Mamata Banerjee: বাম-কংগ্রেসের বিরুদ্ধে লড়ার নিদান! BJP বিরোধী জোট থেকে কি দূরত্ব বাড়ছে তৃণমূলের?

মমতা ব্যানার্জি বলেন, ওখানে ন্যাশনাল পার্টিতে ইন্ডিয়া আর এখানে (রাজ্যে) বিজেন্ডিয়া। বিজেপির সাথে বসে আছে। লজ্জাও করে না। মানুষের একটা নীতি থাকে। সেই নীতিটা মেনে চলতে হয়।
মমতা ব্যানার্জি
মমতা ব্যানার্জিছবি - মমতা ব্যানার্জির ফেসবুক

রাজ্যে বাম কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করবে তৃণমূল কংগ্রেস। ঝাড়গ্রামে বুধবার এক সভায় এমনটাই বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তাহলে কি বিজেপি বিরোধী মহাজোট 'ইন্ডিয়া' (I-N-D-I-A) থেকে বেরিয়ে আসতে চাইছে তৃণমূল? গতকাল তৃণমূল সুপ্রিমোর এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

বুধবার ঝাড়গ্রামের এক সভা থেকে বাম-কংগ্রেসকে একযোগে আক্রমণ করেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, "ওখানে ন্যাশনাল পার্টিতে ইন্ডিয়া আর এখানে (রাজ্যে) বিজেন্ডিয়া। বিজেপির সাথে বসে আছে। লজ্জাও করে না। মানুষের একটা নীতি থাকে। সেই নীতিটা মেনে চলতে হয়। বাংলায় আমাদের লড়াই সিপিআইএম কংগ্রেসের বিরুদ্ধে।"

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর পাল্টা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর বোধ থাকলে 'বিজেন্ডিয়া' বলতেন না। তাহলে তো মনে হচ্ছে উনি 'ইন্ডিয়া'তে নেই। ইন্ডিয়ার যাত্রা যেদিন থেকে শুরু হয়েছে, তখন থেকেই সবাই বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তখন থেকে উনি ছিলেন না, ফলে ইন্ডিয়াটা উনি এখনও বোঝেননি।"

উল্লেখ্য, বিজেপি বিরোধী জোটে পশ্চিমবঙ্গের গুরুত্ব যে খুব একটা কম নয় তা সকলেরই জানা। কারণ এই রাজ্য থেকে ৪২টি লোকসভার আসন রয়েছে। বিজেপিকে রুখতে 'ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স' বা ইন্ডিয়া মঞ্চ গঠন হয়েছে। কংগ্রেসের উদ্যোগে গড়ে তোলা ওই মঞ্চে বাম-কংগ্রসের পাশাপাশি তৃণমূলও রয়েছে। রাজ্যে ১৮০ ডিগ্রি উল্টো অবস্থান হলেও বিজেপিকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে মঞ্চে রয়েছে বাম-কংগ্রেস ও তৃণমূল। কিন্তু রাজ্যের সিপিআইএম নেতৃত্ব এমন কি সিপিআইএম কেন্দ্রীয় কমিটির বৈঠকেও ঠিক হয়েছে বাংলায় তৃণমূলের সাথে কোনও সমঝোতার প্রশ্নই নেই।

অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীরও একই বক্তব্য। 'ইন্ডিয়া' মঞ্চ নিয়ে বার বার তৃণমূলকে আক্রমণ করতে দেখা গিয়েছিল অধীরবাবুকে। তিনি বলেছিলেন, তৃণমূল এই মঞ্চে শেষ পর্যন্ত থাকে কিনা সেটাই দেখার।

যদিও গত মাসে বেঙ্গালুরু বৈঠকের পর থেকে বাম-কংগ্রেসের বিরুদ্ধে সুর নরম করেছিলেন তৃণমূল নেত্রী। সেখানেই 'ইন্ডিয়া' নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে 'আওয়ার ফেভারিট' তকমাও দিয়েছিলন তিনি। এমনকি ২১ জুলাইয়ের মঞ্চ থেকে সিপিআইএম-র বিরুদ্ধে দু-একটি কথা বললেও কংগ্রেসের বিরুদ্ধে একটিও শব্দ উচ্চারণ করেননি মমতা ব্যানার্জি।

সাগরদিঘি উপনির্বাচনে বাম কংগ্রেস জোটের কাছে পরাজয়ের পরেই মমতা ব্যানার্জি বলেছিলেন, আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল একা লড়াই করবে। যদিও কিছু মাস পরই বিজেপি বিরোধী জোটে তাঁকে দেখা যায়। সেই সময় তিনি এও বলেছিলেন, যারা বিজেপিকে হারাতে চায়, বিশ্বাস করি তারা আমাদের ভোট দেবে। যারা কংগ্রেস, সিপিআইএমকে ভোট দেবে তারা আসলে বিজেপি-কেই ভোট দেবে।

মমতা ব্যানার্জি
Vacant Posts: কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে নিয়োগ হয়নি ৪১ শতাংশ পদে - সংসদে জানালেন শিক্ষামন্ত্রী
মমতা ব্যানার্জি
শেষ হাসি হাসলো বাম-কংগ্রেস, ঝাড়খণ্ডে গিয়েও সাগরদিঘির সেই গ্রাম পঞ্চায়েত হাতছাড়া তৃণমূলের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in