Kolkata Tram: ফিফা ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে চলমান ঐতিহ্য হিসাবে কলকাতার ট্রাম যাবে কানাডায়!

People's Reporter: গত ১৯ নভেম্বর কাউন্সিল অফ জেনারেল অফ ইন্ডিয়ার তরফে প্রস্তাব দেওয়া হয় কানাডার ভ্যানকুভারে দুটি ট্রাম পাঠানোর জন্য।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - সংগৃহীত
Published on

কলকাতার চলমান ঐতিহ্য ট্রাম। এবার সেই ট্রাম ছুটবে বিদেশের মাটিতে। ফিফা ফুটবল বিশ্বকাপে চলমান ঐতিহ্য হিসাবে কানাডার ভ্যানকুভার শহরে চলবে কলকাতার দুটি ট্রাম। এই প্রস্তাব আসার পর কানাডায় দুটি ট্রাম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। তবে কলকাতা হাইকোর্টে ট্রাম সংরক্ষণ সংক্রান্ত মামলা চলায় এবিষয়ে আদালতের সম্মতি চেয়েছে রাজ্য।

২০২৬ সালে ফিফা ফুটবল বিশ্বকাপ। সেই উপলক্ষ্যে গত ১৯ নভেম্বর কাউন্সিল অফ জেনারেল অফ ইন্ডিয়ার তরফে প্রস্তাব দেওয়া হয় কানাডার ভ্যানকুভারে দুটি ট্রাম পাঠানোর জন্য। রাজ্যের পক্ষ থেকে আদালতের অনুমতি চাওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই বিষয়ে পৃথক আবেদন দাখিল করার অনুমতি দিয়েছে। প্রধান বিচারপতির আরও প্রশ্ন, ‘বিশ্বকাপের পরে ট্রামগুলি কি ফিরে আসবে?’

এর উত্তরে রাজ্যের আইনজীবী জানিয়েছেন, ফিফা বিশ্বকাপ চলাকালীন চলমান ঐতিহ্য প্রদর্শনের জন্য ১.৭ কিলোমিটার বিশেষ রুটে চলবে দুটি ট্রাম। পরবর্তীতে ভারত সরকার ও রাজ্য চাইলে ট্রামগুলি ফিরিয়ে আনা হবে না। উপহার হিসাবে কানাডা সরকারকে ট্রাম দুটি দেওয়া হবে। তবে হাইকোর্টের নির্দেশ না আসায় রাজ্য এখনও কোনও পদক্ষেপ করতে পারছে না।

প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের ঐতিহ্য বিদেশে যাচ্ছে, এতে আমাদের অত্যন্ত খুশি হওয়া উচিত’। পাশাপাশি, এই নিয়ে একটি পৃথক আবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

গত সপ্তাহের শুনানিতে ট্রাম সংরক্ষণের জন্য সব রকমের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ, ট্রাম লাইন বুজিয়ে ফেলার কাজ অবিলম্বে বন্ধ করা হোক। যেখান যেখানে ইতিমধ্যেই বুজিয়ে ফেলার কাজ সম্পন্ন হয়েছে, সেই সমস্ত জায়গায় ট্রাম লাইন পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। এবিষয়ে নিশ্চিত হতে ছবি-সহ রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এবিষয়ে আদালতের পর্যবেক্ষণ, ‘ট্রাম রাজ্যের ঐতিহ্য। তা তুলে দেওয়া খুব সহজ কাজ। কিন্তু রাজ্যকে ট্রাম বাঁচাতে উদ্যোগ নিতে হবে। বহু দেশে ট্রাম চলে। কোথাও কোথাও রাস্তার একেবারে মাঝখান দিয়ে’।

প্রসঙ্গত, কলকাতার ঐতিহ্য ট্রাম বাঁচাতে হাইকোর্টে দুটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। সেগুলোর শুনানি চলছে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in