মাধবী পুরী বুচ এবং পবন খেরা
মাধবী পুরী বুচ এবং পবন খেরাফাইল ছবি, গ্রাফিক্স আকাশ

Pawan Khera: পরামর্শদাতা সংস্থার মাধ্যমে আয় - কংগ্রেসের নিশানায় ফের সেবি চেয়ারপার্সন মাধবী পুরী বুচ

People's Reporter: খেরার অভিযোগ, মাহিন্দ্রার থেকে প্রায় ৬ কোটি টাকা পেয়েছেন সেবির চেয়ারম্যানের স্বামী। বিনিময়ে পাঁচটি তদন্তে মাহিন্দ্রা সংস্থার পক্ষে রায় দিয়েছে শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা সেবি।
Published on

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) প্রধান মাধবী বুচ এবং তাঁর স্বামী ধবল বুচকে ঘিরে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। মঙ্গলবার ফের এই বিতর্ক নতুন করে খুঁচিয়ে তুলেছেন কংগ্রেস নেতা পবন খেরা। তাঁর অভিযোগ, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার থেকে প্রায় ৬ কোটি টাকা পেয়েছেন সেবির চেয়ারম্যানের স্বামী। খেরার অভিযোগ, বিনিময়ে পাঁচটি তদন্তে মাহিন্দ্রা সংস্থার পক্ষে রায় দিয়েছে শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা সেবি।

পবন খেরা এদিন বলেন, ২০১৯ থেকে ২০২১’র মধ্যে ধবল বুচকে বিপুল অঙ্কের টাকা দিয়েছে মাহিন্দ্রা গোষ্ঠী। ২০১৯-২০ পর্বে ধবল বুচকে দেওয়া হয়েছে ১ কোটি ৭৩ লক্ষ ৬০ হাজার টাকা এবং ২০২০-২১ পর্বে দেওয়া হয় ৪ কোটি ৭৮ লক্ষ টাকা। যে সময় মাধবী পুরী বুচ ‘সেবি’র পূর্ণ সময়ের সদস্য ছিলেন। 

কংগ্রেস নেতা পবন খেরার এই অভিযোগ অত্যন্ত গুরুতর বলে মনে করছে তথ্যভিজ্ঞ মহল। খেরার অভিযোগ, মাধবী বুচ তাঁর পদে বসার পরেও তাঁর পরামর্শদাতা সংস্থা আগোরা প্রাইভেট-এর মাধ্যমে আয় করেছেন। আগোরা প্রাইভেট-এর যে তালিকা পবন খেরা এদিন পেশ করেছেন তার মধ্যে আছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, ডঃ রেড্ডিস, পিডিলাইট, আইসিআইসিআই প্রভৃতি। খেরা আরও জানান, বুচ যখন সেবি বোর্ডের সদস্য তখন অন্য সূত্র থেকে আয় করে তিনি সেবি কোড-এর ধারা ৫ লঙ্ঘন করেছেন।

কংগ্রেসের অভিযোগ, পরামর্শ দিয়ে আগোরা যে ২.৯৫ কোটি টাকা আয় করেছে তার মধ্যে ২.৫৯ কোটি টাকাই তিনি পেয়েছেন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার। যা ওই সংস্থার মোট আয়ের ৮৮ শতাংশ। এছাড়াও মাধবী বুচের স্বামী এইসময় ৪.৭৮ কোটি টাকা পেয়েছেন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার থেকে।

গত মাসেই এই বিতর্ক মাথা চাড়া দিয়ে ওঠে। যখন আমেরিকা-ভিত্তিক শর্ট-সেলার হিন্ডেনবার্গ রিসার্চ জানায় যে বুচ এবং তার স্বামীর দুটি পরামর্শদাতা সংস্থা সিঙ্গাপুর-ভিত্তিক অ্যাগোরা পার্টনার্স এবং ভারত-ভিত্তিক অ্যাগোরা অ্যাডভাইজরি পরিচালনা করেন। হিন্ডেনবার্গের মতে, সেবিতে শীর্ষ ভূমিকা নেওয়ার ঠিক আগে বুচ ২০২২ সালের মার্চ মাসে আগোরা পার্টনারসে তাঁর শেয়ারগুলি স্বামীর কাছে হস্তান্তর করেন। কংগ্রেস আরও দাবি করেছে যে বুচ এখনও ২০২৪ সালের মার্চে শেষ হওয়া আর্থিক বছরের আর্থিক ফাইলিংয়ের উপর ভিত্তি করে ভারতীয় পরামর্শদাতা সংস্থা আগোরা অ্যাডভাইজরিতে শেয়ার রেখেছেন।

এর আগে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মাধবী বুচ এবং তাঁর স্বামী ধবল বুচ। এদিনের অভিযোগ প্রসঙ্গে মাহিন্দ্রার পক্ষ থেকে জানানো হয়েছে ধবল বুচ তাদের সংস্থার পরামর্শদাতা এবং সেই হিসেবেই তাঁকে পরামর্শ দেবার জন্য টাকা দেওয়া হয়েছে।

মাধবী পুরী বুচ এবং পবন খেরা
Hindenburg: আদানির ভাইয়ের সংস্থায় সেবি প্রধানের অংশীদারি! হিন্ডেনবার্গ-এর অভিযোগ ওড়ালেন বুচ দম্পতি
মাধবী পুরী বুচ এবং পবন খেরা
Hindenburg Report: আদানি গোষ্ঠীর বিরুদ্ধে 'আর্থিক জালিয়াতি'র অভিযোগ - SEBI তদন্তের দাবি কংগ্রেসের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in