বেকারত্বের হারে শীর্ষে হরিয়ানা, দ্বিতীয় রাজস্থান, CMIE শেষ ত্রৈমাসিক রিপোর্টে দাবি

হরিয়ানায় বেকারত্বের হার ৩৫.৭ শতাংশ। রাজস্থানে এই হার ২৬.৭ শতাংশ। দেশের মধ্যে কেবলমাত্র হরিয়ানা এবং রাজস্থানেই বেকারত্বের হার ২০ শতাংশ ছাড়িয়েছে। জাতীয়ভাবে এই হার গড়ে ২০.২১ শতাংশ।
বেকারত্বের হারে শীর্ষে হরিয়ানা, দ্বিতীয় রাজস্থান, CMIE শেষ ত্রৈমাসিক রিপোর্টে দাবি
ছবি প্রতীকী

সেন্ট্রাল ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনোমি (CMIE)-র শেষ ত্রৈমাসিক রিপোর্ট অনুসারে দেশে সামগ্রিকভাবে বেকারত্বের হার সবথেকে বেশি হরিয়ানায়। এরপরই রয়েছে রাজস্থান।

হরিয়ানায় বেকারত্বের হার ৩৫.৭ শতাংশ। রাজস্থানে এই হার ২৬.৭ শতাংশ। দেশের মধ্যে কেবলমাত্র হরিয়ানা এবং রাজস্থানেই বেকারত্বের হার ২০ শতাংশ ছাড়িয়েছে। জাতীয়ভাবে এই হার গড়ে ২০.২১ শতাংশ।

প্রতিবেশী পাঞ্জাব, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ এবং গুজরাটের সঙ্গে তুলনা করলে অশিক্ষিতদের বেকারত্বের হারও সবচেয়ে বেশি হরিয়ানাতে। মোট ২৮.০৬ শতাংশ অশিক্ষিত যুবকের হাতে কোনো কাজ নেই। মধ্যপ্রদেশ এবং গুজরাটে এই বিভাগে বেকারত্বের হার শূন্য, উত্তরপ্রদেশে এটা ১.১৩ শতাংশ।

সামগ্রিকভাবে বেকারত্বের হারে রাজস্থানের পর রয়েছে ঝাড়খণ্ড। এখানে বেকারত্বের হার ১৬ শতাংশ। বেকারত্ব ১০ শতাংশের ওপরে এরকম বাকি রাজ‍্যগুলো হলো - বিহার (১৩.৬), দিল্লি (১১.৬), গোয়া (১২.৬), জম্মু-কাশ্মীর (১৩.৬), ত্রিপুরা (১৫.৬)। পশ্চিমবঙ্গে বেকারত্বের হার ৭.৪ শতাংশ।

শেষ ত্রৈমাসিকে রিপোর্ট অনুযায়ী ভারতে গড় বেকারত্বের হার ৭.৫ শতাংশ। গ্রামাঞ্চলের তুলনায় শহর এলাকায় বেকারত্বের হার অনেক বেশি। গ্রামাঞ্চলে এই হার যেখানে ৬.৮ শতাংশ, শহরাঞ্চলে তা ৯.১ শতাংশ।

এছাড়াও পরিসংখ্যান অনুযায়ী কর্মসংস্থানের হারের ক্ষেত্রে পুরুষদের তুলনায় অনেক পিছিয়ে রয়েছে নারীরা,‌ বিশেষ করে শহুরে নারীরা।

- With IANS Inputs

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in