মাল্য, মোদী, চোকসির বাজেয়াপ্ত সম্পত্তির অংশ ব্যাঙ্ক ও কেন্দ্রীয় সরকারের কাছে জমা করলো ইডি

বিজয় মাল‍্য, নীরব মোদী, মেহুল চোকসির কেসে ইডি তাঁদের ১৮,১৭০.০২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তির ৯,৩৭১.৭১ কোটি টাকার অংশ PSU ব‍্যাঙ্ক এবং কেন্দ্রীয় সরকারের কাছে স্থানান্তর করেছে।
বিজয় মাল্য, নীরব মোদী ও মেহুল চোকসি
বিজয় মাল্য, নীরব মোদী ও মেহুল চোকসিফাইল ছবি

পলাতক ব্যবসায়ী বিজয় মাল‍্য, নীরব মোদী এবং মেহুল চোকসির বাজেয়াপ্ত সম্পত্তির ৯,৩৭১ কোটি টাকা রাষ্ট্র পরিচালিত ব‍্যাঙ্কে ট্রান্সফার করলো তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এই পলাতক ব্যবসায়ীদের কারণে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা উদ্ধার করার জন্য এই উদ্যোগ নিয়েছে ইডি।

এই তিন পলাতক ব্যবসায়ীর মোট ১৮,১৭০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এর মধ্যে ৯৬৯ কোটি টাকার সম্পত্তি বিদেশে রয়েছে। বাজেয়াপ্ত করা সম্পত্তি মোট ব‍্যাঙ্ক জালিয়াতির প্রায় ৮০.৪৫ শতাংশ।

ইডির তরফ থেকে জানানো হয়েছে, "প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ‍্যাক্ট-এর অধীনে বিজয় মাল‍্য, নীরব মোদী এবং মেহুল চোকসির কেসে ইডি কেবলমাত্র তাঁদের ১৮,১৭০.০২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্তই করেনি, সেই সম্পত্তির ৯,৩৭১.৭১ কোটি টাকার একটি অংশ পাবলিক সেক্টর ব‍্যাঙ্ক এবং কেন্দ্রীয় সরকারের কাছে স্থানান্তরও করেছে।"

ইডির এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এক ট‍্যুইট বার্তায় তিনি জানিয়েছেন, "পলাতক এবং অর্থনৈতিক অপরাধীদের অত‍্যন্ত সক্রিয়ভাবে অনুসরণ করা হবে। তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করে পাওনা মেটানো হবে।"

বিজয় মাল‍্য, নীরব মোদী এবং মেহুল চোকসী ব‍্যাঙ্ক জালিয়াতির মাধ্যমে মোট ২২,৫৮৬.৮৩ কোটি টাকা লুট করে নিয়ে বিদেশে পালিয়ে গিয়েছেন। সম্পর্কে মামা-ভাগ্নে নীরব মোদী এবং মেহুল চোকসী একসাথে জালিয়াতি করলেও বিজয় মাল‍্য তার অনেক আগেই টাকা লুঠ করে বিদেশে পালিয়েছেন। এঁরা প্রত‍্যেকেই এখন প্রত‍্যর্পণের মামলার মুখোমুখি হয়েছেন।

- with IANS input

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in