

দেশের প্রায় ৩৫ কোটি মানুষ নিজেদের অবসরকালীন ভাতার সঞ্চয়ের টাকা তুলে ফেলতে শুরু করেছেন ২০২০ সালের এপ্রিল মাস থেকেই। মূলত মহামারীকালে বেতনভুক কর্মচারিরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে শুরু হতেই এই সিদ্ধান্ত।
২০২১ সালের ১২ মে ইপিএফও-র থেকে পাওয়া তথ্য অনুসারে অফেরতযোগ্য কোভিড অ্যাডভান্সের মোট ১৮ হাজার ৫০০ কোটি টাকা একসঙ্গে তুলে নিয়েছেন প্রায় ৭.২ কোটি মানুষ। ৩৫ কোটি মানুষ নিজেদের প্রভিডেন্ট ফান্ডের ১.২৫ লাখ কোটি টাকা তুলে নিয়েছেন।
মূলত প্রভিডেন্ট ফান্ড, পেনশন, মৃত্যুর বিমা এবং বদলির টাকাও রয়েছে এর মধ্যে। প্রত্যেক বছর কমপক্ষে ১০ শতাংশ করে বাড়ছে এই টাকা তোলার প্রবণতা দেখা দিয়েছে। আর এবছর কোভিডের কারণে টাকা তোলার প্রবণতা আরও বৃদ্ধি পেয়েছে। মহামারীর কারণে চাকরি যাওয়ার ভয়ে নিজেদের প্রভিডেন্ট ফান্ডের টাকা আরও বেশি করে তুলে নিয়ে প্রয়োজন মেটানোর তাগিদও দেখা দিয়েছে।
জানা গিয়েছে, টাকা তোলার প্রবণতা সবথেকে বেশি মুম্বই, পুণে, দিল্লি এবং বেঙ্গালুরুতে। এছাড়াও কোভিডের বাড়বাড়ন্ত যে শহরগুলোতে দেখা দিয়েছে, সেখানেও এই টাকা তোলার প্রবণতা রয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন