Crime Report 2023: দেশে ১ বছরে নথিভুক্ত অপরাধের সংখ্যা বেড়েছে ৭.২ শতাংশ, বেড়েছে অপহরণ, সাইবার অপরাধ

Crime Report 2023: দেশে ১ বছরে নথিভুক্ত অপরাধের সংখ্যা বেড়েছে ৭.২ শতাংশ, বেড়েছে অপহরণ, সাইবার অপরাধ

People's Reporter: রিপোর্ট অনুসারে, ২০২২-এর তুলনায় ২০২৩-এ দেশে তফশিলি উপজাতিদের বিরুদ্ধে অপরাধের ঘটনা বেড়েছে ২৮.৮ শতাংশ। ২০২২-এ নথিভুক্ত অপরাধ ছিল ১০,০৬৪। ২০২৩-এ বেড়ে ১২,৯৬০। ২০২১-এ ছিল ৮,৮০২।
Published on

প্রকাশিত হল বহু প্রত্যাশিত ক্রাইম রিপোর্ট ২০২৩। দ্য ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (NCRB) তত্বাবধানে তৈরি এই রিপোর্ট প্রকাশিত হয়েছে চলতি সপ্তাহের সোমবার। রিপোর্ট অনুসারে ২০২৩ সালে দেশে নথিভুক্ত মোট অপরাধমূলক ঘটনার সংখ্যা ৬২,৪১,৫৬৯। ঠিক এক বছর আগে ২০২২ সালে এই সংখ্যা ছিল ৫৮,২৪,৯৪৬। অর্থাৎ ২০২২-এর তুলনায় ২০২৩-এ নথিভুক্ত অপরাধের সংখ্যা বেড়েছে ৪,১৬,৬২৩টি। বৃদ্ধির হার ৭.২ শতাংশ।

রিপোর্ট অনুসারে, সবথেকে বেশি অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছে উত্তরপ্রদেশে। ৪ লক্ষ ২৮ হাজার ৭৯৪। তালিকায় দ্বিতীয় স্থানে আছে মহারাষ্ট্র। যেখানে অপরাধ নথিভুক্ত হয়েছে ৩ লক্ষ ৮৫ হাজার ৬২৩ এবং তৃতীয় স্থানে দিল্লিতে অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছে ৩ লক্ষ ২৪ হাজার ২৫৭টি।

সদ্য প্রকাশিত রিপোর্ট অনুসারে, ২০২২-এর তুলনায় ২০২৩-এ দেশে তফশিলি উপজাতিদের বিরুদ্ধে অপরাধের ঘটনা বেড়েছে ২৮.৮ শতাংশ। মূলত মণিপুরের জাতিদাঙ্গার জন্য এই হার এত বেড়েছে বলে জানানো হয়েছে। ২০২২-এ এই ধরণের নথিভুক্ত অপরাধের সংখ্যা ছিল ১০,০৬৪। যা ২০২৩-এ বেড়ে দাঁড়িয়েছে ১২,৯৬০-এ। ২০২১-এ এই সংখ্যা ছিল ৮,৮০২।

দলিতদের বিরুদ্ধে নথিভুক্ত অপরাধের সংখ্যা ২০২৩-এ ছিল ৫৭,৭৮৯। যা ২০২২-এ ছিল ৫৭,৫৮২। বৃদ্ধির হার ০.৪ শতাংশ।

২০২৩-এ দেশে খুনের ঘটনা নথিভুক্ত হয়েছে ২৭,৭২১টি। যা ২০২২ এর অনুপাতে ২.৮ শতাংশ কমেছে। ২০২২-এ নথিভুক্ত খুনের সংখ্যা ছিল ২৮,৫২২টি।

২০২৩-র দেশে সাইবার অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছে ৮৬,৪২০টি। যা ২০২২-এর তুলনায় বেড়েছে ৩১.২ শতাংশ। ২০২২-এ এর ধরনের ঘটনা নথিভুক্ত হয়েছিল ৬৫,৮৯৩টি।

২০২২-এর অনুপাতে ২০২৩-এ অপহরণের নথিভুক্ত ঘটনা বেড়েছে ৫.৬ শতাংশ। ২০২২-এ অপহরণ নথিভুক্ত হয়েছিল ১,০৭,৫৮৮ এবং ২০২৩-এ নথিভুক্ত হয়েছে ১,১৩,৫৬৪।

২০২৩ সালে নারীদের বিরুদ্ধে অপরাধের মোট ৪,৪৮,২১১টি মামলা নথিভুক্ত করা হয়েছে। যা ২০২২ সালের (৪,৪৫,২৫৬টি মামলা) তুলনায় ০.৭% বৃদ্ধি পেয়েছে।

২০২৩ সালে মোট ৪,৮৪,৫৮৪ জন (১,৫৯,৮১১ জন পুরুষ, ৩,২৪,৭৬৩ জন মহিলা এবং ১০ জন তৃতীয় লিঙ্গ) নিখোঁজ হওয়ার ঘটনা নথিভুক্ত হয়েছে। ২০২২ সালে নিখোঁজ ৪,৪২,৫৭২ জন ব্যক্তির তুলনায় ২০২৩ সালে নিখোঁজের সংখ্যা ৯.৫% বৃদ্ধি পেয়েছে।

Crime Report 2023: দেশে ১ বছরে নথিভুক্ত অপরাধের সংখ্যা বেড়েছে ৭.২ শতাংশ, বেড়েছে অপহরণ, সাইবার অপরাধ
Hate Speech: এক বছরে দেশে ঘৃণা ভাষণ বেড়েছে ৪৫%, শীর্ষে উত্তরপ্রদেশ - দাবি NCRB রিপোর্টে
Crime Report 2023: দেশে ১ বছরে নথিভুক্ত অপরাধের সংখ্যা বেড়েছে ৭.২ শতাংশ, বেড়েছে অপহরণ, সাইবার অপরাধ
NCRB Report: ২২-এ দেশে মহিলা, শিশু, তফশিলি জাতি-উপজাতিদের ওপর অত্যাচারের সংখ্যায় উল্লেখযোগ্য বৃদ্ধি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in