Forex Reserves: বৈদেশিক মুদ্রার রিজার্ভে ভারী পতন, কমলো সোনার রিজার্ভও - রিপোর্ট

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) তথ্য অনুসারে, ২৬শে আগস্ট শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $৩.০০৭ বিলিয়ন কমে $৫৬১.০৪৬ বিলিয়ন হয়েছে। সম্প্রতি এই তথ্য প্রকাশিত হয়েছে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীগ্রাফিক্স সুমিত্রা নন্দন

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) তথ্য অনুসারে, ২৬শে আগস্ট শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $৩.০০৭ বিলিয়ন কমে $৫৬১.০৪৬ বিলিয়ন হয়েছে। সম্প্রতি এই তথ্য প্রকাশিত হয়েছে।

রিজার্ভের পতনের জন্য প্রধানত বৈদেশিক মুদ্রা সম্পদের (FCA – Foreign Currency Asset) পতনকে দায়ী করা হয়েছে।

২৬ আগস্ট শেষ হওয়া সপ্তাহে FCA $২.৫৭১ বিলিয়ন কমে $৪৯৮.৬৪৫ বিলিয়ন হয়েছে।

এর পাশাপাশি স্বর্ণের রিজার্ভ $২৭১ মিলিয়ন কমে $৩৯.৬৪৩ বিলিয়ন হয়েছে বলে প্রকাশিত তথ্যে জানানো হয়েছে।

এর পাশাপাশি স্পেশাল ড্রইং রাইটস (SDRs) $১৫৫ মিলিয়ন কমে $১৭.৮৩২ বিলিয়ন হয়েছে।

ওই তথ্য অনুসারেই, আইএমএফের কাছে দেশের রিজার্ভও ২৬ আগস্ট শেষ হওয়া সপ্তাহে $১০ মিলিয়ন কমে $৪.৯২৬ বিলিয়ন হয়েছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in