Pegasus: ফাঁস হওয়া তালিকায় দুই কেন্দ্রীয় মন্ত্রী, তিন বিরোধী ব্যক্তিত্ব, বেশ কয়েকজন ব্যবসায়ী

তবে ভারত সরকার এই হ‍্যাকিংয়ের বিষয়টি অস্বীকার করেছে। সরকারের তরফ থেকে বলা হয়েছে, "নির্দিষ্ট ব‍্যক্তিদের ওপর সরকারি নজরদারির যে অভিযোগ আনা হচ্ছে তা ভিত্তিহীন। এর সাথে সত‍্যের কোনো সম্পর্ক নেই।"
Pegasus: ফাঁস হওয়া তালিকায় দুই কেন্দ্রীয় মন্ত্রী, তিন বিরোধী ব্যক্তিত্ব, বেশ কয়েকজন ব্যবসায়ী
ছবি প্রতীকী সংগৃহীত

ভারতের চল্লিশ জনেরও বেশী সাংবাদিকদের ফোন হ‍্যাক করেছে ইজরায়েলি সংস্থার স্পাইওয়্যার পেগাসাস। রবিবার সন্ধ্যায় The Wire-এর একটি রিপোর্টে এই দাবি করা হয়েছে। ভারতের প্রথম সারির সংবাদমাধ্যমগুলির শীর্ষস্তরের সাংবাদিক এঁরা। এই স্পাইওয়্যার কেবল কেন্দ্র সরকারের কাছেই রয়েছে।

রিপোর্টে আরও বলা হয়েছে, সাংবাদিক ছাড়াও তিনজন বিরোধী নেতা, নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার দুই মন্ত্রী, একজন সাংবিধানিক অধিকারিক, দেশের নিরাপত্তা সংস্থাগুলোর প্রাক্তন ও বর্তমান প্রধান এবং অফিসাররা, বহু ব‍্যবসায়ী রয়েছেন এই তালিকায়। এছাড়াও সমাজকর্মী, আইনজীবী, বিজ্ঞানী সহ মোট তিনশোর বেশি ভেরিফাইড ভারতীয় মোবাইল নম্বর রয়েছে পেগেসাসের ডেটাবেসে।

এই নাম্বারগুলির মধ্যে একটি সুপ্রিম কোর্টের বর্তমান বিচারকের নামে রেজিস্টার্ড রয়েছে। তবে বিচারক এখনও ওই নাম্বার ব‍্যবহার করে কিনা বা ওই নাম্বারের কোনো মেসেজিং অ‍্যাপ এখনও চালু রয়েছে কিনা তা জানা যায়নি।

রিপোর্টে বলা হয়েছে, ২০১৮ সাল‌ থেকে ২০১৯ সালের মধ্যে লোকসভা নির্বাচনকে নজরে রেখে এই ফোন নাম্বারগুলো হ‍্যাক করা হয়েছিলো।

ইজরায়েলী কোম্পানি এনএসও গ্রুপ, যারা এই পেগাসাস বিক্রি করে, তাদের দাবী তারা কেবল নির্বাচিত সরকারকেই এই সব স্পাইওয়‍্যার সরবরাহ করে।

তবে ভারত সরকার এই হ‍্যাকিংয়ের বিষয়টি অস্বীকার করেছে। সরকারের তরফ থেকে বলা হয়েছে, "নির্দিষ্ট ব‍্যক্তিদের ওপর সরকারি নজরদারির যে অভিযোগ আনা হচ্ছে তা ভিত্তিহীন। এর সাথে সত‍্যের কোনো সম্পর্ক নেই।"

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in