ADR Report: মমতার মন্ত্রিসভার ৩৪ শতাংশের বিরুদ্ধে ক্রিমিনাল কেস! শীর্ষে বাবুল সুপ্রিয়

রাজ্যের মন্ত্রীদের মধ্যে মামলার দিক থেকে সকলের আগে রয়েছে বালিগঞ্জের বিধায়ক তথা তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়। তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িক হিংসা, নারী নির্যাতন-সহ মোট ১৬ টি গুরুতর মামলা আছে।
ADR Report: মমতার মন্ত্রিসভার ৩৪ শতাংশের বিরুদ্ধে ক্রিমিনাল কেস! শীর্ষে বাবুল সুপ্রিয়
গ্রাফিক্স - আবু সিনান

মুখ্যমন্ত্রী সহ রাজ্যের মোট মন্ত্রী সংখ্যা ৪৪। এরমধ্যে, ৩৪ শতাংশ বা ১৫ জন মন্ত্রীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। এছাড়া, ২৩ শতাংশ বা ১০ জন মন্ত্রীর বিরুদ্ধে রয়েছে গুরুতর ফৌজদারি মামলা। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার ৬৮ শতাংশ (৩০ জন) মন্ত্রীই কোটিপতি।

সম্প্রতি, নির্বাচন সমীক্ষক সংস্থা - অ্যাসোয়িয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্ম (ADR) যে রিপোর্ট প্রকাশ করেছে, তাতেই উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য

রিপোর্টে উল্লেখ, রাজ্যের মন্ত্রীসভার অনেকের বিরুদ্ধেই রয়েছে রাষ্ট্রদ্রোহ (IPC- ১২১), সাম্প্রদায়িক হিংসা (IPC-১৫৩-এ), নারী নির্যাতন (IPC- ৩৫৪), খুন (IPC-৩০২), খুনের চেষ্টা (IPC- ৩০৭), বিপদজনক অস্ত্র নিয়ে আক্রমণ (IPC- ৩২৬), সরকারী কর্মচারীদের উপর আক্রমণ ও তাঁদের কাজে বাধা (IPC- ৩৩২ ও ৩৩৩), অগ্নিসংযোগ (IPC- ৪৩৬)-এর অভিযোগে একাধিক মামলা।

ADR-র প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে, রাজ্যের মন্ত্রীদের মধ্যে মামলার দিক থেকে সকলের আগে রয়েছেন বালিগঞ্জের বিধায়ক তথা তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িক হিংসা, নারী নির্যাতন-সহ মোট ১৬ টি গুরুতর মামলা আছে। যেগুলি ভারতীয় দণ্ডবিধির ৫০৬, ১৫৩-এ, ১৭১-সি, ৩৫৪ ও ৫০৫ ধারায় দায়ের হয়েছে।

পিছিয়ে নেই পূর্বস্থলি দক্ষিণ কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পশুপালন মন্ত্রী স্বপন দেবনাথ (Swapan Debnath)-ও। তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িক হিংসা, অশান্তির অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ১৫৩, ১৫৩-এ, ২৯৪ ও ৫০৪ ধারায় মামলা আছে।

দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের বিরুদ্ধেও রয়েছে একাধিক গুরুত্বর ফৌজদারি মামলা। খুন, খুনের চেষ্টা, সরকারী কর্মচারীদের উপর আক্রমণ ও তাঁদের কাজে বাঁধা, অগ্নি-সংযোগের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ৩০৭, ৩৩২, ৩৩৩, ৩২৬, ৪৩৬ ও ৫০৪ ধারায় একাধিক মামলা আছে তাঁর বিরুদ্ধে।

সিঙ্গুরের বিধায়ক ও রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী হলেন বেচারাম মান্না (Becharam Manna)। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারী কর্মচারীদের উপর আক্রমণ ও তাঁদের কাজে বাধা, অগ্নি-সংযোগ, ধারালো অস্ত্র নিয়ে আক্রমণের অভিযোগ আছে। ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯, ১৮৬, ৩৩২, ৩৩৩, ৩২৫, ৩৫৩, ৪২৭, ৩২৬ ও ৩০৭ ধারায় মামলা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্ত্রীর বিরুদ্ধে।

শুধু তাই নয়, রাষ্ট্রদ্রোহ, খুনের মতো একাধিক গুরুতর ফৌজদারি মামলা আছে রাজ্যের ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো (Srikanta Mahata)-র বিরুদ্ধে। ভারতীয় দণ্ডবিধির ৩০২, ৩৪, ১২০বি, ১২১, ১২১-এ, ১২২, ১২৩ ও ১২৪-এ ধারায় মামলা আছে পশ্চিমবঙ্গের এই মন্ত্রীর বিরুদ্ধে।

বাকি ১০ জন মন্ত্রী, যাঁদের বিরুদ্ধে রয়েছে গুরুতর ক্রিমিনাল কেস রয়েছে -

• ফিরহাদ হাকিম (কলকাতা বন্দর)

• স্নেহাশিস চক্রবর্তী (জাঙ্গিপাড়া)

• আহমেদ জাভেদ খান (কসবা)

• মোঃ গোলাম রব্বানী (গোলপোখর)

• অখিল গিরি (রামনগর)

• সাবিনা ইয়াসমিন (মোথাবাড়ি)

• দিলীপ মন্ডল (বিষ্ণুপুর (এসসি)

• সত্যজিৎ বর্মন (হেমতাবাদ (এসসি)

• পার্থ ভৌমিক (নৈহাটি)

• আখরুজ্জামান (রঘুনাথগঞ্জ)

ADR Report: মমতার মন্ত্রিসভার ৩৪ শতাংশের বিরুদ্ধে ক্রিমিনাল কেস! শীর্ষে বাবুল সুপ্রিয়
Recruitment Scam: যুব তৃণমূল নেতার অ্যাকাউন্ট থেকে সাড়ে ৬ কোটি টাকার আর্থিক লেনদেন! দাবি ইডির

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in