Hurun India Rich List 2024: মুকেশ আম্বানিকে পিছনে ফেলে ভারতের ধনীতম ব্যক্তি গৌতম আদানি!

People's Reporter: গৌতম আদানির মোট সম্পত্তি রয়েছে ১১ লক্ষ ৬১ হাজার ৮০০ কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছেন মুকেশ আম্বানি। আম্বানির সম্পত্তির পরিমাণ ১০ লক্ষ ১৪ হাজার ৭০০ কোটি টাকা।
মুকেশ আম্বানি ও গৌতম আদানি
মুকেশ আম্বানি ও গৌতম আদানি ফাইল ছবি সংগৃহীত
Published on

মুকেশ আম্বানিকে ছাড়িয়ে ভারতের ধনীতম ব্যক্তি হলেন শিল্পপতি গৌতম আদানি। Hurun India Rich List 2024-এ প্রকাশিত তথ্য অনুযায়ী তেমনই জানা গেছে। দ্বিতীয় স্থানে নেমে গেলেন মুকেশ আম্বানি। তালিকা অনুযায়ী গৌতম আদানির সম্পত্তি গত এক বছরে ৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা সকলের কাছেই চমকপ্রদ।

২০২০ সালে এই তালিকায় চতুর্থ স্থানে ছিলেন গৌতম আদানি। তারপর হিডেনবার্গ কাণ্ডের জেরে ব্যাপক ক্ষতি হয় আদানি গ্রুপের। কিন্তু সেই ক্ষতি পূরণ করে দেশের ১ নম্বর ধনী ব্যক্তি হিসেবে উঠে এলেন আদানি। আদানি গ্রুপের প্রতিটি বিভাগের শেয়ার বৃদ্ধি পেয়েছে। উদাহরণ স্বরূপ, আদানি বন্দরের শেয়ার ৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আদানি এনার্জি, আদানি গ্যাস, আদানি ট্রান্সমিশন, এবং আদানি পাওয়ার - এই এনার্জি-কেন্দ্রিক সংস্থাগুলির শেয়ারের দাম গড়ে ৭৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জানা যাচ্ছে জুলাই মাসের শেষ পর্যন্ত হিসেব অনুযায়ী এই তালিকা পেশ করা হয়েছে।

গৌতম আদানির মোট সম্পত্তি রয়েছে ১১ লক্ষ ৬১ হাজার ৮০০ কোটি টাকার। দ্বিতীয় স্থানে রয়েছেন মুকেশ আম্বানি। আম্বানির সম্পত্তির পরিমাণ ১০ লক্ষ ১৪ হাজার ৭০০ কোটি টাকা।

হুরুন লিস্টের তৃতীয় স্থানে রয়েছেন এইচ সি এল গ্রুপের শিব নাদার। তাঁর সম্পত্তির পরিমাণ ৩ লক্ষ ১৪ হাজার কোটি টাকা। চতুর্থ স্থানে রয়েছেন সিরাম ইনস্টিটিউটের সাইরাজ এস পুনাওয়াল্লা। তাঁর সম্পত্তির পরিমাণ ২ লক্ষ ৮৯ হাজার ৮০০ কোটি টাকা। সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ-র দিলীপ সাঙ্ঘভি ২ লক্ষ ৪৯ হাজার ৯০০ কোটি টাকার সম্পত্তি নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন।

রিপোর্ট অনুযায়ী, ভারতে বিলিয়নেয়ারের সংখ্যা গত বছরের তুলনায় ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেশে এই মুহূর্তে বিলিয়নেয়ারের সংখ্যা ৩৩৪, এটি রেকর্ড। ২০২৩ সালে দেশে ২৫৯ বিলিয়নেয়ার ছিলেন। অন্যদিকে চিনে বিলিয়নেয়ারের সংখ্যা ২৫ শতাংশ হ্রাস পেয়েছে।

১,০০০ কোটি বা তার বেশি সম্পদের অধিকারীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে দেশে। ১,৫০০-র বেশি ব্যক্তির সম্পত্তির পরিমাণ ১,০০০ কোটির বেশি।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in