CPIM: বিজেপি ২০২৪ সালের নির্বাচনী ফলাফল নিয়ে নিশ্চিত নয় - CPIM

People's Reporter: বিবৃতিতে অযোধ্যায় রামমন্দির উদ্বোধনকে মৌলিক নীতির সরাসরি লঙ্ঘন বলে অভিহিত করা হয়েছে। ২২শে জানুয়ারী, ২০২৪-এ অযোধ্যায় মন্দির উদ্বোধন কার্যত ধর্মনিরপেক্ষতার মৃত্যুঘণ্টা বাজিয়েছে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি ছবি সংগৃহীত

মোদী সরকারের জনবিরোধী নীতির কারণে দেশে ক্রমবর্ধমান বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং জনগণের জীবিকার উপর আক্রমণের বিরুদ্ধে সংগ্রামকে আরও জোরদার করার ডাক দিল সিপিআইএম। তিরুবনন্তপুরমে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। গত রবিবার ২৮ তারিখ শুরু হয়ে এদিনই এই বৈঠক শেষ হয়েছে।

সিপিআইএম-এর বিবৃতিতে জানানো হয়েছে, কেরালার প্রতি মোদি সরকারের বৈষম্যমূলক নীতি এবং রাজ্যের অধিকার এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর ক্রমাগত আক্রমণের বিরুদ্ধে ৮ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে কেরালার বাম সরকারের ডাকে প্রতিবাদ ধর্নার দিন সমস্ত রাজ্যে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হবে।

এছাড়াও ওই বিবৃতিতে কেন্দ্রীয় কমিটি আগামী ১৬ ফেব্রুয়ারী সংযুক্ত কিষাণ মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির যৌথ মঞ্চের দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচিতে সহমর্মিতা জানিয়েছে।

ইভিএম প্রসঙ্গে কেন্দ্রীয় কমিটির বিবৃতি জানিয়েছে, ইভিএমের কার্যকারিতা নিয়ে ব্যাপক উদ্বেগের কারণে, পার্টি দেশ জুড়ে ইভিএম নিয়ে প্রচার চালাবে এবং ভোট কেন্দ্রগুলিতে ভোটিং ইউনিট, নিয়ন্ত্রণ ইউনিট এবং ভিভিপ্যাট ইলেকট্রনিক ইউনিটগুলির পুনঃক্রমানুযায়ী করার দাবি জানাবে। VVPAT-এর ক্ষেত্রে কমপক্ষে ৫০ শতাংশ অবশ্যই কন্ট্রোল ইউনিটে রেকর্ডের সঙ্গে মিলিত দেখতে হবে।

ওই বিবৃতিতে অযোধ্যায় রামমন্দির উদ্বোধনকে মৌলিক নীতির সরাসরি লঙ্ঘন বলে অভিহিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ২২শে জানুয়ারী, ২০২৪-এ অযোধ্যায় মন্দির উদ্বোধন কার্যত ধর্মনিরপেক্ষতার মৃত্যুঘণ্টা বাজিয়েছে। সরাসরি রাজনৈতিক এবং নির্বাচনী লাভের লক্ষ্যে এই অনুষ্ঠান করা হয়েছে। আরএসএস/বিজেপি এই ঘটনাকে সামনে রেখে দেশব্যাপী ব্যাপক প্রচার চালায়।

সিপিআইএম-এর বিবৃতিতে বলা হয়েছে, অযোধ্যাকে কেন্দ্র করে ধর্মীয় অনুভূতির প্রকাশ্য অপব্যবহার এবং সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে জয় সত্ত্বেও, বিজেপি ২০২৪ সালের নির্বাচনের ফলাফল সম্পর্কে নিশ্চিত নয়।

বিহারের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের প্রসঙ্গ টেনে ওই বিবৃতি জানিয়েছে এবার বিজেপির সমর্থনে নীতীশ কুমার রেকর্ড ৯ম বার বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। বিহারের সাধারণ মানুষ, যারা বিজেপিকে পরাজিত করেছিল, তারা এই ধরনের দলবদলকারীদের শিক্ষা দেবে।

সিএএ প্রসঙ্গে বিবৃতিতে বলা হয় ডিসেম্বর ২০১৯ থেকে, মোদী সরকার এই আইনের অধীনে কোনও নিয়ম তৈরি করেনি। এখন, সাধারণ নির্বাচনের প্রাক্কালে, সাম্প্রদায়িক মেরুকরণকে আরও তীক্ষ্ণ করার লক্ষ্যে এবং বিশেষ করে পূর্ব ভারতে নির্বাচনী লাভের আশায় এখন এর বাস্তবায়নের জন্য জোর দিচ্ছে।

প্রতীকী ছবি
Nitish Kumar: এই নিয়ে পঞ্চমবার - আবারও কোন কারণে নীতিশ কুমারের শিবির বদলানোর গুঞ্জন?
প্রতীকী ছবি
NITI Report: এই পরিসংখ্যান BJP-র ইকোসিস্টেমের নির্জলা মিথ্যা - নীতি আয়োগ রিপোর্টের সমালোচনায় কংগ্রেস

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in