NCRB: ২০২০তে প্রতিদিন গড়ে ৭৭ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে অপরাধ বেড়েছে ১৩.২% - রিপোর্ট

২০২০ সালে ভারতে প্রতিদিন গড়ে ৭৭টি করে ধর্ষণের ঘটনা ঘটেছে। প্রতিদিন গড়ে ৮০ জনের খুন হয়েছে। বুধবার ন‍্যশনাল ক্রাইম রেকর্ডস ব‍্যুরো (NCRB) কর্তৃক প্রকাশিত রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি ছবি সংগৃহীত

২০২০ সালে ভারতে প্রতিদিন গড়ে ৭৭টি করে ধর্ষণের ঘটনা ঘটেছে। প্রতিদিন গড়ে ৮০ জনের খুন হয়েছে। বুধবার ন‍্যশনাল ক্রাইম রেকর্ডস ব‍্যুরো (NCRB) কর্তৃক প্রকাশিত রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।

২০২০ সালে দেশে মোট খুনের ঘটনা ঘটেছে ২৯ হাজার ১৯৩টি। ২০১৯ সালে এই সংখ্যা ছিল ২৮ হাজার ৯১৫।

গত বছর সবথেকে বেশী খুনের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে, ৩ হাজার ৭৭৯টি‌। এরপর রয়েছে বিহার (৩,১৫০), মহারাষ্ট্র (২,১৬৩), মধ্যপ্রদেশ (২,১০১), পশ্চিমবঙ্গ (১,৯৪৮) রাজধানী দিল্লিতে গত বছর ৪৭২টি খুনের ঘটনা ঘটেছে।

করোনার কারণে গোটা দেশজুড়ে লকডাউন জারি থাকা সত্ত্বেও গত বছর দেশে মোট ২৮ হাজার ৪৬টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে। নির্যাতিতার সংখ‍্যা ২৮ হাজার ১৫৩। তবে ধর্ষণের সংখ‍্যা ২০১৯ সালের তুলনায় কিছুটা কম। ২০১৯ সালে দেশজুড়ে মোট ৩২ হাজার ৩৩টি ধর্ষণের মামলা নথিভুক্ত হয়েছিল।

ধর্ষণের ঘটনায় শীর্ষে রয়েছে রাজস্থান। ৫ হাজার ৩১০টি মামলা নথিভুক্ত হয়েছিল সেখানে। এরপর রয়েছে উত্তরপ্রদেশ (২,৭৬৯), মধ্যপ্রদেশ (২,৩৩৯), মহারাষ্ট্র (২.০৬১)।

মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ‍্যাও ২০১৯ সালের তুলনায় কিছুটা কমেছে। তথ‍্যে দেখা‌ গেছে, ২০২০ সালে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ৩ লক্ষ ৭১ হাজার ৫০৩টি মামলা দায়ের হয়েছে। ২০১৯ সালে এই সংখ্যা ছিল ৪ লক্ষ ৫ হাজার ৩২৬ এবং ২০১৮ তে ৩ লক্ষ ৭৮ হাজার ২৩৬।

২০২০ সালে প্রতি এক লাখ মহিলা জনসংখ্যার মধ্যে নথিভুক্ত অপরাধের হার ৫৬.৫। ২০১৯ সালে এই হার ছিল ৬২.৩।

মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধের মধ্যে সবথেকে বেশি মামলা নথিভুক্ত হয়েছে স্বামী বা আত্মীয়দের দ্বারা অত‍্যাচার সম্পর্কিত। শ্লীলতাহানি এবং ধর্ষণের চেষ্টার মামলা নথিভুক্ত হয়েছে যথাক্রমে ৮৫ হাজার ৩৯২ এবং ৩ হাজার ৭৪১। গোটা দেশজুড়ে মহিলাদের বিরুদ্ধে অ‍্যাসিড আক্রমণের ঘটনা ঘটেছে ১০৫টি। পণের শিকার হয়ে মৃত্যু হয়েছে এরকম মামলা নথিভুক্ত হয়েছে ৬ হাজার ৯৬৬টি।

২০১৯ সালের তুলনায় ২০২০ সালে অপহরণ ও তুলে নিয়ে যাওয়ার মতো ঘটনা কমেছে ১৯ শতাংশ। ২০১৯ সালে এই ধরণের ঘটনা ঘটেছিল ১ লক্ষ ৫ হাজার ৩৬। ২০২০ তে হয়েছে ৮৪ হাজার ৮০৫টি। এই ধরণের ঘটনা সবথেকে বেশি ঘটেছে উত্তরপ্রদেশে, ১২ হাজার ৯১৩।

২০২০ সালে শিশুদের বিরুদ্ধে অপরাধের মামলা নথিভুক্ত হয়েছে ১ লক্ষ ২৮ হাজার ৫৩১টি, যা ২০১৯ সালের তুলনায় ১৩.২ শতাংশ বেশি। ২০১৯ সালে এই ঘটনা ঘটেছিল ১ লক্ষ ৪৮ হাজার ৯০টি।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in