নয়া সিদ্ধান্ত ভারতীয় রেলের
নয়া সিদ্ধান্ত ভারতীয় রেলের ছবি সংগৃহীত

Indian Railways: ওয়েটিং লিস্টে টিকিট কনর্ফাম না হলে আর ট্রেনে সফর নয়, সিদ্ধান্ত ভারতীয় রেলের

People's Reporter: ব্রিটিশ আমল থেকেই ওয়েটিং লিস্টের টিকিটে ট্রেনে সফর না করার নিয়ম ছিল। কিন্তু যাত্রীদের কথা মাথায় রেখে সেটা নিয়ে এতদিন কোনো কড়াকড়ি আনেনি রেল কর্তৃপক্ষ।
Published on

রেল সফরে আসতে চলেছে নয়া নিয়ম। এবার থেকে টিকিট কনর্ফাম না হলে যাত্রীরা আর ট্রেনে যাতায়াত করতে পারবেন না। ধরা পড়লে টিকিট পরীক্ষক পরবর্তী যে স্টেশনে ট্রেন থামবে সেখানে নামিয়ে দেবেন। সঙ্গে দিতে হবে জরিমানাও।

দূরপাল্লা ট্রেন সফরে অনলাইন এবং অফলাইন – দুই পদ্ধতিতে টিকিট টাকা যায়। অনলাইনে টিকিট কনর্ফাম না হলে সংশ্লিষ্ট ট্রেনের যাত্রী তালিকা তৈরি হয়ে গেলেই তা বাতিল হয়ে যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে টিকিট বাতিল বাবদ যে টাকা প্রাপ্য তা গ্রাহককে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু অফলাইনে অর্থাৎ কাউন্টার থেকে টিকিট কাটলে টিকিট কনর্ফাম না হলে কাউন্টারে গিয়ে গ্রাহককে টিকিট বাতিল করতে হয়। কিন্তু অনেকেই বাতিল না করে সেই টিকিট নিয়ে ট্রেনে উঠে পড়েন।

ব্রিটিশ আমল থেকেই ওয়েটিং লিস্টের টিকিটে ট্রেনে সফর না করার নিয়ম ছিল। কিন্তু যাত্রীদের কথা মাথায় রেখে সেটা নিয়ে এতদিন কোনো কড়াকড়ি আনেনি রেল কর্তৃপক্ষ। এ নিয়ে আবার কনফার্ম টিকিটের যাত্রীদের আপত্তি অনেক দিনের। অভিযোগ করা হয়, ট্রেনের সফরে শান্তি বিঘ্নিত হচ্ছে। অনেক সময়েই তাঁদের নির্দিষ্ট আসন দখল করে রাখছেন ওয়েটিং লিস্টে থাকা যাত্রী। 

এবার এই নিয়ে নড়েচড়ে বসেছে রেল। রেলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওয়েটিং লিস্টে নাম থাকলে আর যাতায়াত করা যাবে না। ধরা পড়লে টিকিট চেকার তার পরে যে স্টেশনে ট্রেন থামবে সেখানে নামিয়ে দেবেন। পাশাপাশি, সাধারণ বগিতে ২৫০ টাকা এবং বাতানুকূল বগিতে ৪০০ টাকা জরিমানা করা হবে। সেই সঙ্গে ওই যাত্রী যেটুকু পথ সফর করেছেন তার ভাড়াও নেবেন টিকিট পরীক্ষক। তবে আগে থেকে টিকিট পরীক্ষককে টিকিট দেখিয়ে সাধারণ বগিতে যাতায়াত করতে পারেন যাত্রীরা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in