বিশ্বের প্রথম ৫০ দূষিত শহরের মধ্যে ভারতের ৩৫ - রিপোর্ট আন্তর্জাতিক সংস্থার

ভারতের সবচেয়ে দূষিত শহরের নাম দিল্লি। যদিও রিপোর্টে বলা হয়েছে ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে দিল্লির বায়ুদূষণ প্রায় ১৫% কমেছে। কিন্তু তাতেও দিল্লি ভারতের সবচেয়ে দূষিত শহর বলেই বিবেচিত হয়েছে।
বিশ্বের প্রথম ৫০ দূষিত শহরের মধ্যে ভারতের ৩৫ - রিপোর্ট আন্তর্জাতিক সংস্থার
ফাইল ছবি সংগৃহীত
Published on

বিশ্বের প্রথম ৫০টি দূষিত শহরের মধ্যে ৩৫ টি ভারতের। IQair নামক এক আন্তর্জাতিক সংস্থার রিপোর্টে এমনই ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। ভারতের সবচেয়ে দূষিত শহরের নাম দিল্লি। যদিও রিপোর্টে বলা হয়েছে ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে দিল্লির বায়ুদূষণ প্রায় ১৫% কমেছে। কিন্তু তাতেও দিল্লি ভারতের সবচেয়ে দূষিত শহর বলেই বিবেচিত হয়েছে।

মোট ১০৬ টি দেশে সমীক্ষা চালায় IQair নামক ওই সংস্থাটি। বিশ্বের সবচেয়ে বেশি দূষিত শহর হিসাবে চীনের হোটান-এর নাম উল্লেখ আছে। অবশ্য তারপরের ৯ টি শহরই ভারতের। দিল্লির পর ভারতের দ্বিতীয় দূষিত শহর হিসাবে গাজিয়াবাদের নাম উল্লেখ আচ্ছে। এই তালিকায় তারপরেই বুলন্দশহর, বিসরাখ জালালপুর, ভিওয়াদি, নয়ডা, গ্রেটার নয়ডা, কানপুর, লক্ষ্ণৌ, মিরাট, আগ্রা ও মুজাফফরনগরের নাম রয়েছে। সবচেয়ে বেশি উত্তরপ্রদেশের শহরগুলিই এই তালিকায় স্থান পেয়েছে।

IQair এই তালিকা প্রকাশ করেছে প্রতি দেশের সরকারি নথির উপর ভিত্তি করে। ভারতের বায়ুদূষণের অন্যতম কারন হিসাবে উল্লেখ আছে- যানবাহন চলাচল, কাঠের জ্বালানিতে রান্না করা, তাপ বিদ্যুৎ উৎপাদন করা, ফসল তোলার পর অবশিষ্টাংশ পোড়ানো, শিল্পোৎপাদন সহ একাধিক বিষয়। তবে সবেচেয়ে বেশি গুরুত্ব সহকারে উল্লেখ আছে যানবাহন চলাচলের বিষয়টি। লকডাউনের সময় যে বায়ুদূষণের মাত্রা কিছুটা কম ছিল তা উল্লেখ আছে এই রিপোর্টে।

IQair এর সিইও ফ্রাঙ্ক হ্যামসের মতে- “২০২০ সালে বায়ুদূষণ কমে গেলেও ২০২১ সালে তা আবার অপ্রত্যাশিতভাবে বাড়তে শুরু করেছে। আশাকরি আমাদের এই রিপোর্ট সবাই গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং উপযুক্ত ব্যবস্থা নেবেন। আগামীদিনে সারা বিশ্বের কাছে বায়ুদূষণ এক বিরাট বিপদ হতে চলেছে"।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in