India Skills Report 24: ভারতে কাজ করার জন্য সবচেয়ে পছন্দের রাজ্য কেরালা - ইন্ডিয়া স্কিলস রিপোর্ট

People's Reporter: ৩.৮৮ লাখ যুবর কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই সমীক্ষা হয়েছে। কেরালার দুই শহর, কোচি এবং তিরুবনন্তপুরম ভারতের যুবকদের মধ্যে কাজ করার জন্য সবচেয়ে পছন্দের জায়গা হিসাবে উঠে হয়েছে।
India Skills Report 24: ভারতে কাজ করার জন্য সবচেয়ে পছন্দের রাজ্য কেরালা - ইন্ডিয়া স্কিলস রিপোর্ট
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন

সম্প্রতি প্রকাশিত ইন্ডিয়া স্কিলস রিপোর্ট ২০২৪ অনুসারে কেরালার দুই শহর, কোচি এবং তিরুবনন্তপুরম ভারতের যুবকদের মধ্যে কাজ করার জন্য সবচেয়ে পছন্দের জায়গা হিসাবে উঠে হয়েছে।

অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই), কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই), অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিস-এর সহযোগিতায় প্রতিভা মূল্যায়ন সংস্থা হুইবক্স দ্বারা প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ১৮-২১ বছর বয়সীদের মধ্যে কেরালা সবচেয়ে বেশি নিয়োগযোগ্য সংস্থান সহ দ্বিতীয় রাজ্য হিসেবে উঠে এসেছে।

দেশজুড়ে পরিচালিত ন্যাশনাল এমপ্লয়বিলিটি টেস্টের মাধ্যমে ৩.৮৮ লাখ যুবক যুবতীর কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই সমীক্ষা করা হয়েছে। সমীক্ষা রিপোর্ট অনুসারে ভারতে কর্মসংস্থান পরিস্থিতির উন্নতি হয়েছে। এই সমীক্ষায় অংশ নেওয়া যুবক যুবতীদের ৫১.২৫ শতাংশ প্রয়োজনীয় দক্ষতার সাথে চাকরি পাবার যোগ্য।

যে শহরে পুরুষ ও মহিলারা বয়স নির্বিশেষে সমানভাবে কাজ করতে পছন্দ করেন, তাদের মধ্যে কোচি দ্বিতীয় স্থানে আছে এবং তিরুবনন্তপুরম দেশের মধ্যে চতুর্থ। শীর্ষ ১০টি শহরের মধ্যে কোচি প্রথম, যেখানে অধিকাংশ মহিলা কাজ করতে পছন্দ করেন৷ তিরুবনন্তপুরম শহরে ১৮-২১ বছর বয়সীদের কর্মসংস্থানের ক্ষেত্রেও শ্রেষ্ঠত্ব দেখিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

কেরালা, শিক্ষা এবং দক্ষতা উন্নয়নের উপর জোর দেওয়ার জন্য বিখ্যাত। সমীক্ষার ফলাফলে জানানো হয়েছে, কেরালা শিক্ষার প্রতি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গির জন্য গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। এই রাজ্যে সাধারণ জ্ঞান এবং ব্যবহারিক শিক্ষাকে অন্তর্ভুক্ত করে ভবিষ্যতের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে।

বিস্তৃত পাঠ্যক্রম, বিশেষভাবে উচ্চশিক্ষা বিভাগে কেরালা (ASAP Kerala) অতিরিক্ত দক্ষ হিসেবে চিহ্নিত হয়েছে। এছাড়াও রাজ্যের যুবকদের মধ্যে কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়নে ভূমিকার জন্য বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

প্রতিবেদনে তথ্য প্রযুক্তি, কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে দক্ষতায় কেরালার আধিপত্য উঠে এসেছে। এ ছাড়াও, রাজ্যের ১৮-২৯ বছর বয়সীদের ক্ষেত্রে ইংরেজি ভাষার দক্ষতা, কম্পিউটার সাক্ষরতা, সংখ্যাজ্ঞান এবং সমালোচনামূলক চিন্তা দক্ষতায় দেশব্যাপী সর্বোচ্চ স্থান অধিকার করেছে। যা বিভিন্ন শিল্প ক্ষেত্রের বিভিন্ন চাহিদা মেটাতে দক্ষ কর্মীবাহিনীকে নির্দেশ করে।

দক্ষতা প্রশিক্ষণ এবং উন্নয়নে সরকারের দৃঢ় উদ্যোগের স্বীকৃতি দিয়ে, প্রতিবেদনে গত দশকে ২.৫ লক্ষ উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের দক্ষতা প্রদানে ASAP কেরালার প্রশংসা করা হয়েছে। এছাড়াও, ASAP Kerala প্রতিষ্ঠিত কমিউনিটি স্কিল পার্ক এবং সেন্টার অফ এক্সিলেন্সগুলি সারা দেশে উন্নত প্রযুক্তিতে প্রশিক্ষণের জন্য অনুকরণীয় মডেল হিসাবে স্বীকৃত হয়েছে।

India Skills Report 24: ভারতে কাজ করার জন্য সবচেয়ে পছন্দের রাজ্য কেরালা - ইন্ডিয়া স্কিলস রিপোর্ট
Govt Advertisement: ৫ বছরে শুধু প্রিন্ট মিডিয়াতেই বিজ্ঞাপন বাবদ কেন্দ্রের ব্যয় প্রায় হাজার কোটি
India Skills Report 24: ভারতে কাজ করার জন্য সবচেয়ে পছন্দের রাজ্য কেরালা - ইন্ডিয়া স্কিলস রিপোর্ট
দেশের প্রতি ১০০ জন স্নাতকের মধ্যে ১৩ জনই বেকার! চাঞ্চল্যকর তথ্য কেন্দ্রীয় পরিসংখ্যানে

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in