Azamgarh: আজমগড়ে সমাজবাদী পার্টির পরাজয়ের পেছনে মায়াবতীর হাত দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা

BJP প্রার্থীর প্রাপ্ত ভোট ৩,১২,৭৬৮ এবং SP প্রার্থীর প্রাপ্ত ভোট ৩,০৪,০৮৯। উল্লেখযোগ্যভাবে এই কেন্দ্রে সাড়া জাগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন মায়াবতীর BSP দলের প্রার্থী গুড্ডু জামালি ওরফে শাহ আলম।
মায়াবতী, গুড্ডু জামালি ও অখিলেশ যাদব
মায়াবতী, গুড্ডু জামালি ও অখিলেশ যাদব ফাইল ছবি, গ্রাফিক্স সুমিত্রা নন্দন

উত্তরপ্রদেশের আজমগড় কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে গতকাল। যে ফলাফল অনুসারে সমাজবাদী পার্টির ঘাঁটি বলে পরিচিত এই কেন্দ্রে ঐতিহ্য ভেঙে জয়ী হয়েছে বিজেপি। ভোট শতাংশের পার্থক্য ০.৮৩ শতাংশ। জয়ের ব্যবধান ৮,৬৭৯। বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট ৩,১২,৭৬৮ এবং সমাজবাদী পার্টির প্রার্থীর প্রাপ্ত ভোট ৩,০৪,০৮৯। উল্লেখযোগ্যভাবে এই কেন্দ্রে সাড়া জাগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন মায়াবতীর বিএসপি দলের প্রার্থী গুড্ডু জামালি ওরফে শাহ আলম। যিনি পেয়েছেন ২,৬৬,২১০। মোট প্রদত্ত ভোটের ২৯.২৭ শতাংশ।

২০১৯ লোকসভা নির্বাচনে আজমগড় কেন্দ্রে সমাজবাদী পার্টির প্রার্থী হিসেবে অখিলেশ যাদব এই কেন্দ্রে পেয়েছিলেন ৬,২১,৫৭৮ ভোট। যা মোট প্রদত্ত ভোটের ৬০.০৪ শতাংশ। সেবার বিজেপি প্রার্থী পেয়েছিলেন ৩,৬১,৭০৪ ভোট বা ৩৫.১ শতাংশ। অখিলেশ জয়ী হয়েছিলেন ২,৫৯,৮৭৪ ভোটে। যদিও সেবার বিএসপি এই কেন্দ্রে কোনও প্রার্থী দেয়নি।

এবারের নির্বাচনে এই কেন্দ্রে সমাজবাদী পার্টির প্রার্থীর পরাজয়ের পেছনে গুড্ডু জামালির ২ লক্ষের বেশি ভোট পাওয়াকেই কারণ হিসেবে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁদের মতে, মূলত সমাজবাদী পার্টির ভোট কেটে বিজেপির জয়ের রাস্তা সহজ করে দিয়েছেন মায়াবতীর প্রার্থী। উত্তরপ্রদেশের শেষ বিধানসভা নির্বাচনের সময় যেভাবে কার্যত প্রতিদ্বন্দ্বিতা না করে বিজেপিকে ওয়াকওভার দিয়েছিলেন মায়াবতী এবার উলটো রাস্তায় হেঁটে প্রার্থী দাঁড় করিয়ে সমাজবাদী পার্টির পরাজয় নিশ্চিত করেছেন তিনি।

সূত্র অনুসারে, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে গুড্ডু জামালি বিএসপি ত্যাগ করে সমাজবাদী পার্টিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করে। যদিও সেইসময় অখিলেশ যাদব তাঁকে আজমগড়ে একটি আসন দেবেন বলে প্রতিশ্রুতি দিলেও পরে আর দেখা করেননি। এরপর গুড্ডু জামালি মিম প্রার্থী হিসেবে মুবারক কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ৩৬ হাজার ভোট পান।

আজমগড় লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের আগে মায়াবতী তাঁকে বিএসপিতে ফিরে আসতে বলেন এবং এই কেন্দ্র থেকে বিএসপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বলেন। এরপরেই গুড্ডু জামালি আজমগড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আজমগড় কেন্দ্রে বিজেপির জয়ের থেকেও বেশি গুরুত্বপূর্ণ গুড্ডু জামালির উত্থান এবং এই কেন্দ্র সমাজবাদী পার্টিকে পরাজিত করে কার্যত তিনিই নায়ক।

আজমগড় কেন্দ্রের ফলাফল প্রকাশের পর এক রাজনৈতিক বিশ্লেষক জানিয়েছেন, এই ফলাফলের পর গুড্ডু জামালিকে যে কেউ নিজেদের দিকে টানার চেষ্টা করবে। কারণ আগামী নির্বাচনে তিনি যে দলে থাকবেন সেই দলের একটি আসন নিশ্চিত।

প্রসঙ্গত, ক্যালিফোর্নিয়ার নিউ পোর্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ করা গুড্ডু জামালি উত্তরপ্রদেশের ধনীতম প্রার্থীদের একজন। নির্বাচনী হলফনামা অনুসারে তাঁর স্থাবর এবং অস্থাবর সম্পদের পরিমাণ ১৬২ কোটি টাকা। তাঁর স্ত্রীর স্থাবর এবং অস্থাবর সম্পদের পরিমাণ ৩১ কোটি টাকা।

- with inputs from IANS

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in