Kolkata Metro: বিদায় নন এসি রেক - ৩৭ তম প্রতিষ্ঠা দিবসে দীর্ঘ যাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি

কলকাতা মেট্রোর ৩৭ তম প্রতিষ্ঠা দিবসে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হবে শেষ নন এসি মেট্রো রেককে। ১৯৮৪ সালের ২৪ শে অক্টোবর দেশের মধ্যে প্রথম মেট্রো পরিষেবা শুরু হয় কলকাতাতেই।
শেষ নন এসি রেক-এর বিদায় সম্বর্ধনা
শেষ নন এসি রেক-এর বিদায় সম্বর্ধনানিজস্ব চিত্র

আজ রবিবার আনুষ্ঠানিক ভাবে বিদায় নিচ্ছে কলকাতা মেট্রোর নন এসি রেক। কলকাতা মেট্রোর ৩৭ তম প্রতিষ্ঠা দিবসে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হবে শেষ নন এসি মেট্রো রেককে। ১৯৮৪ সালের ২৪ শে অক্টোবর দেশের মধ্যে প্রথম মেট্রো পরিষেবা শুরু হয় কলকাতাতেই।

কলকাতা মেট্রোর নর্থ সাউথ করিডরে দীর্ঘদিন পরিষেবা দেওয়া শেষতম নন-এসি রেকের বিদায় উপলক্ষে আজ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন (টালিগঞ্জ) এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাতিল হতে চলা নন-এসি রেকের এর ভেতর বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ট্রেনের মধ্যে থাকবে মেট্রোর ইতিহাস, থাকবে বর্তমান ও আগামী দিনের একাধিক কর্মকাণ্ড, সাথে থাকবে ছবির প্রদর্শনী।

করোনার জেরে শহরে দীর্ঘদিন মেট্রো পরিষেবা বন্ধ ছিল। পরবর্তী সময়ে মেট্রো চলাচল শুরু হলেও এখনও তা সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। এই সময়ে ইপাস কিংবা স্মার্ট কার্ড এর মাধ্যমে যাত্রী নিয়ে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রতিনিয়ত ছুটছে মেট্রো।

করোনার কারণে মেট্রো চলাচল বন্ধ হয়ে যাওয়ায় গত বছরের শেষদিকে নন-এসি রেক কার্যত বন্ধ হয়ে যায়। বর্তমানে শুধুমাত্র এসি রেক চলাচল করছে। আজ আনুষ্ঠানিক ভাবে শেষ নন এসি রেক বিদায় দেওয়া হচ্ছে। বিদায়ী এই অনুষ্ঠান নিয়ে রীতিমত স্মৃতিমেদুর যাত্রী থেকে রেলকর্মীরা।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in