Ballygunge: বালিগঞ্জে তৃণমূলের ভোট কমলো প্রায় ২১ শতাংশ, ভোটের হারে চমকপ্রদ উত্থান বামেদের

মাত্র এক বছর আগে তৃণমূলের পাওয়া ৭০.৬ শতাংশ ভোট এবার নেমে এসেছে ৪৯.৭ শতাংশে। অর্থাৎ তৃণমূলের ভোট কমেছে প্রায় ২১ শতাংশ। অন্যদিকে বিজেপির ভোট কমেছে প্রায় ৭ শতাংশ।
সায়রা শাহ হালিম ও বাবুল সুপ্রিয়
সায়রা শাহ হালিম ও বাবুল সুপ্রিয়ফাইল ছবি

শেষবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ২০০১ সালে সিপিআই(এম) প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন রবীন দেব। ১৯৭৭ থেকে একটানা ২০০১ পর্যন্ত একটি উপনির্বাচন সহ সাতবার জয়লাভ করে সিপিআইএম। এরপর ২০০৬ থেকে বালিগঞ্জ আসনে জয়ের মুখ দেখেনি সিপিআই(এম)। সেই ধারা বজায় রেখে এবারও এই কেন্দ্রে জয়লাভ করলেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। যদিও রাজ্যে পরিবর্তনের পরবর্তী সময় থেকে এপর্যন্ত একটি উপনির্বাচন সহ যে চারটি নির্বাচন হয়েছে এই কেন্দ্রে হয়েছে তার মধ্যে এবারের ফলাফল অবশ্যই ব্যতিক্রমী। যেভাবে একধাক্কায় এই কেন্দ্রে বামেদের ভোট বেড়েছে এবং তৃণমূলের ও বিজেপির ভোট কমেছে তা রাজ্যে আগামীদিনে অন্য ভোট সমীকরণের ইঙ্গিত বলেই মনে করছে রাজনৈতিক মহল।

২০১১ সালে বালিগঞ্জ কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূলের সুব্রত মুখার্জি। সেবার তাঁর প্রাপ্ত ভোটের শতকরা হার ছিলো ৬০.৬৫ শতাংশ। সিপিআই(এম) প্রার্থী ডাক্তার ফুয়াদ হালিম পেয়েছিলেন ৩২.৩২ শতাংশ ভোট। বিজেপি পায় ৩.৫৬ শতাংশ ভোট। জয়ের ব্যবধান ছিলো ৪১,১৮৫ ভোট।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে সুব্রত মুখার্জি পান মোট ভোটের ৪৫.৫৩ শতাংশ। সেবার জোট প্রার্থী হিসেবে কংগ্রেসের কৃষ্ণা দেবনাথ পান ৩৫.৬৪ শতাংশ ভোট। বিজেপি পায় ১৩.৪০ শতাংশ ভোট। জয়ের ব্যবধান ১৫,২২৫ ভোট।

২০২১-এর বিধানসভা নির্বাচনে সুব্রত মুখার্জি জয়লাভ করেন মোট ভোটের ৭০.৬০ শতাংশ ভোট পেয়ে। বাম প্রার্থী ডাঃ ফুয়াদ হালিমের ভোট নেমে আসে ৫.৬১ শতাংশে। বিজেপি পায় ২০.৬৮ শতাংশ ভোট। জয়ের ব্যবধান ৭৫,৩৫৯ ভোট।

যদিও ২০২২-এর উপনির্বাচন বালিগঞ্জ কেন্দ্রের সমস্ত হিসেব উল্টে দিয়েছে। প্রায় প্রতিটি নির্বাচনেই ভোটের হার কমতে থাকা সিপিআইএম-এর ভোট এবার একধাক্কায় বেড়েছে অনেকটাই। যা রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক আবহে অবশ্যই অন্য ইঙ্গিত বহন করছে।

মাত্র এক বছর আগে তৃণমূলের পাওয়া ৭০.৬ শতাংশ ভোট এবার নেমে এসেছে ৪৯.৭ শতাংশে। অর্থাৎ তৃণমূলের ভোট কমেছে প্রায় ২০.৯ শতাংশ। অন্যদিকে বিজেপির ভোট কমেছে ৭ শতাংশ। আর শেষ বিধানসভা নির্বাচনের অনুপাতে বামেদের ৫.৬১ শতাংশ ভোট এবার বেড়ে প্রায় ৩০.১ শতাংশ।

নির্বাচনী ফলাফল অনুসারে বালিগঞ্জ কেন্দ্রে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় পেয়েছেন ৫১,১৯৯ ভোট। সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম পেয়েছেন ৩০,৯৭১ ভোট। বিজেপি প্রার্থী কেয়া ঘোষ পেয়েছেন ১৩,২২০ ভোট এবং কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরী পেয়েছেন ৫,২১৮ ভোট। জয়ের ব্যবধান ২০,২২৮ ভোটের।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in