সুইস ব্যাঙ্কে ১ বছরে আমানত বেড়েছে ২৮৬% - কত টাকা গত ৭ বছরে ফেরত আনলো মোদী সরকার? - প্রশ্ন কংগ্রেসের

কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় – গত ১ বছরে যারা সুইস ব্যাঙ্কে টাকা জমা করেছেন মোদি সরকারকে তাঁদের নাম প্রকাশ্যে আনতে হবে। যেখানে ১ বছরে ৯৭% ভারতীয় আরও গরীব হয়েছেন সেই সময় কারা সুইস ব্যাঙ্কে টাকা রাখলেন?
সুইস ব্যাঙ্কে ১ বছরে আমানত বেড়েছে ২৮৬% - কত টাকা গত ৭ বছরে ফেরত আনলো মোদী সরকার? - প্রশ্ন কংগ্রেসের
ছবি প্রতীকী সংগৃহীত

২০২০ সালে সুইস ব্যাংকে ভারতীয়দের আমানতের পরিমাণ ২৮৬ শতাংশ বেড়েছে। সম্প্রতি প্রকাশিত এই রিপোর্টকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তীব্র আক্রমণ শানালো কংগ্রেস। কংগ্রেসের বক্তব্য অনুসারে গত ১৩ বছরে এই পরিমাণ সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। এদিন কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে জানতে চাওয়া হয় যে গত ৭ বছরে কোন দেশ থেকে কত কালো টাকা সরকার ফেরত এনেছে?

এদিন কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয় – গত ১ বছরে যে সব ব্যক্তি সুইস ব্যাঙ্কে টাকা জমা করেছেন মোদি সরকারকে সেই সব ব্যক্তির নাম প্রকাশ্যে আনতে হবে। রিপোর্ট অনুসারে যেখানে ৯৭ শতাংশ ভারতীয় আরও গরীব হয়েছেন সেই সময় কারা সুইস ব্যাঙ্কে অর্থ জমা করলেন? কংগ্রেসের আরও অভিযোগ - মোদী সরকার কালো টাকার প্রবণতা রোধ করতে কোন পদক্ষেপ নেয়নি।

শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এআইসিসির মুখপাত্র গৌরব বল্লভ বলেন, "২০২০ সালের জন্য সুইস ব্যাংকে ভারতীয় ব্যক্তি এবং সংস্থাগুলি যে টাকা জমা রেখেছিল তার তথ্য সুইস ন্যাশনাল ব্যাঙ্ক (এসএনবি) প্রকাশ করেছে। আমাদের বক্তব্য, মোদী সরকারের আমলে ধনী ও দরিদ্রের মধ্যে বিভেদ দিন দিন বাড়ছে। সিএমআইই-র তথ্য অনুসারে, গত বছর প্রায় ৯৭% ভারতীয় আরও দরিদ্র হয়ে পড়েছেন।"

তিনি আরও বলেন যে, ২০২০ সালের জন্য সুইস ব্যাংকগুলিতে তহবিলের তথ্য থেকে আরও একটি দিক প্রকাশিত হয়েছে। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে সুইস ব্যাঙ্কে মোট জমা টাকার পরিমাণ বেড়েছে ২৮৬%। যা গত ১৩ বছর, অর্থাৎ ২০০৭ সাল থেকে এই সময়ের মধ্যে সর্বোচ্চ। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে সুইস ব্যাঙ্কে ব্যক্তিগতভাবে ভাতীয়দের জমা টাকার পরিমাণ বেড়েছে ৩৯ শতাংশ।

প্রস্নগত, ২০১৪ সালে ক্ষমতায় আসার আগে বিজেপি দাবি করেছিল যে ভারতীয়দের ২৫০ বিলিয়ন ডলার বা ১৭.৫ লক্ষ কোটি টাকা সুইস ব্যাঙ্কে রাখা আছে। ওইসময়েই নির্বাচনী প্রচারে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিলো বিজেপি বিদেশি ব্যাঙ্কে জমা এই সমস্ত টাকা ফেরত আনবে এবং যার ফলে প্রতিটি দেশবাসীর অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে ঢুকবে।

এদিন কংগ্রেসের পক্ষ থেকে আরও বলা হয় যে গত ৭ বছরে মোদী সরকার কেবল কথা এসেছে এবং কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। সরকার যে প্রচেষ্টা চালাচ্ছে বলে দাবি করে তার ফলাফল কিছুই দেখা যায় না বলেও দাবি কংগ্রেসের।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in