Well done ð #FarmersProstests #ChakkaJam https://t.co/4qIZOlO6fc
— Alka Lamba - ठलà¥à¤à¤¾ लामà¥à¤¬à¤¾ ð®ð³ð (@LambaAlka) February 6, 2021
Posted by Murshidabad CPIM on Friday, February 5, 2021
Delhi Police's clamp down on democracy has crossed all limits. We have been detained from Shaheed Park, ITO when we gathered to hold a peaceful Solidarity Sabha in support of the farmers call today.
— sucheta de (@sucheta_ml) February 6, 2021
We have been brought to Rajinder Nagar Police station#FarmerProtests pic.twitter.com/yuBhDyC2XB
à¦à¦¨à§à¦¦à§à¦°à¦à§à¦¨à¦¾ রà§à¦¡à§ à¦à¦¾à¦°à¦®à¦¾à¦¥à¦¾à§ 'à¦à¦¾à¦à§à¦à¦¾ à¦à§à¦¯à¦¾à¦®' à¦à¦°à§à¦®à¦¸à§à¦à¦¿ à¦à¦²à¦à§ । à¦à¦ªà¦¸à§à¦¥à¦¿à¦¤ à¦à¦à§à¦¨ à¦à¦®à¦ বিà¦à§ পাল, à¦à¦®à¦ সনৠà¦à¦à§à¦°à¦¬à¦°à§à¦¤à§ সহ à¦à¦°à¦¿à§à¦¾ à¦à¦®à¦¿à¦à¦¿à¦° নà§à¦¤à§à¦¤à§à¦¬à¦°à¦¾ । #standwithfarmerschallenge
Posted by CPIM Paschim Medinipur on Friday, February 5, 2021
लà¥à¤¸à¤² à¤à¤à¥à¤à¤¾ à¤à¤¾à¤® पाà¤à¤à¤ à¤à¤¿à¤¸à¤¾à¤¨ à¤à¤à¤¤à¤¾ à¤à¤¿à¤à¤¦à¤¾à¤¬à¤¾à¤¦
Posted by All India Kisan Sabha on Friday, February 5, 2021
দেশের অন্যান্য প্রান্তের মত সিঙ্ঘু সীমান্তেও শান্তিপূর্ণভাবে চলছে চাক্কা জ্যাম। যদিও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এদিন সকাল থেকেই ওই অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সিঙ্ঘু সীমান্ত অঞ্চলে প্রায় ৫০০ মিটার এলাকা জুড়ে ব্যারিকেড করে রাখা আছে। ন্যাশনাল হেরাল্ডের প্রতিবেদন অনুসারে ওই অঞ্চলে সাংবাদিকদের যেতে দেওয়া হচ্ছে না।
রেওয়ারি আলওয়ার সীমান্তে চাক্কা জ্যাম
Nationwide âCHAKKA JAMâ Today!
— Vishal Lochab Farmer (@VishalLochab6) February 6, 2021
Scenes from a 'chakka jam' near the Rewari-Alwar border.
Today, a different view is being seen on the roads of Haryana. à¤à¤à¤à¥ à¤à¥à¤² लॠबà¥à¤à¥à¤ªà¥ वालॠà¤à¤¨à¤¤à¤¾ à¤à¤¾à¤ à¤à¤¯à¥ हॠठब;)#IndiaSupportsChakkaJaam pic.twitter.com/dIfuyRHY4D
পিপলি ন্যাশনাল হাইওয়েতে এআইকেএস বিকেএস-এর ডাকে চাক্কা জ্যাম।
চাক্কা জ্যামের সমর্থনে জম্মু ও কাশ্মীরের পাঠানকোটে জম্মু পাঠানকোট হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন জম্মু কাশ্মীরের কৃষকরা। এদিন তাঁদের পক্ষ থেকে অবিলম্বে তিন কৃষি আইন বাতিলের দাবী জানানো হয়েছে।
গোয়ালিয়রে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং সবাইকে রাস্তায় নেমে ধর্নায় অংশ নেবার আহ্বান জানালেন। এদিন তিনি বলেন – যারা যারা কৃষি আইনের বিরোধিতা করছেন তাঁরা সবাই রাস্তায় নেমে আজকের ধর্নায় অংশ নিন।
শিরোমণি আকালি দলনেত্রী হরসিমরত কাউর বাদল জানালেন – কৃষক আন্দোলন শুধু পাঞ্জাবের কৃষকরাই করছে ভেবে ভুল করছে কেন্দ্রীয় সরকার। সারা দেশ কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। রাজ্যে রাজ্যে কৃষকরা অবস্থান করছেন। যদি এখনও কেন্দ্রীয় সরকার চোখ বন্ধ করে ভাবে শুধু পাঞ্জাবের কৃষকরাই আন্দোলন করছে তাহলে কারোর কিছু করার নেই।
হরিয়ানার ভিওয়ানিতে চাক্কা জ্যাম। মুন্ডল হাইওয়েতে বিরাট যানজট। ছেড়ে দেওয়া হচ্ছে অ্যাম্বুলেন্স, জরুরি পরিষেবার গাড়ি।
কিষাণ একতা মোর্চার পক্ষ থেকে এক ট্যুইট বার্তায় জানানো হল ১৫ মিনিট আগে চাক্কা জ্যাম শুরু হয়েছে। এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ভাবেই চলছে চাক্কা জ্যাম কর্মসূচী। আন্দোলনকারীদের উদ্দেশ্যে অ্যাম্বুলেন্স এবং জরুরি পরিষেবার গাড়ি ছেড়ে দেবার নির্দেশ দেওয়া হয়েছে মোর্চার তরফে।
15 minutes since âChakka Jamâ started. Till now, event is observed as PEACEFUL.
— Kisan Ekta Morcha (@Kisanektamorcha) February 6, 2021
Without forgetting that AMBULANCE & EMERGENCY vehicles will be allowed to cross hassle-free
Chakka Jam Conitnues⦠#IndiaSupportsChakkaJam
আগাম সতর্কতা হিসেবে দিল্লি মেট্রো কর্তৃপক্ষের মেট্রো বন্ধের নোটিশ
Security Update
— Delhi Metro Rail Corporation I à¤à¥à¤ªà¤¯à¤¾ मासà¥à¤ पहनà¥à¤ð· (@OfficialDMRC) February 6, 2021
Entry/exit gates of Lal Quila, Jama Masjid, Janpath and Central Secretariat are closed.
Interchange facility is available.
Security Update
— Delhi Metro Rail Corporation I à¤à¥à¤ªà¤¯à¤¾ मासà¥à¤ पहनà¥à¤ð· (@OfficialDMRC) February 6, 2021
Entry/exit gates of Mandi House, ITO and Delhi Gate are closed.
কৃষি আইন বাতিলের দাবীতে আন্দোলনরত কৃষকদের ডাকা চাক্কা জ্যাম কর্মসূচির দিন প্রশাসনের পক্ষ থেকে আগাম সতর্কতা হিসেবে বন্ধ করে দেওয়া হয়েছে লাল কেল্লা, জামা মসজিদ, জনপথ এবং সেন্ট্রাল মেট্রো স্টেশনের গেট। এর আগে বন্ধ করা হয়েছিল মান্ডি হাউস, আইটিও, দিল্লি গেট, বিশ্ববিদ্যালয় স্টেশনের গেট।
কেন্দ্রের তিন কৃষি আইন বাতিলের দাবীতে আন্দোলনরত কৃষক সংগঠনগুলোর পক্ষ থেকে আজ দেশ জুড়ে তিন ঘণ্টার চাক্কা জ্যামের ডাক দেওয়া হয়েছে। বেলা বারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত রাজ্যে রাজ্যে এই ‘চাক্কা জ্যাম’ কর্মসূচির ঘোষণা করেছে বিভিন্ন কৃষক সংগঠন।
এদিনই দেশজুড়ে ‘চাক্কা জ্যাম’ আন্দোলনের প্রেক্ষিতে দিল্লি পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। আন্দোলনরত কৃষকরা কোনোভাবেই যাতে দিল্লিতে না ঢুকতে পারেন সেই দিকে লক্ষ্য রেখে একাধিক জায়গায় তৈরি করা হয়েছে ব্যারিকেড। এছাড়াও হরিয়ানা পুলিশের পক্ষ থেকে চাক্কা জ্যামের সময় আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।