Karnataka: আমির খানের বিজ্ঞাপনে আপত্তি BJP সাংসদের

BJP সাংসদ অনন্তকুমার বলেন, "কোম্পানির উচিৎ নামাজের নামে রাস্তা অবরোধ করা এবং আজানের সময় মসজিদ থেকে সৃষ্ট শব্দ দূষণের সমস্যা নিয়েও কথা বলা।"
বিজ্ঞাপনে আমীর খান
বিজ্ঞাপনে আমীর খানছবি সিয়াট টায়ারের বিজ্ঞাপন থেকে স্ক্রীনশট

কর্ণাটকের বিজেপি সাংসদ অনন্ত কুমার হেগড়ে দেশের বৃহত্তম টায়ার প্রস্তুতকারক সংস্থা সিয়াটকে এক চিঠি লিখে সংস্থার এক বিজ্ঞাপন নিয়ে আপত্তি জানালেন। বিজেপি সাংসদের বক্তব্য, সংস্থার উচিৎ পরবর্তী বিজ্ঞাপনের সময় হিন্দুদের ভাবাবেগের কথা মনে রাখা এবং তাঁদের ভাবাবেগে আঘাত না করা।

১৪ অক্টোবর কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা অনন্ত বর্ধন গোয়েঙ্কাকে লেখা একটি চিঠিতে বিজেপি সাংসদ অনন্তকুমার যে বিজ্ঞাপনে আপত্তি জানিয়েছেন সেই বিজ্ঞাপনে বলিউড তারকা আমির খান মানুষকে রাস্তায় বাজি না ফাটানোর পরামর্শ দিচ্ছেন। বিজেপি সাংসদ বলেন, "কোম্পানির উচিত নামাজের নামে রাস্তা অবরোধ করা এবং আজানের সময় মসজিদ থেকে সৃষ্ট শব্দ দূষণের সমস্যা নিয়েও কথা বলা উচিৎ।"

হেগড়ে বলেন, "যেহেতু আপনি সাধারণ জনগণের সমস্যাগুলির প্রতি আগ্রহী এবং সংবেদনশীল এবং আপনি হিন্দু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, আমি নিশ্চিত যে আপনি শতাব্দী ধরে হিন্দুদের প্রতি বৈষম্য অনুভব করতে পারেন। হিন্দু বিরোধী অভিনেতাদের একটি দল সবসময় হিন্দুদের অনুভূতিতে আঘাত করে। তারা কখনই তাদের সম্প্রদায়ের অন্যায় প্রকাশের চেষ্টা করে না।"

তিনি হিন্দুদের মধ্যে অস্থিরতা সৃষ্টিকারী কোম্পানির সাম্প্রতিক বিজ্ঞাপনটির বিষয়ে লক্ষ্য করার জন্য সংস্থার ম্যানেজমেন্টকে অনুরোধ করেন। বিজেপি সাংসদ বলেন, "আপনার কোম্পানির সাম্প্রতিক বিজ্ঞাপন, যেখানে আমির খান মানুষকে রাস্তায় বাজি না ফাটানোর পরামর্শ দিচ্ছেন তা একটি ভালো বার্তা। জনসাধারণের সমস্যাগুলির জন্য আপনার উদ্বেগের প্রশংসার দাবি রাখে। এই বিষয়ে আমি আপনাকে অনুরোধ করছি রাস্তায় মানুষের আরও একটি সমস্যার দিকে দৃষ্টি দেবার জন্য। তা হল শুক্রবার এবং উৎসবের দিন মুসলমানদের নামাজের নামে রাস্তা আটকানো।

"এটি ভারতের অনেক শহরে একটি খুব সাধারণ দৃশ্য, যেখানে মুসলমানরা ব্যস্ত রাস্তা অবরোধ করে এবং নামাজ আদায় করে এবং সেই সময় যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অগ্নিনির্বাপক যানবাহনে আটকে থাকে। যা মারাত্মক ক্ষতির কারণ হয়। প্রতিদিন, আজান দেওয়ার সময় আমাদের দেশের মসজিদগুলোতে লাউড স্পীকার থেকে উচ্চ শব্দ নির্গত হয়। সেই আওয়াজ অনুমোদিত মাত্রার বাইরে। শুক্রবারে, মসজিদে নামাজ দীর্ঘায়িত হয়। যাদের স্বাস্থ্যের সমস্যা রয়েছে, যারা বিশ্রাম নেব এবং যারা শিক্ষকতা করেন তাঁদের জন্য এটি একটি বড় অসুবিধা।"

তিনি বলেন, "আমি আপনাকে এই বিশেষ ঘটনাটির দিকে দৃষ্টি দিতে অনুরোধ করছি যেখানে আপনার কোম্পানির বিজ্ঞাপন হিন্দুদের মধ্যে অশান্তি সৃষ্টি করে।"

- with Agency Input

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in