Asiatic Lion Death: গুজরাটে বাড়ছে সিংহের অস্বাভাবিক মৃত্যু! তথ্য প্রকাশ্যে আসতেই বাড়ছে উদ্বেগ

People's Reporter: রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী মুলুভাই বেরা জানিয়েছেন, ২০২৪ সালে রাজ্যে ১৬৫ টি সিংহ মারা গেছে, যার মধ্যে অস্বাভাবিক কারণে মৃত্যু হয়েছে ৩২ টির।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - সংগৃহীত
Published on

গুজরাটে বাড়ছে এশিয়াটিক লায়নের মৃত্যুর সংখ্যা। ২০২৪ সালে সিংহের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। সম্প্রতি রাজ্যের বিধানসভায় এমনই তথ্য প্রকাশিত হয়েছে। রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী মুলুভাই বেরা জানিয়েছেন, ২০২৪ সালে রাজ্যে ১৬৫ টি সিংহ মারা গেছে, যার মধ্যে অস্বাভাবিক কারণে মৃত্যু হয়েছে ৩২ টির।

তথ্য অনুসারে, গত পাঁচ বছরে মোট ৬৬৯টি সিংহের মৃত্যু হয়েছে গুজরাতে। এর মধ্যে ২০২০ সালে ১৪২টি এবং ২০২১ সালে ১২৪টি সিংহের মৃত্যু হয়। তার পরে ২০২২, ২০২৩ এবং ২০২৪ সালে যথাক্রমে ১১৭টি, ১২১টি এবং ১৬৫টি সিংহের মৃত্যু হয়েছে। এর মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে অস্বাভাবিক মৃত্যুর পরিমাণ। বার্ষিক গড়ে ১০-১৫ শতাংশ হারে মৃত্যু হচ্ছে সিংহের। বিধানসভায় দেওয়া তথ্য অনুসারে, ২০২৩ সালে ১২১ টির মধ্যে ১৪ টি সিংহের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। ২০২৪ সালে এই সংখ্যা একলাফে বেড়ে হয়েছে ৩২।

এই নিয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন সৌরাষ্ট্রের এক পরিবেশবিদ। তাঁর অভিযোগ, অস্বাভাবিক মৃত্যুর পরিমাণ বাড়েছে সেটা সরকার স্বীকার করলেও এর কারণ বা প্রতিকারের ব্যবস্থা কীভাবে নেওয়া হবে, সেটা ব্যাখ্যা করে নি। অতীতে অস্বাভাবিক মৃত্যুর কারণ হিসাবে দেখা গেছে - গাড়ি দুর্ঘটনা, খোলা কূপে ডুবে যাওয়া, ট্রেনের ধাক্কা, অবৈধ খামারের বেড়া থেকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া।

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, সিংহের অস্বাভাবিক মৃত্যু হয় মূলত ট্রেনের ধাক্কায়। এর প্রতিকার হিসাবে কিছু ব্যবস্থা নিয়েছে সরকার। পিপাভাভ-সুরেন্দ্রনগর রেললাইনের কাছে ৮১.০৬ কিলোমিটার বরাবর চেইন-লিঙ্ক বেড়া তৈরি করা হয়েছে। এছাড়া রয়েছে রেডিও-কলারিং, যা ৭৫ টি সিংহের গতিবিধি অনুসরণ করে এবং বিপদ বুঝলে সতর্কতা দেয়। ২০২৪-২৫ সালে গুজরাট সরকার বাজেটে বন্যপ্রাণী করিডোরে রেল দুর্ঘটনা রোধ করতে ৪০ কোটি টাকা বরাদ্দ করেছে। এদিকে পশ্চিম রেলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ২০২৪-২৫ অর্থবর্ষে গুজরাটে ১০৪ টি সিংহকে দুর্ঘটনার হাত থেকে বাঁচানো হয়েছে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in