LIC IPO: এলআইসি পাবলিক ইস্যু - শেষ দিনে ২.৮৯ বার ওভারসাবস্ক্রাইবড

যে ঘটনাকে বিনিয়োগকারীদের পক্ষ থেকে খুব ভালো সাড়া বলে মনে করছে শেয়ার বাজার। সোমবার বিকেলেই এলআইসি-র শেয়ারের জন্য আবেদন করার সময়সীমা শেষ হয়েছে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীফাইল ছবি সংগৃহীত
Published on

লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার আইপিও-তে ১৬.২ কোটি শেয়ারের জন্য আবেদন জমা পড়লো ৪৬.৭৭ কোটি। আর্থিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, এলআইসি-র প্রথম আইপিও ২.৮৯ হারে ওভার সাবস্ক্রাইবড হয়েছে। যে ঘটনাকে বিনিয়োগকারীদের পক্ষ থেকে খুব ভালো সাড়া বলে মনে করছে শেয়ার বাজার। সোমবার বিকেলেই এলআইসি-র শেয়ারের জন্য আবেদন করার সময়সীমা শেষ হয়েছে।

এলআইসি আইপিওতে পলিসি হোল্ডারদের জন্য বরাদ্দ করা অংশটি ৫.৯৭ বার সাবস্ক্রাইব করা হয়েছে। অন্যদিকে কর্মচারীদের বরাদ্দকৃত কোটার ৪.৩১ গুণ এবং খুচরা বিনিয়োগকারীরা ১.৯৪ বার বিড করেছে, যেখানে ইন্সটিটিউশনাল বায়ারদের জন্য সংরক্ষিত অংশ ২.৮৩ বার এবং অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ২.৮ বার বিড করা হয়েছে।

LIC-এর জন্য দীর্ঘ প্রতীক্ষিত প্রাথমিক পাবলিক অফার (IPO) সোমবার অর্থাৎ ৯ মে পর্যন্ত সাবস্ক্রিপশনের জন্য খোলা ছিলো। সরকার এই ইস্যুর আকার ৫ শতাংশ থেকে ৩.৫ শতাংশে নামিয়ে আনা সত্ত্বেও, এটি ভারতীয় পুঁজিবাজারের ইতিহাসে একটি যুগান্তকারী পাবলিক ইস্যু এবং এখন পর্যন্ত ভারতের বৃহত্তম আইপিও হিসেবে চিহ্নিত হয়েছে৷

প্রসঙ্গত এলআইসি আইপিওর মূল্য ৬ লক্ষ কোটি টাকা। ৯০২ টাকা থেকে ৯৪৯ টাকার প্রাইস ব্যান্ডে LIC-এর ইস্যু অফারটি দেওয়া হয়েছিলো। এছাড়াও, পলিসিধারকদের জন্য ৬০ টাকা ছাড় দেওয়া হয়েছিল, যেখানে খুচরা বিনিয়োগকারীদের জন্য, ছাড় ছিল ৪৫ টাকার৷

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in