RBI: আইসিআইসিআই ও ইয়েস ব্যাঙ্ককে বিপুল পরিমাণ জরিমানা করলো RBI! কেন জানেন?

People's Reporter: আইসিআইসিআই ব্যাঙ্কে ১ কোটি টাকা এবং ইয়েস ব্যাঙ্ককে ৯১ লক্ষ টাকা জরিমানা করেছে আরবিআই।
রিজার্ভ ব্যাঙ্ক
রিজার্ভ ব্যাঙ্কফাইল চিত্র সংগৃহীত

আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank) এবং ইয়েস ব্যাঙ্ক (Yes Bank)-কে মোটা অঙ্কের জরিমানা করলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মূলত আরবিআই-র গাইডলাইন অমান্য করার অভিযোগে এই শাস্তি পেতে হলো দুই ব্যাঙ্ককে।

'ঋণ ও অগ্রিম' সংক্রান্ত এবং অন্যান্য জরুরী বিষয়ে পদ্ধতিগত ত্রুটির কারণে আইসিআইসিআই ব্যাঙ্ককে ১ কোটি টাকা জরিমানা করেছে আরবিআই। আরবিআই সূত্রে খবর, ২০২২ অর্থবর্ষে একটি প্রকল্পের জন্য ঋণ দিয়েছিল আইসিআইসিআই ব্যাঙ্ক। সেখানে অর্থ বরাদ্দ করার জন্য নিয়ম মানা হয়নি।

আরও জানা যায়, আইসিআইসিআই ব্যাঙ্ক কর্তৃপক্ষ ঋণ দেওয়ার ক্ষেত্রে প্রকল্পের বিষয়ে বিশদে যাচাই করেননি। প্রকল্পের স্থায়িত্ব ও প্রকল্পের ফলে উপার্জিত আয়ের মাধ্যমে ঋণের টাকা পূরণ হবে কিনা তা দেখা উচিত ছিল আইসিআইসিআই ব্যাঙ্কের। কিন্তু তা হয়নি।

এছাড়া ইয়েস ব্যাঙ্ককে ৯১ লক্ষ টাকা জরিমানা করেছে আরবিআই। ইয়েস ব্যাঙ্কের বিরুদ্ধে গ্রাহক পরিষেবা এবং অভ্যন্তরীণ ও অফিস অ্যাকাউন্ট সম্পর্কিত নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তা যাচাই করে জরিমানা করেছে আরবিআই।

রিজার্ভ ব্যাঙ্ক জানায়, এমন অনেক অ্যাকাউন্ট খোলা হয়েছিল যা অসৎ কাজে ব্যবহার করার জন্য। শূন্য ব্যালেন্সের বহু অ্যাকাউন্টও খোলা হয়েছিল। এই অ্যাকাউন্টগুলির জন্য যাঁরা সত্যিকারের গ্রাহক তাঁদের সমস্যা হতে পারে। সেই কারণে জরিমানা করা হয়েছে ইয়েস ব্যাঙ্ককে।

রিজার্ভ ব্যাঙ্ক
Landslides in Mizoram: রেমালের তাণ্ডব মিজোরামেও! ভূমিধসে মৃত ১৫, নিখোঁজ বহু
রিজার্ভ ব্যাঙ্ক
Fire Accident: রাজকোট অগ্নিকাণ্ডের দায় নিতে হবে পুরসভাকে, রাজ্য সরকারকেও তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in