ছবি প্রতীকী
ছবি প্রতীকীফাইল ছবি আনাদলু এজেন্সীর সৌজন্যে

Journalism: ২০২৩-এ বিশ্বজুড়ে নিহত ৯৯ সাংবাদিক; ৭৫%-র মৃত্যু প্যালেস্তাইনে, জেলবন্দী ৩২০ - রিপোর্ট

People's Reporter: সিপিজে প্রকাশিত সমীক্ষা রিপোর্ট অনুসারে, ২০১৫ সালের পর থেকে এই প্রথম কর্মরত অবস্থায় এত বেশী সাংবাদিকদের মৃত্যু হয়েছে।

২০২৩ সালে কর্মরত অবস্থায় বিশ্বজুড়ে নিহত হয়েছেন ৯৯ জন সাংবাদিক। যার মধ্যে প্রায় ৭৫ শতাংশের মৃত্যু হয়েছে প্যালেস্তাইনে। গত ১৫ ফেব্রুয়ারি কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট (CPJ) প্রকাশিত এক রিপোর্ট থেকে একথা জানা গেছে।

সিপিজে প্রকাশিত সমীক্ষা রিপোর্ট অনুসারে, ২০১৫ সালের পর থেকে এই প্রথম কর্মরত অবস্থায় এত বেশী সাংবাদিকদের মৃত্যু হয়েছে। শতাংশের বিচারে ২০২২ সালের অনুপাতে যা প্রায় ৪৪ শতাংশ বেশী। ২০২২-এ কর্মরত অবস্থায় মৃত্যু হয়েছিল ৬৯ জন সাংবাদিকের।

রিপোর্ট অনুসারে ২০২৩ সালে গাজা ইজরায়েল যুদ্ধের খবর সংগ্রহ করতে গিয়ে মৃত্যু হয়েছে ৭৮ জন সাংবাদিকের। যার মধ্যে ৭২ জন প্যালেস্তিনিয় সাংবাদিক, ৩ জন লেবানীস এবং ২ জন ইজরায়েলি সাংবাদিক আছেন। সিপিজে রিপোর্ট জানাচ্ছে, ২০২৩ সালে কর্মরত অবস্থায় ৭৮ জন সাংবাদিক এবং ১৩জন সংবাদমাধ্যম কর্মী নিহত হয়েছেন। যদিও ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা নিয়ে তদন্ত এখনও শেষ হয়নি।

সিপিজে-র দাবি, প্যালেস্তাইনে যেসব সাংবাদিক নিহত হয়েছেন তাদের বেশিরভাগকেই ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে ইজরায়েলি বাহিনী।

সিপিজে-র এই দাবি ছাড়াও দ্য প্যালেস্তিনিয়ান জার্নালিস্ট সিন্ডিকেট (PSJ) দাবি করেছে প্যালেস্তাইন আক্রান্ত হবার পর কমপক্ষে ৯৫ জন সাংবাদিকদের কর্মরত অবস্থায় নিহত হয়েছেন। এঁদের অধিকাংশই নিহত হয়েছে ৭ অক্টোবর থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে।

পিএসজে দাবি করেছে, অধিকাংশ প্যালেস্তিনিয় সাংবাদিককে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে ইজরায়েলি বাহিনী। এঁদের মধ্যে অনেক সাংবাদিককে হত্যা করার আগে হুমকি দিয়েছে ইজরায়েলি বাহিনী। নিহত সাংবাদিকদের অনেকেই ইজরায়েলি গণহত্যার ছবি তুলেছিলেন বলে জানিয়েছে পিএসজে।

পিএসজে আরও জানিয়েছে, প্যালেস্তাইন এবং গাজার খবর বাইরের বিশ্বের কাছে যাওয়া আটকাতে প্যালেস্তিনিয় সাংবাদিকদের হত্যা করা ছাড়াও ইন্টারনেট বন্ধ করে রাখা, ভুয়ো তথ্য পরিবেশন করা, বিদেশি সাংবাদিকদের ভিসা দিতে অস্বীকার করার কাজও করেছে ইজরায়েলি বাহিনী।

গত বছরের ৭ অক্টোবর ইজরায়েলের ওপর হামাস গোষ্ঠীর আক্রমণের পর প্যালেস্তাইনে আক্রমণ চালাতে শুরু করে ইজরায়েল। যা এখনও চলছে এবং যে হানাদারিতে এখনও পর্যন্ত প্রায় ২৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৬৯ হাজার মানুষ। প্যালেস্তাইনের বহু সাংবাদিক ইজরায়েলি হানাদারিতে পরিবার সহ নিহত হয়েছেন।

সিপিজে অন্য এক রিপোর্টে (2023 prison census: Jailed Journalist numbers near record high; Israel imprisonments spike) জানিয়েছে ২০২৩ সালের শুরু থেকে ১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে ৩২০ জন সাংবাদিককে কারাবন্দী করা হয়েছে। এঁদের মধ্যে ২৭৩ জন পুরুষ সাংবাদিক এবং ৪৭ জন মহিলা সাংবাদিক। জেলবন্দী সাংবাদিকদের মধ্যে ১০৮ জন ফ্রীলান্সার এবং ২১২ জন কোনও সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত।

সিপিজে রিপোর্ট অনুসারে এঁদের মধ্যে ১৬৮ জন তাঁদের সমালোচনামূলক প্রতিবেদনের কারণে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ, মিথ্যা সংবাদ এবং রাষ্ট্রবিরোধী অভিযোগ আনা হয়েছে। এঁদের মধ্যে চিনে ৪৪ জন, মায়ানমারে ৪৩ জন, বেলারুশে ২৮ জন কারাবন্দী আছেন। এছাড়াও রাশিয়ায় ২২ জন, ভিয়েতনামে ১৯ জন, ইরানে ১৭ জন সাংবাদিক কারাবন্দী আছেন।

 - with inputs from CPJ

ছবি প্রতীকী
CAA: লোকসভা নির্বাচনের আগেই কার্যকর হবে নাগরিকত্ব সংশোধনী আইন! হুঁশিয়ারি অমিত শাহ-র
ছবি প্রতীকী
Maharashtra: মিলিন্দ দেওরার পর অশোক চাহ্বাণ, কংগ্রেস ছাড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in