২৬ নভেম্বর সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। ১৯৪৯ সালে আজকের দিনেই গৃহীত হয়েছিল সংবিধান। এটি বাস্তবায়িত করা হয় ১৯৫০ সালের ২৬ জানুয়ারি। যে দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। এর আগে ২৬ নভেম্বর আইন দিবস হিসেবে পালিত হত।
উল্লেখ্য, ২০১৫ সালে ভারত সরকার ২৬ নভেম্বরকে ‘সংবিধান দিবস’ হিসাবে উদ্যাপন করার সিদ্ধান্ত নিয়েছিল। ২০১৫ একটি বিশেষ বছর, কারণ সেই বছরই সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকরের ১২৫ তম জন্মবার্ষিকী পালিত হয়।
আজ ৭৫ তম সংবিধান দিবস পালিত হচ্ছে। এদিন সকালে এক্স হ্যান্ডেলে সংবিধান দিবস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, ‘ভারতীয় সংবিধানের ৭৫ তম বার্ষিকী উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে সংবিধান দিবসের শুভেচ্ছা।‘
১৯৪৬ সালের ১৩ ডিসেম্বর, গণপরিষদ আনুষ্ঠানিকভাবে ভারতের সংবিধান প্রণয়নের কাজ শুরু করে। জওহরলাল নেহেরু প্রস্তাব উত্থাপন করেছিলেন, যার লক্ষ্য ছিল ভারতকে একটি স্বাধীন সার্বভৌম প্রজাতন্ত্র দেশ হিসাবে ঘোষণা করা এবং ভারতকে পরিচালনা করার জন্য একটি সংবিধান তৈরি করা। সেই কমিটির সভাপতিত্ব করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর।
সম্পূর্ণ সংবিধান প্রস্তুত করতে ২ বছর ১১ মাস এবং ১৮ দিন সময় লেগেছিল। এটি ১৯৪৯ সালের ২৬ নভেম্বর সম্পন্ন হয়। সংবিধানটি কার্যকর হয় ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে। যে দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়।
ভারতের সংবিধানের প্রস্তাবনা দেশটিকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করে। যার লক্ষ্য সকল নাগরিকের জন্য ন্যায়বিচার, স্বাধীনতা এবং জাতির ঐক্য ও অখণ্ডতা বজায় রাখার জন্য ভ্রাতৃত্বের প্রচার করা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন