২০২০ সালে ২২৬ জন সাংবাদিক হামলার শিকার, ১৩ জন খুন, শীর্ষে উত্তরপ্রদেশ - রিপোর্ট

ভারত সাংবাদিকদের জন্য ক্রমশ 'বিপজ্জনক' দেশ হয়ে উঠছে। ২০২০ সালে কমপক্ষে ২২৬ জন সাংবাদিকের ওপর হামলা হয়েছে দেশে। এর মধ্যে ১২ জন মহিলা রয়েছেন। এছাড়াও ২টি মিডিয়া হাউসের ওপরেও হামলা হয়েছে গত বছর।
ইন্ডিয়া প্রেস ফ্রীডম রিপোর্ট
ইন্ডিয়া প্রেস ফ্রীডম রিপোর্টছবি রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালিসিস গ্রুপের সৌজন্যে

ভারত সাংবাদিকদের জন্য ক্রমশ 'বিপজ্জনক' দেশ হয়ে উঠছে। ২০২০ সালে কমপক্ষে ২২৬ জন সাংবাদিকের ওপর হামলা হয়েছে দেশে। এর মধ্যে ১২ জন মহিলা রয়েছেন। এছাড়াও ২টি মিডিয়া হাউসের ওপরেও হামলা হয়েছে গত বছর।

Rights and Risks Analysis Group নামের একটি সংস্থার রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। শুক্রবার এক প্রেস রিলিজে ইন্ডিয়া প্রেস ফ্রিডম রিপোর্ট, ২০২০ নামের এই রিপোর্ট প্রকাশ করেছে সংস্থাটি।

রিপোর্ট অনুযায়ী, গত বছর সাংবাদিকদের ওপর সবথেকে বেশি হামলার ঘটনা ঘটেছে বিজেপি শাসিত উত্তর প্রদেশে, ৩৭টি। এরপর রয়েছে মহারাষ্ট্র (২২)। তৃতীয় স্থানে রয়েছে জম্মু-কাশ্মীর (১৮)। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে দিল্লি (১৫) এবং কর্ণাটক (১২)। পশ্চিমবঙ্গে গত বছর সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে ৮টি।

কমপক্ষে ১৩ জন সাংবাদিককে হত‍্যা করা হয়েছে ২০২০ সালে। এর মধ্যে উত্তরপ্রদেশেই হত‍্যা করা হয়েছে ছয়জনকে। আসাম এবং মধ্যপ্রদেশে ২ জন করে সাংবাদিককে হত‍্যা করা হয়েছে। কেরল, রাজস্থান এবং তামিলনাড়ুতে গত বছর একজন করে সাংবাদিক খুন হয়েছেন‌।

৩৭ জন সাংবাদিককে আটক বা গ্রেফতার করা হয়েছে। ৬৪ জন সাংবাদিককের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। ১৩ জন সাংবাদিক ও একটি নিউজপেপারকে শো-কজ নোটিশ পাঠানো হয়েছে। এছাড়াও ১০১ জন সাংবাদিককে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে বা অনলাইনে হুমকি দেওয়া হয়েছে।

সাংবাদিকদের বিরুদ্ধে IPC, CrPC, UAPA, মহামারী আইন, বিপর্যয় মোকাবিলা আইন ২০০৫, আইটি আইন, পকসো ইত‍্যাদি একাধিক আইনে মামলা দায়ের করা হয়েছে। একজন সাংবাদিকের ওপর বিভিন্ন রাজ‍্যে একাধিক FIR রয়েছে এরকম উদাহরণও রয়েছে।

যে ২২৬ জন সাংবাদিকের বিরুদ্ধে হামলা হয়েছে তার মধ্যে ১১৪ জন সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে জনতা/অজ্ঞাতপরিচয় দুষ্কৃতি/ রাজনৈতিক দলের সদস‍্যরা। ৪২ জন সাংবাদিক পুলিশ সহ বিভিন্ন সরকারি আধিকারিক কর্তৃক হেনস্থার শিকার হয়েছেন। ৫ জন সাংবাদিক জেলের মধ্যে পুলিশি অত‍্যাচারের শিকার হয়েছেন বলে ওই রিপোর্টে দাবি করা হয়েছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in