Govind Pansare: গোবিন্দ পানসারে হত্যার ৮ বছর পার, এখনও শুরু হয়নি বিচার!

পানসারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বই হল ‘হু ইজ শিবাজি?’। এই বইয়ে তুলে ধরা হয়েছে, ইতিহাসের শিবাজি আসলে কেমন ছিলেন। এই বইয়ে তিনি দাবী করেন, শিবাজি কখনই মুসলিম ধর্মের বিরোধী এক হিন্দু রাজা ছিলেন না।
গোবিন্দ পানসারে স্মরণ
গোবিন্দ পানসারে স্মরণছবি সিপিআই ফেসবুক পেজের সৌজন্যে

দীর্ঘ ৮ বছর আগের ঘটনা। ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি। যুক্তিবাদী হওয়ার দায়ে আততায়ীদের হামলার শিকার হন বামপন্থী লেখক গোবিন্দ পানসারে (Govind Pansare)। পাঁচদিন পর, ২০ ফেব্রুয়ারি, মৃত্যু হয় তাঁর। কিন্তু, এখনও সেই হত্যাকন্ডের বিচার শুরু হয়নি।

এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পানসারের পুত্রবধূ তথা সমাজকর্মী মেঘা পানসারে। তিনি বলেন, ‘সমাজে যখন হিংসা বাড়ছে, তখন দোষীদের শাস্তি হওয়া খুবই গুরুত্বপূর্ণ।’

৮২ বছরের পানসারে ছিলেন পেশায় আইনজীবী এবং লেখক। ভারতের কমিউনিস্ট পার্টি (CPI)-র সক্রিয় সদস্য ছিলেন তিনি। মহারাষ্ট্রে উপশুল্ক সংগ্রহ বিরোধী আন্দোলনের অন্যতম মুখ্য নেতা তিনি। হামলার ২০ দিন আগে, তিনি একটি জনসভায় গেরুয়া শিবিরের নাথুরাম গডসের প্রসিদ্ধি গাওয়ার তীব্র সমালোচনা করেন। 

পানসারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বই হল ‘হু ইজ শিবাজি?’ (Who was Shivaji?)। এই বইয়ে তুলে ধরা হয়েছে, ইতিহাসের শিবাজি আসলে কেমন ছিলেন। এই বইয়ে তিনি দাবী করেন, শিবাজি কখনই মুসলিম ধর্মের বিরোধী এক হিন্দু রাজা ছিলেন না।  তিনি সচেতনভাবেই দলিত এবং মুসলমানদের রাজকার্যে নিযুক্ত করেছিলেন। তিনি ধর্মপ্রাণ ছিলেন, ধর্মান্ধ নয়; ঈশ্বরবিশ্বাসী ছিলেন, কুসংস্কারাছন্ন নয়।

আর, এই কারণে উগ্র গেরুয়া শিবিরের রোষানলে পড়েন প্রথিতযশা বুদ্ধিজীবী তথা বামপন্থী পানসারে। অজ্ঞাত পরিচিত আততায়ীর গুলিতে খুন হন তিনি।

দীর্ঘ সময় পার হয়ে গেলেও বিচার শুরু না হওয়ায় এবং মামলার মন্থর গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে পানসারের পরিবার।

মেঘা পানসারে বলেন, ‘আমরা আশা করছিলাম, অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট গঠন করার পর বিচার শুরু হবে। কিন্তু, মামলার গতি খুবই ধীর। এখন যেহেতু মামলার তদন্ত ATS-এর কাছে হস্তান্তর করা হয়েছে, আমরা আশা করছি এটি (বিচার) ত্বরান্বিত হবে। আর, এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড যারা এবং যারা পলাতক তাদের কাছে ATS পৌঁছাবে।’

সংবাদ সংস্থা পিটিআই (PTI) জানিয়েছে, গত জানুয়ারিতে, মহারাষ্ট্রের বিশেষ সন্ত্রাসবিরোধী স্কোয়াড (ATS) বিচারক এসএস তাম্বে, ১০ জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করেছিলেন, যারা সকলেই গেরুয়া শিবিরের সদস্য।

জানা যাচ্ছে, অভিযুক্ত ১০ জন হলেন সমীর গায়কোয়াড়, বীরেন্দ্র সিংহ তাওড়ে, অমল কালে, বাসুদেব সূর্যবংশী, ভারত কুরানে, অমিত দেগভেকর, শরদ কালস্কর, শচীন আন্দুরে, অমিত বাদ্দি এবং গণেশ মিসকিন। অভিযুক্ত শ্যুটার আরও দুই অভিযুক্ত বিনয় পাওয়ার এবং সারাং আকোলকার পলাতক।

গোবিন্দ পানসারে স্মরণ
Gauri Lankesh: 'এটা সত্যি যে গৌরীকে ওরা হত্যা করেছে, কিন্তু এটাও সত্যি যে গৌরী লঙ্কেশ মৃত নয়'
গোবিন্দ পানসারে স্মরণ
Gauri Lankesh: গৌরী লঙ্কেশ হত্যার দীর্ঘ ৫ বছর পর শুরু হতে চলেছে বিচারপর্ব

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in