নতুন অতিথি পেল পশ্চিমবঙ্গ, শিলিগুড়ির সাফারি পার্কে ৩ সন্তানের জন্ম দিল 'রিকা'

৩ শাবকের এখনও নামকরণ হয়নি। কারণ মা রিকা এতোই আগলে রাখছে যে লিঙ্গ নির্ধারণ সম্ভব হচ্ছে না। মা ও সন্তান সিসিটিভি নজরদারিতে রয়েছে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিসংগৃহীত

নতুন অতিথি পেল পশ্চিমবঙ্গ। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে জন্ম হল তিন রয়্যাল বেঙ্গল টাইগারের। ওই ক্ষুদে সদস্যদের মা হল রিকা। সে এখন নিজের সন্তানদের নিয়েই ব্যস্ত।

নতুন শাবক পেয়ে বেশ উচ্ছ্বসিত সাফারি পার্ক কর্তৃপক্ষ। কারণ কিছু দিন আগে সাদা রয়্যাল বেঙ্গল টাইগার কিকার দুটি সন্তানের মৃত্যু হয়েছিল। তার প্রথম সন্তানের মৃত্যুর সময় কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। রিকার মা হওয়াতে সেই শোক কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে। তবে ৩ শাবকের এখনও নামকরণ হয়নি। কারণ মা রিকা এতোই আগলে রাখছে যে লিঙ্গ নির্ধারণ সম্ভব হচ্ছে না শাবকদের। মা ও সন্তান সিসিটিভি নজরদারিতে রয়েছে।

বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এই প্রসঙ্গে বলেন, খুবই খুশির খবর। রিকা ও তার ৩ সন্তান এখন সুস্থ আছে। চিকিৎসক ও পার্ক কর্তৃপক্ষ প্রতিনিয়ত তাদের খেয়াল রাখছে। লিঙ্গ নির্ধারণ হয়ে গেলেই নামকরণও হয়ে যাবে।

পাশাপাশি তিনি বলেন, টাইগার সাফারির জন্য আরও ২৩ হেক্টর জমি নেওয়া হয়েছে। সকলে ঘুরে ঘুরে বাঘ দেখতে পারবে। বাঘের পাশাপাশি দ্রুত সিংহ সাফারিরও ব্যবস্থা করবো আমরা। আধিকারিকদের সাথে কথা হয়েছে। তবে এখনও চূড়ান্ত কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি। পার্কের গেটগুলিও খুব সুন্দর করে সাজানো হচ্ছে। পর্যকটকদের যাথে কোনো অসুবিধা না হয় তার দিকেও নজর দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এই রিকা এবং কিকা হলো সাফারি পার্কের প্রথম রয়্যাল বেঙ্গল টাইগার শিলার সন্তান। শিলার নাম দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

প্রতীকী ছবি
RTI Online: কেন্দ্রীয় সরকারের RTI অনলাইন পোর্টাল থেকে উধাও বিগত কয়েক বছরের তথ্য
প্রতীকী ছবি
ছোট ঘটনা, রাহুল গান্ধীও এটা নিয়ে টুইট করে দিল! - দাবি মুসলিম ছাত্রকে চড় মারতে বাধ্য করা শিক্ষিকার

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in