Punjab Polls 22: নভজ্যোত সিং সিধু বনাম বিক্রম মাজিথিয়া - অমৃতসর পূর্ব কেন্দ্রে মর্যাদার লড়াই

কংগ্রেসের রাজ্য সভাপতি নভজ্যোত সিং সিধুর একসময়ের ঘনিষ্ঠ বন্ধু এখন তাঁর কঠিন প্রতিদ্বন্দ্বী। সিধুর বিরুদ্ধে মাজিথিয়ার মূল অভিযোগ মাদক সংক্রান্ত মামলায় তাঁকে মিথ্যাভাবে ফাঁসিয়েছেন সিধু।
নভজ্যোত সিং সিধু ও বিক্রম সিং মাজিথিয়া
নভজ্যোত সিং সিধু ও বিক্রম সিং মাজিথিয়াফাইল ছবি সংগৃহীত

আসন্ন পাঞ্জাব বিধানসভা নির্বাচনে অমৃতসর (পূর্ব) কেন্দ্র রাজনৈতিক লড়াইয়ের থেকেও বেশি মর্যাদার লড়াইয়ে রূপান্তরিত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পাঞ্জাব বিধানসভা ভোটে টিকে থাকার জন্য এই আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্য কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধু এবং তাঁর মূল প্রতিপক্ষ শিরোমণি অকালি দলের (এসএডি) হেভিওয়েট প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী বিক্রম সিং মাজিথিয়া।

কংগ্রেসের রাজ্য সভাপতি নভজ্যোত সিং সিধুর একসময়ের ঘনিষ্ঠ বন্ধু এখন তাঁর কঠিন প্রতিদ্বন্দ্বী। সিধুর বিরুদ্ধে মাজিথিয়ার মূল অভিযোগ মাদক সংক্রান্ত মামলায় তাঁকে মিথ্যাভাবে ফাঁসিয়েছেন সিধু। এবার নিজের পুরোনো কেন্দ্র মাজিথিয়া স্ত্রী গানিভি গ্রেওয়াল-এর জন্য ছেড়ে দিয়ে তিনি অমৃতসর (পূর্ব) কেন্দ্রে নভজ্যোত সিং সিধুর মুখোমুখি লড়াইতে নেমেছেন। উল্লেখ্য, আগামী রবিবার ২০ ফেব্রুয়ারি পাঞ্জাবে ভোট এবং ফলাফল প্রকাশিত হবে ১০ মার্চ।

৫৮ বছর বয়সী সিধু অমৃতসর (পূর্ব) কেন্দ্র থেকে লড়াই করবেন বলে জানানোর পর, এসএডি সভাপতি সুখবীর বাদল ৪৬ বছর বয়সী মাজিথিয়াকে অমৃতসর (পূর্ব) থেকে প্রতিদ্বন্দ্বিতা করার এবং সিধুর ‘দম্ভ’ ভাঙার দায়িত্ব দিয়েছেন।

সিধু গত ডিসেম্বরে মাদক মামলায় মাজিথিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক প্রচার চালান। পরে, সুপ্রিম কোর্ট মজিথিয়াকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রেপ্তার থেকে সুরক্ষা দেয়। যদিও রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে হঠাৎ করে সেইসব ফৌজদারি মামলার প্রসঙ্গ বেরিয়ে আসছে।

২০১২-র ডিলিমিটেশনের পর থেকে অমৃতসর (পূর্ব) কেন্দ্রকে কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে দেখা হয়। সিধু এবং তাঁর স্ত্রীকে এই কেন্দ্র দুবার সমর্থন দিয়েছে।

২০১৭ সালের নির্বাচনে, ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা সিধু এই কেন্দ্রে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রাজেশ হানিকে ৪২,০০০ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেন। এছাড়াও এই অঞ্চলের ১১টি আসনের মধ্যে ১০টি আসনে জয়লাভ করে দলের জন্য একটি গেম-চেঞ্জারের ভূমিকা পালন করেন। প্রসঙ্গত, একসময় অমৃতসর জেলা SAD-BJP জোটের দুর্গ হিসেবে দেখা হত।

সম্পর্কে সুখবীর বাদলের শ্যালক, বিক্রম সিং মাজিথিয়া ২০০৭, ২০১২ এবং ২০১৭ সালে মাজিথিয়া আসন থেকে জিতেছেন। অন্যদিকে অমৃতসর (পূর্ব) কেন্দ্রের বর্তমান বিধায়ক নভজ্যোত সিং সিধু।

সুখবীর সিং বাদল আইএএনএস-কে জানিয়েছেন, সিধুর অহংকার তার পতনের কারণ হবে এবং সিধুর রাজনৈতিক জীবন শেষ হয়ে আসছে।

তিনি আরও বলেন, "আমরা সিধুর ঔদ্ধত্য ভাঙতে দৃঢ় প্রতিজ্ঞ এবং তাঁকে তার নির্বাচনী এলাকার মানুষকে ভালবাসতে এবং সম্মান করতে শেখাবো। আমরা বিশ্বাস করি যে বিধায়ককে যুক্ত করে তাদের নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য জনগণকে একটি বিকল্প দেওয়া আমাদের কর্তব্য। সিধু দম্পতি গত ১৮ বছর অমৃতসর পূর্বকে উপেক্ষা করেছেন। এটি রাজ্যের অন্যতম অনুন্নত নির্বাচনী এলাকা।"

ফিরোজপুরের সাংসদ বাদল আরও জানিয়েছেন "এখন জনগণের সামনে তাদের নির্বাচনী এলাকার উন্নতির জন্য ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। বিক্রম মাজিথিয়া নির্বাচনী এলাকায় যে ভালোবাসা ও অভ্যর্থনা পাচ্ছেন তা ইতিমধ্যেই দেখা গেছে। এই ঘটনাই ইঙ্গিত দেয় যে বাতাস কোন দিকে বইছে।"

মাদক র‌্যাকেটে জড়িত থাকার অভিযোগে মাজিথিয়ার বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনের প্রাসঙ্গিক ধারায় রাজ্য পুলিশ মামলা করেছে।

নিজের কেন্দ্রে কঠিন এই লড়াইয়ের কারণে দলের প্রধান হয়ে রাজ্য জুড়ে নির্বাচনী সমাবেশে যোগ দেবার কথা থাকলেও হাই-প্রোফাইল যুদ্ধে আটকে গিয়ে সিধুকে অমৃতসর (পূর্ব) কেন্দ্রেই ঘাঁটি গেড়ে বসে থাকতে হচ্ছে। যে আসন ধরে রাখতে তিনি তাঁর স্ব-ঘোষিত 'পাঞ্জাব মডেল'-এর জোরদার প্রচার করছেন। প্রচারে তুলে আনছেন মাজিথিয়ার সঙ্গে ড্রাগ র‍্যাকেটের যোগাযোগের অভিযোগ। অন্যদিকে তিনবারের বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন প্রভাবশালী মন্ত্রী মাজিথিয়া প্রচারে তুলে আনছেন তাঁর অতীত সাফল্যের কথা।

শুক্রবার তাঁর আবেদনে মাজিথিয়া বলেছেন, "সিধু তাঁর পাঞ্জাব মডেলের কথা বলছেন। আপনি তাঁর নির্বাচনী এলাকা পরিদর্শন করুন এবং তারপরে আমার মাজিথিয়া কেন্দ্রে যান। আপনারা নিজেরাই পার্থক্য বুঝতে পারবেন।

তিনি আরও বলেন, "অমৃতসর (পূর্ব) কেন্দ্রের লড়াই এই আসনের মানুষের সম্মানের লড়াই। এ আসনের উন্নয়নের লড়াই। আসুন আমরা জাতপাত এবং সাম্প্রদায়িক রেখার ঊর্ধ্বে উঠে এই সুবর্ণ সুযোগ গ্রহণ করি এবং এই নির্বাচনী এলাকার অবস্থা পরিবর্তনের জন্য এসএডিকে সমর্থন করি।”

অমৃতসর (পূর্ব) কেন্দ্রকে রাজ্যের অন্যতম অবহেলিত এবং পশ্চাদপদ নির্বাচনী এলাকা বলে দাবি করে, মাজিথিয়া বলেন, এই নির্বাচনী এলাকার সমস্ত রাস্তা মেরামত করা হবে এবং ফুটপাত তৈরি করা হবে।

দুই হেভিওয়েট ছাড়াও এই কেন্দ্রে লড়াই করছেন আম আদমি পার্টির (আপ) জীবন জ্যোত কৌর এবং বিজেপির জগমোহন সিং রাজু, যিনি প্রাক্তন তামিলনাড়ু-ক্যাডারের আমলা।

২০১৩ সালে পাঞ্জাব পুলিশ কর্তৃক ৬,০০০ কোটি টাকার আন্তর্জাতিক সিন্থেটিক ড্রাগস মার্কেটের মানি লন্ডারিং লিঙ্কের তদন্তের জন্য ২০১৪ সালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মাজিথিয়াকে তলব করে। সেইসময় থেকেই তিনি আলোচনার কেন্দ্রে। এছাড়াও নির্দিষ্ট কিছু এনআরআই-এর সাথে যোগসূত্র থাকার অভিযোগেরও সম্মুখীন হয়েছেন মাজিথিয়া, যাদের বিরুদ্ধে মাদক র‌্যাকেটের সাথে যুক্ত থাকা ছাড়াও আন্তর্জাতিক অর্থ পাচারের অভিযোগ আছে।

হিমাচল প্রদেশের সানাওয়ারের লরেন্স স্কুলে শিক্ষিত মাজিথিয়া ২০১৭ সালে ২২,৮৮৪ ভোটের ব্যবধানে মাজিথিয়া আসন ধরে রেখেছিলেন, যা ২০১২ সালের ভোটের ব্যবধান ৪৭,৫৮১-এর চেয়ে অনেক কম।

সিধু এর আগে অমৃতসর থেকে বিজেপি সদস্য হিসেবে সাংসদ ছিলেন। তিনি ২০০৪, ২০০৭ (উপ-নির্বাচন) এবং ২০০৯ সালে এই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এপ্রিল ২০১৬-তে নরেন্দ্র মোদী সরকার তাকে রাজ্যসভায় মনোনীত করে। ফেব্রুয়ারী ২০১৭ বিধানসভা নির্বাচনের কয়েক দিন আগে তিনি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেন।

২০১৭ সালের নির্বাচনে, কংগ্রেস ১১৭-সদস্যের পাঞ্জাব বিধানসভায় ৭৭ আসন জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং ১০ বছরের SAD-BJP সরকারকে ক্ষমতাচ্যুত করে।

- with Agency Inputs

নভজ্যোত সিং সিধু ও বিক্রম সিং মাজিথিয়া
Punjab Polls 22: পাঞ্জাবে ভোটের মুখে ধর্ষণের অভিযোগে সাজাপ্রাপ্ত রাম রহিমের ২১ দিনের বিশেষ জামিন

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in