IOCL Recruitment 2021: প্রায় ২ হাজার পদে নিয়োগ, কীভাবে আবেদন, শেষ তারিখ কবে, জেনে নিন বিস্তারিত

সম্প্রতি প্রায় ২ হাজার (১,৯৬৮) পদে নিয়োগের কথা ঘোষণা করেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড‌ বা IOCL (Indian Oil Corporation Limited)। ট্রেড ও টেকনিশিয়ান অ‍্যাপ্রেন্টিস পদে নিয়োগ হবে।
IOCL Recruitment 2021: প্রায় ২ হাজার পদে নিয়োগ, কীভাবে আবেদন, শেষ তারিখ কবে, জেনে নিন বিস্তারিত
প্রতীকী ছবি

সম্প্রতি প্রায় ২ হাজার (১,৯৬৮) পদে নিয়োগের কথা ঘোষণা করেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড‌ বা IOCL (Indian Oil Corporation Limited)। ট্রেড ও টেকনিশিয়ান অ‍্যাপ্রেন্টিস পদে নিয়োগ হবে। আবেদনের শেষ তারিখ আগামী ১২ নভেম্বর।

একনজরে আবেদন সম্পর্কিত কিছু তথ্য -

শূন্যপদ - ১,৯৬৮টি

কোন কোন পদে নিয়োগ -

ট্রেড অ‍্যাপ্রেন্টিস: অ‍্যাটেন্ড‍্যান্ট অপারেটর(কেমিক্যাল প্ল‍্যান্ট), বয়লার, ফিটার (মেকানিক‍্যাল), সেক্রেটারিয়াল অ‍্যাসিস্ট‍্যান্ট, অ‍্যাকাউন্ট‍্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর।

টেকনিক্যাল অ‍্যাপ্রেন্টিস: কেমিক্যাল, মেকানিক‍্যাল, ইলেকট্রিক্যাল, ইন্সট্রুমেন্টেশন।

শিক্ষাগত যোগ্যতা –

ট্রেড অ‍্যাপ্রেন্টিসের জন্য সংশ্লিষ্ট পদে আইটিআই পাশ হতে হবে আবেদনকারীকে। টেকনিক্যাল অ‍্যাপ্রেন্টিসের জন্য সংশ্লিষ্ট পোস্টে ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা -

প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। SC/ST-দের ক্ষেত্রে ৫ বছর এবং OBC-দের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ৩ বছরের ছাড় রয়েছে।

প্রার্থী বাছাই পদ্ধতি -

আবেদনকারীদের দুই ঘন্টার একটি লিখিত পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে এবং ডকুমেন্টে থাকা যোগ‍্যতার ভিত্তিতে নিয়োগ করা হবে। আগামী ২১ নভেম্বর লিখিত পরীক্ষা হবে। ৪ ডিসেম্বর তার ফল প্রকাশ হবে। এরপর যোগ‍্য প্রার্থীদের ডাকা হবে।

আবেদন পদ্ধতি-

১) চাকরিপ্রার্থীদের প্রথমে https://iocl.com ওয়েবসাইটে লগইন করতে হবে।

২) সাইট খুললে 'Whats New'-তে ক্লিক করতে হবে।

৩) এরপর 'Engagement of Apprentices under Refineries Division'-এ ক্লিক করতে হবে।

৪) 'Click Here to Apply Online'-এ ক্লিক করতে হবে।

৫) এরপর পোস্ট সিলেক্ট করে ফর্ম ফিলাপ করতে হবে, ডকুমেন্টস আপলোড করতে হবে।

৬) ফি দিয়ে ফর্ম সাবমিট করতে হবে।

৭) অ‍্যাপ্লিকেশনটি ডাউনলোড করে প্রিন্টআউট নিজের কাছে রাখতে হবে ভবিষ্যতের রেফারেন্স হিসেবে।

আরও বিস্তারিত জানতে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট https://iocl.com-এ লগইন করুন।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in