Sensex: সপ্তাহের প্রথম কেনাবেচার দিনে শেয়ার বাজারে ধস, ১২০০ পয়েন্ট নীচে সেনসেক্স, পড়লো নিফটিও

সপ্তাহের কেনাবেচার প্রথম দিনে ধস নামলো সেনসেক্সে। সকালে ১০.২০ পর্যন্ত বাজার পড়েছে ১২৮৩.৬২ পয়েন্ট। পতনের শতকরা হার ২.১৯%। সেনসেক্সের পাশাপাশি উল্লেখযোগ্য পতন হয়েছে নিফটিতেও।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি সংগৃহীত
Published on

সপ্তাহের কেনাবেচার প্রথম দিনে ধস নামলো সেনসেক্সে। সকালে ১০.২০ পর্যন্ত বাজার পড়েছে ১২৮৩.৬২ পয়েন্ট। পতনের শতকরা হার ২.১৯%। সেনসেক্সের পাশাপাশি উল্লেখযোগ্য পতন হয়েছে নিফটিতেও। এদিন এখনও পর্যন্ত নিফটি পড়েছে ৩৪৩.৯৫ পয়েন্ট। শতকরা হিসেবে নিফটি পতনের হার ১.৯৩%।

গত সপ্তাহের শুক্রবার বাজার বন্ধের সময় সেনসেক্স ছিলো ৫৮,৩৩৮.৯৩ পয়েন্টে। আজ সোমবার সকালে বাজার খোলে ৫৭,৩৩৮.৫৮ পয়েন্টে। ১০০০.৩৫ পয়েন্ট নীচে। সেনসেক্স একসময় নেমে যায় ৫৭,০৪৮.২৫ পয়েন্টে। যা এখনও পর্যন্ত এদিনের ডে লো। এখনও পর্যন্ত এদিনের ডে হাই ৫৭,৪২০.৮০ পয়েন্ট।

অন্যদিকে শুক্রবার বাজার বন্ধের সময় নিফটি ছিলো ১৭,৪৭৫.৬৫ পয়েন্টে। যা এদিন খোলে ১৭,১৮৩.৪৫ পয়েন্টে। এখনও পর্যন্ত এদিনের ডে লো ১৭,১৩০.০৫ পয়েন্ট এবং ডে হাই ১৭,২৩৭.৭৫ পয়েন্ট।

এদিনের বাজারে সবথেকে বেশি পড়েছে ইনফোসিস। অন্যদিকে বেড়েছে এনটিপিসি, টাটা স্টীল, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এবং পাওয়ার গ্রিড। সেনসেক্সের প্রথম ৩০টি স্টকের মধ্যে ৪ টি বাদ দিয়ে সবের দাম পড়েছে। শেয়ার মার্কেট বিশেষজ্ঞরা জানিয়েছেন নিফটির সাপোর্ট পয়েন্ট ১৭ হাজার।

এদিন ইনফোসিস ছাড়া দাম পড়েছে টেক মাহিন্দ্রা, মাইন্ড ট্রী, টাটা এলেক্সি, এমফাসিস, টাটা পাওয়ার, ভোডাফোন, ইয়েস ব্যাঙ্ক, আদানি পাওয়ার, এইচডিএফসি ব্যাঙ্ক, সেল প্রভৃতি শেয়ারের দাম।

নিফটির ক্ষেত্রে আজকের ক্ষেত্রে সবথেকে খারাপ ফলাফল নিফটি আইটির। অন্যদিকে নিফটি মেটাল এখনও পর্যন্ত সবথেকে ভালো অবস্থায়।

গত সপ্তাহের বুধবারের তুলনায় আজ ভারতীয় টাকার দাম কমেছে। বুধবার ইউ এস ডলারের অনুপারে যে টাকার দাম ছিলো ৭৬.১৮ এদিন ১৮ পয়সা কমে টাকার দাম দাঁড়িয়েছে ৭৬.৩৬ পয়সা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in