
বেসরকারিকরণ হতে চলেছে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক। ইতিমধ্যেই একাধিক পাবলিক সেক্টর ব্যাঙ্ক ও একটি পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরারের নাম কোর গ্রুপ অফ সেক্রেটারিজ অন ডিসইনভেসমেন্টের কাছে পাঠিয়েছে নীতি আয়োগ। সরকারের নতুন বেসরকারিকরণ নীতির আওতায় এই ব্যাঙ্কগুলিকে বিক্রি করা হতে পারে।
সূত্র মারফত জানা গেছে, ডিপার্টমেন্ট অব ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট বা DIPAM এবং ডিপার্টমেন্ট অব ফিনান্সিয়াল সার্ভিসেস বা DFS নীতি আয়োগের পাঠানো তালিকা খতিয়ে দেখবে এবং এই বছরই বেসরকারিকরণের জন্য সম্ভাব্য প্রার্থীদের তালিকা বাছাই করবে।
জানা গেছে, নীতি আয়োগের পাঠানো তালিকায় শীর্ষে রয়েছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এবং সেন্ট্রাল ব্যাঙ্ক। তবে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কও পছন্দের তালিকায় রয়েছে। বিমা সংস্থাগুলোর মধ্যে বেসরকারিকরণের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স। ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানিও এই দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছে।
এই তালিকা থেকে চূড়ান্ত তালিকা তৈরি করবে বিলগ্নিকরণ সংক্রান্ত সচিবদের কোর গ্রুপ। এখান থেকে তা যাবে অল্টারনেটিভ মেকানিজমের কাছে। এরপর চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে পাঠানো হবে তা।
মোদী সরকারের আমলে দেশের ক্ষয়িষ্ণু অর্থনীতি কোভিডের ধাক্কায় আরো ক্ষয়িষ্ণু হয়েছে। অর্থনীতিকে চাঙ্গা করতে রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। কিন্তু কয়েক হাজার কর্মী পরিচালিত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি বেসরকারি সংস্থার হাতে তুলে দিলে, কর্মচারীদের ভবিষ্যত কী হবে, সে বিষয়ে সরকার পরিষ্কারভাবে কিছু জানায়নি এখনও।
যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ সম্প্রতি জানিয়েছেন, যে সমস্ত ব্যাঙ্কের বেসরকারিকরণ হবে সেই সব ব্যাঙ্কের কর্মীদের সুরক্ষার বিষয়টি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করবে। তাঁদের বেতন কাঠামো এবং পেনসনের বিষয়েও নজর রাখবে সরকার।
কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা অনুযায়ী চলতি আর্থিক বছরে বিভিন্ন আর্থিক সংস্থা এবং পাবলিক সেক্টর কোম্পানী বিক্রি করে ১.৭৫ লক্ষ কোটি টাকা তোলা হবে। এই তালিকায় আছে ২টি পিএসইউ ব্যাঙ্ক এবং একটি ইনস্যুরেন্স কোম্পানী।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন