MGNREGS: ১০০ দিনের কাজে বরাদ্দ কমছে ২৯,৪০০ কোটি টাকা! উদ্বিগ্ন সংসদীয় কমিটি

কমিটির ২৯ তম রিপোর্টে বলা হয়েছে, ‘এটি খুবই উদ্বেগের বিষয় যে, MGNREGA প্রকল্পে ২০২২-২৩ সালের সংশোধিত বাজেটের তুলনায় ২০২৩-২৪ সালের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ ২৯,৪০০ কোটি টাকা কমানো হয়েছে।
ছবি - প্রতীকী
ছবি - প্রতীকীছবি সৌজন্যে - নিউজক্লিক
Published on

MGNREGA প্রকল্প বা ১০০ দিনের কাজের কেন্দ্রীয় বাজেটে ২৯,৪০০ কোটি টাকার বরাদ্দ কমায়, উদ্বেগ প্রকাশ করেছে গ্রাম উন্নয়ন বিষয়ক সংসদের স্ট্যান্ডিং কমিটি।

জানা যাচ্ছে, ২০২২-২৩ অর্থবর্ষে MGNREGA প্রকল্পের জন্য প্রস্তাবিত বাজেটে (BE) ৭৩,০০০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র। পরে, সংশোধিত বাজেটে (RE) তা করা হয়েছিল ৮৯,৪০০ কোটি টাকা। কিন্তু, ২০২৩-২৪ অর্থবর্ষে MGNREGA প্রকল্পের জন্য প্রস্তাবিত বাজেটে সেই অর্থ কমে দাঁড়িয়েছে ৬০,০০০ কোটি। একলপ্তে, কেন্দ্রীয় বাজেটে ২৯,৪০০ কোটি টাকার বরাদ্দ কমানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংসদের স্ট্যান্ডিং কমিটি।  

বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবী জানিয়ে কমিটির ২৯ তম রিপোর্টে বলা হয়েছে, ‘এটি খুবই উদ্বেগের বিষয় যে, MGNREGA প্রকল্পে ২০২২-২৩ সালের সংশোধিত বাজেটের তুলনায় ২০২৩-২৪ সালের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ ২৯,৪০০ কোটি টাকা কমানো হয়েছে। যেখানে, গ্ৰামীণ পরিবারকে ১০০ দিনের 'কাজের অধিকার' নিশ্চিয়তা প্রদান করে থাকে- মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিম (আইন), সেখানে এই ধরণের পদক্ষেপের ফলে গ্রামের মানুষ বঞ্চিত হবেন।’

রিপোর্টে বলা হয়েছে, এই প্রকল্পটি বেকারদের কাছে শেষ অবলম্বন। এটি ছাড়া তাদের পরিবারের কাছে, অন্ন সংস্থানের অন্য কোনও উপায় নেই।

মহামারী করোনাকালে এই প্রকল্পের ভূমিকা ও গুরুত্ব লক্ষ্য করা গেছে। দুর্দশাকালে এটি অসহায়, বেকার মানুষদের কাছে আশার আলো হিসাবে কাজ করেছে।

রিপোর্টে বলা হয়েছে, ‘২০২০-২১ এবং ২০২১-২২ সালে এই প্রকল্পের গুরুত্বের কথা বিবেচনা করা হয়েছিল। ২০২০-২১ সালে প্রস্তাবিত বাজেট ৬১,৫০০ থেকে সংশোধিত বাজেটে ১,১১,৫০০ কোটি টাকা হয়েছিল। একইভাবে, ২০২১-২২ সালে এই প্রকল্পে প্রস্তাবিত বাজেট ৭৩,০০০ কোটি টাকা থেকে বাড়িয়ে সংশোধিত বাজেটে ৯৯,১১৭.৫৩ কোটি টাকা করা হয়েছিল। মহামারী করোনাকালে কাজের চাহিদা বৃদ্ধির জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

ছবি - প্রতীকী
Manipur Violence: মৃত্যু হয়েছে ৬০ জনের, পুড়েছে ১৭০০ বাড়ি, রাজ্যে হিংসা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in