Petroleum Price Hike: ৩০ দিনে প্রতি লিটারে ডিজেল বেড়েছে ৯.৯০, পেট্রোল ৮.৮৫ টাকা

গত ৪০ দিনের মধ্যে দেশজুড়ে ডিজেলের দাম বেড়েছে ৩০ দিন। ৩০ দিনে ডিজেলের প্রতি লিটারে দাম বেড়েছে ৯.৯০ টাকা। পাশাপাশি গত ৩৬ দিনের মধ্যে ২৮ দিনই বেড়েছে পেট্রোলের দাম। ২৮ দিনে বেড়েছে প্রতি লিটারে ৮.৮৫ টাকা।
পেট্রোল পাম্প
পেট্রোল পাম্পপ্রতীকী ছবি সৌজন্যে livemint
Published on

গত সাতদিনে দেশজুড়ে পেট্রোল এবং ডিজেলে প্রতি লিটারে ২.৪৫ এবং ২.১০ টাকা বৃদ্ধির পর স্বস্তি মিললো বুধবার। এদিন দেশে পেট্রোল ও ডিজেলের দামে কোনো পরিবর্তন হয়নি। ক্রেতারা যাকে মনে করছেন দিওয়ালির উপহার। জানা গেছে আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা কমার কারণে এদিন দাম বাড়েনি।

প্রসঙ্গত, গত ৪০ দিনের মধ্যে দেশজুড়ে ডিজেলের দাম বেড়েছে ৩০ দিন। এই ৩০ দিনে ডিজেলের প্রতি লিটারে দাম বেড়েছে ৯.৯০ টাকা। ফলে দেশের বহু শহরেই ডিজেল এখন লিটারে ১০০ টাকা ছাড়িয়েছে। পাশাপাশি গত ৩৬ দিনের মধ্যে ২৮ দিনই বেড়েছে পেট্রোলের দাম এবং ২৮ দিনে বেড়েছে প্রতি লিটারে ৮.৮৫ টাকা। দেশের বহু শহরেই প্রতি লিটারে পেট্রোলের দামও ১১০ টাকার ওপরে।

গতকালের মতই এদিনও চেন্নাইতে পেট্রোলের দাম ১০৬.৬৬ টাকা, দিল্লিতে ১১০.০৪ টাকা, কলকাতায় ১১০.৪৯, মুম্বাইতে ১১৫.৮৫ টাকা।

পেট্রোলের পাশাপাশি দেশের চার মেট্রো শহরের মধ্যে দিল্লিতে সবথেকে কমদামী ডিজেল। এদিন দাম ৯৮.৪২ টাকা প্রতি লিটার। কলকাতায় দাম ১০১.৫৬ টাকা, চেন্নাইতে ১০২.৫৯ এবং মুম্বাইতে সর্বাধিক ১০৬.৬২ টাকা।

বর্তমানে আন্তর্জাতিক বাজারে গত তিন বছরের মধ্যে সর্বাধিক স্তরে রয়েছে অপরিশোধিত তেলের দাম। ব্যারেল পিছু ৮৫ ইউএস ডলার। যা গত কয়েকদিনে কমে হয়েছে ৮৪ ইউএস ডলার।

পেট্রোল পাম্প
HP: ৪-০ তে বিজেপির হার, ১ কেন্দ্রে জামানত জব্দের ধাক্কা সামলাতে এবার কী হিমাচলেও মুখ্যমন্ত্রী বদল?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in