেন ১,৬৪,০০০ জন। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুসারে ২০১৭ সাল থেকে দেশে আত্মহত্যার সংখ্যা ক্রমশ বাড়ছে।

(এখানে আত্মহত্যা প্রতিরোধ হেল্পলাইন নম্বর দেওয়া আছে। আপনি বা আপনার পরিচিত কারোর সহায়তার প্রয়োজন হলে অনুগ্রহ করে যোগাযোগ করুন। সর্বভারতীয় হেল্পলাইন নম্বর - ০২২-২৭৫৪৬৬৬৯)
ছবি - প্রতীকী
দেশে পুরুষদের আত্মহত্যার ঘটনা বাড়ছে, প্রবণতা বেশি দিনমজুরদের মধ্যে, বলছে রিপোর্ট
ছবি - প্রতীকী
Kota: কোটায় একই দিনে ৫ ঘণ্টার ব্যবধানে আত্মঘাতী ২ ছাত্র

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in