Parakala Prabhakar: বিজেপি জিতলে দেশে আর নির্বাচনই হবে না! ফের বিস্ফোরক নির্মলা সীতারমনের স্বামী

People's Reporter: অর্থনীতিবিদের কথায়, এখন বাইরে যেসব মন্তব্য শোনা যাচ্ছে, একে মারো, ওকে কাটো, কিংবা ধর্মসংসদ থেকে যে ধরণের ঘৃণাসূচক বক্তৃতা দেওয়া হয়, তা লালকেল্লা থেকে খোলাখুলি শোনা যাবে পরে।
পরকালা প্রভাকর
পরকালা প্রভাকরছবি - সংগৃহীত

নির্বাচনী বন্ড নিয়ে মোদী সরকারের অস্বস্তি বাড়ানোর পর ফের বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের স্বামী অর্থনীতিবিদ পরকালা প্রভাকর। তিনি দাবি করেন বিজেপি যদি পুনরায় ক্ষমতায় আসে তাহলে দেশে ভবিষ্যতে আর নির্বাচন হবে না। অর্থনীতিবিদের এই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন পরকালা প্রভাকর। সেখানেই তিনি বলেন, "নরেন্দ্র মোদী যদি এই নির্বাচন জিতে যান তাহলে ভারতে আর কোনো নির্বাচনের আশা না করাই উচিত। সংবিধান পরিবর্তন করা হবে। আর যে সমস্ত ঘৃণাভাষণ এখন মিটিং মিছিল থেকে শোনা যায়, ভবিষ্যতে লাল কেল্লা থেকে তা শোনা যাবে।"

অর্থনীতিবিদের কথায়, এখন এখানে ওখানে যেসব মন্তব্য শোনা যাচ্ছে, একে মারো, ওকে কাটো, পাকিস্তানে চলে যাও, কিংবা ধর্মসংসদ থেকে যে ধরণের ঘৃণাসূচক বক্তৃতা দেওয়া হয়, তা পরে লালকেল্লা থেকে খোলাখুলি শোনা যাবে।

বিজেপি ফের ক্ষমতায় ফিরলে দেশের সর্বত্র মণিপুরের মতো জাতিগত হিংসা শুরু হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি ৪০০ আসনের লক্ষ্য নিয়ে প্রচার চালাচ্ছে। প্রতিটি জনসভাতেই মোদী-অমিত শাহ 'আব কি বার ৪০০ পার' স্লোগান দিচ্ছেন। যার ব্যাখ্যা দিয়েছিলেন কর্ণাটকের বিজেপি সাংসদ অনন্ত কুমার হেগড়ে। হেগড়ে জানিয়েছিলেন, "মোদী বলছেন আব কি বার ৪০০ পার। কিন্তু কেউ ভেবে দেখেছেন কেন বলছেন তিনি? লোকসভায় আমাদের দুই তৃতীয়াংশ সমর্থন রয়েছে। কিন্তু রাজ্যসভায় সেই সমর্থন নেই। খুব সামান্য সংখ্যাগরিষ্ঠতা আছে। সংবিধান সংশোধন করতে হলে দুই কক্ষ মিলিয়ে দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন হয়।" হেগড়ের এই মন্তব্যেরই প্রতিধ্বনি শোনা গেল আশঙ্কিত প্রভাকরের গলায়।

প্রসঙ্গত, কিছুদিন আগেই নির্বাচনী বন্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন প্রভাকর। তিনি বলেছিলেন, "নির্বাচনী বন্ডের মাধ্যমে দুর্নীতি যে হয়েছে, তা সকলে দেখতে পেয়েছেন। নির্বাচনী বন্ড কেবল ভারতের সবচেয়ে বড় কেলেঙ্কারি নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি। সেটাও সবাই এখন বুঝতে পারছে। এই ঘটনার জেরেই বর্তমান কেন্দ্র সরকারকে সাধারণ ভোটাররা কড়া শাস্তি দেবে"।

পরকালা প্রভাকর
Lok Sabha Polls 24: সংবিধান বদলে দিতে ৪০০-র বেশি আসন প্রয়োজন - বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদের
পরকালা প্রভাকর
Vijayan: ‘বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে কেরালায় শিকড় গাড়তে দেব না কোনওভাবেই‘, হুঙ্কার বিজয়নের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in