কোভিডের কারণে ৯ হাজারের বেশি শিশু তাদের বাবা-মাকে হারিয়েছে - সুপ্রিম কোর্টে জানালো NCPCR

কোভিডের কারণে দেশে ৯,৩৪৬ জন শিশু অভিভাবক হারা হয়েছে। যার মধ্যে ১,৭৪২ জন শিশু তাদের বাবা মাকে হারিয়েছে। ৭,৪৬৪টি শিশু বাবা অথবা মা – কোনো একজনকে হারিয়েছে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি সৌজন্য ইউনিসেফ

কোভিডের কারণে দেশে ৯,৩৪৬ জন শিশু অভিভাবক হারা হয়েছে। যার মধ্যে ১,৭৪২ জন শিশু তাদের বাবা মাকে হারিয়েছে। ৭,৪৬৪টি শিশু বাবা অথবা মা – কোনো একজনকে হারিয়েছে। গত মার্চ ২০২০ থেকে ২৯ মে ২০২১ পর্যন্ত ১৪০টি শিশুকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। মঙ্গলবার ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস-এর পক্ষ থেকে এই শিশুদের জন্য ৬ দফা স্কীমের কথা জানানো হয়েছে সুপ্রিম কোর্টকে। বাল স্বরাজ পোর্টালে এই শিশুদের নাম নথিভুক্ত করা হয়েছে।

ইন্ডিয়া টুডেতে প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, এই শিশুদের মধ্যে ১,২২৪ জন এখন কোনো অভিভাবকের সঙ্গে থাকে, ৯৮৫ জন পরিবারের এমন কোনো সদস্যের সঙ্গে থাকে যিনি ওই শিশুর আইনসম্মত অভিভাবক নন এবং ৬,৬১২ জন বাবা অথবা মায়ের সঙ্গে থাকে। ৩১ শিশুকে বিভিন্ন সংস্থার কাছে দত্তক দেবার জন্য পাঠানো হয়েছে।

এই শিশুদের মধ্যে ১,৫১৫ জন শিশুর বয়স ৪ থেকে ৭ বছরের মধ্যে। ৩,৭১১ জন শিশুর বয়স ৮ থেকে ১৩ বছরের মধ্যে। ১,৬২০ জন শিশুর বয়স ১৪ থেকে ১৫ বছরের মধ্যে এবং ১,৭১২ জনের বয়স ১৬-১৭ বছরের মধ্যে। ৭৮৮ জন শিশুর বয়স ৩ বছরের নীচে।

অনাথ হবার সবথেকে বেশি ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে। সেখানে ৩১৮টি এরকম ঘটনা পাওয়া গেছে। ১০৪ জন শিশুকে মধ্যপ্রদেশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।

এরপরেই স্থান উত্তরপ্রদেশের। সেখানে বাবা অথবা মাকে হারিয়েছে ১,৮৩০ জন শিশু। রাজ্যে মোট অনাথ, পরিত্যক্ত অথবা বাবা কিংবা মায়ের মধ্যে একজনকে হারানো মোট শিশুর সংখ্যা ২,১১০।

বিহারে ২৯২ শিশু অনাথ হয়েছে এবং ১,০৩৫ শিশু বাবা অথবা মায়ের মধ্যে কোনো একজনকে হারিয়েছে।

গত ২৯ মে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে – “কোভিড ১৯ আক্রান্ত হয়ে যেসব শিশু তাদের বাবা বা মা অথবা উভয়কেই হারিয়েছে সেইসব শিশুদের খোঁজখবর রাখার জন্য কমিশন এই পোর্টালের ‘কোভিড কেয়ার’- লিঙ্কে তথ্য আপলোড করতে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারের কাছে অনুরোধ জানিয়েছে।” “এই পোর্টালে জেলা এবং রাজ্য পর্যায়ের আধিকারিকদের তথ্য আপলোড করতে হবে।”

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in