

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) তথ্য অনুসারে, ২৬শে আগস্ট শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $৩.০০৭ বিলিয়ন কমে $৫৬১.০৪৬ বিলিয়ন হয়েছে। সম্প্রতি এই তথ্য প্রকাশিত হয়েছে।
রিজার্ভের পতনের জন্য প্রধানত বৈদেশিক মুদ্রা সম্পদের (FCA – Foreign Currency Asset) পতনকে দায়ী করা হয়েছে।
২৬ আগস্ট শেষ হওয়া সপ্তাহে FCA $২.৫৭১ বিলিয়ন কমে $৪৯৮.৬৪৫ বিলিয়ন হয়েছে।
এর পাশাপাশি স্বর্ণের রিজার্ভ $২৭১ মিলিয়ন কমে $৩৯.৬৪৩ বিলিয়ন হয়েছে বলে প্রকাশিত তথ্যে জানানো হয়েছে।
এর পাশাপাশি স্পেশাল ড্রইং রাইটস (SDRs) $১৫৫ মিলিয়ন কমে $১৭.৮৩২ বিলিয়ন হয়েছে।
ওই তথ্য অনুসারেই, আইএমএফের কাছে দেশের রিজার্ভও ২৬ আগস্ট শেষ হওয়া সপ্তাহে $১০ মিলিয়ন কমে $৪.৯২৬ বিলিয়ন হয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন