Mahila Samman Savings Certificate: মিলছে না সাফল্য, বন্ধ হতে চলেছে মহিলাদের সঞ্চয় প্রকল্প
মহিলাদের স্বনির্ভর করার জন্য ২০২৩ সালের বাজেটে স্বল্প সঞ্চয় প্রকল্প আনার কথা ঘোষণা করেছিল নরেন্দ্র মোদী সরকার। গত বছর এপ্রিলে চালু হয় এই মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট। কিন্তু বহু প্রচারের পরেও মেলেনি সাফল্য। ফলে প্রকল্পটি বন্ধ করতে চলেছে কেন্দ্র সরকার। সূত্রের খবর, আগামী বছরের মার্চে দু’বছরের মেয়াদ সম্পূর্ণ করার পরে সেভিংস সার্টিফিকেট আর চালু থাকবে না।
তেইশের বাজেটে এই প্রকল্প ঘোষণার পর এপ্রিল মাস থেকে চালু হয় মহিলাদের সেভিংস সার্টিফিকেট। একলপ্তে লগ্নি করা যায় ২ লক্ষ পর্যন্ত টাকা। বছরে সুদের হার ৭.৫%। এতে কিছু কর ছাড় পাওয়ারও সুযোগ আছে। এত কিছু স্বত্বেও মেলেনি সাফল্য। অর্থ মন্ত্রকের কর্মীরা জানাচ্ছেন, মহিলা সেভিংস সার্টিফিকেট-সহ একাধিক স্বল্প সঞ্চয় প্রকল্প থেকে যে পরিমাণ লগ্নি সরকার আসবে ভেবেছিল, তা আসেনি। আর সেকারণে চলতি বছরের বাজেটে সরকার প্রায় ৫০ হাজার কোটি টাকা কমিয়ে দিয়েছে।
লোকসভা ভোটের আগে গত ফেব্রুয়ারির অন্তর্বর্তীকালীন বাজেটে এই প্রকল্পের জন্য স্বল্প সঞ্চয় খাতে মোট ৪.৬৭ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র। কিন্তু গত মাসে পূর্ণাঙ্গ বাজেটে তা কমিয়ে ৪.২০ লক্ষ কোটি করা হয়। ২০২৩-২৪ অর্থবর্ষে এই খাতে সরকার পুঁজি পেয়েছিল লক্ষ্যমাত্রার তুলনায় ২০ হাজার কোটি টাকা কম।
এবিষয়ে লগ্নি উপদেষ্টা নীলাঞ্জন দে বলেন, ‘‘বর্তমানে মহিলারা অনেক বেশি করে মিউচুয়াল ফান্ড এবং শেয়ার বাজারে বিনিয়োগ করছেন। কারণ তাতে ঝুঁকি থাকলেও, রিটার্নের হার অনেকটা বেশি। তাই সামগ্রিক ভাবে এই ধরনের ঋণপত্র নির্ভর লগ্নি-মাধ্যম নিয়ে উৎসাহ কমার একটা প্রবণতা দেখা যাচ্ছে।’’
কেন্দ্রের তথ্য অনুযায়ী, প্রকল্প চালুর পরে ২০২৩-এর এপ্রিল মাস থেকে গত ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ২৫ লক্ষ অ্যাকাউন্ট খোলা হয়েছে। লগ্নি ২০,০০০ কোটি টাকা। মহিলা সেভিংস সার্টিফিকেটে লগ্নির নিরিখে প্রথমে মহারাষ্ট্র। দ্বিতীয় এবং তৃতীয় যথাক্রমে তামিলনাড়ু ও কর্ণাটক।
ওয়েস্ট বেঙ্গল স্মল সেভিংস এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্মল দাস বলেন, ‘‘প্রকল্পে লগ্নি করতে মহিলাদের মধ্যে তেমন আগ্রহ দেখতে পাইনি। বরং রেকারিং-এ করলে দীর্ঘ মেয়াদে একলপ্তে বেশি টাকা মেলে।’’
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন